
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ে লাভ হয়েছে দক্ষিণ আফ্রিকার। ১২ পয়েন্ট নিয়ে যখন তারা সেমিফাইনালে খেলতে পারবে কি না সেই শঙ্কায় ছিল, গতকাল তা কেটে গেছে। ভারতের পর শেষ চারে সুযোগ পেয়েছে প্রোটিয়ারা।
বাকি দুই জায়গার জন্য এখন লড়াইটা চার দলের। সেই চার দল হচ্ছে—অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। এর মধ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া একটু সুবিধাজনক জায়গায় আছে। ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে। তৃতীয় দল হিসেবে তারা সেমির টিকিট কাটার পথে। এখনো দুই ম্যাচ বাকি রয়েছে তাদের। যেকোনো এক ম্যাচ জিতলেই নিশ্চিত হবে টুর্নামেন্টের শুরুতে ভুগতে থাকা অজিদের শেষ চার।
তবে বাকি জায়গার জন্য সেমির সমীকরণটা দারুণ জমে উঠেছে। একটি টিকিট পাওয়ার জন্য ত্রিমুখী লড়াই চলছে। বাকি তিন দলেরই পয়েন্ট সমান ৮। রানরেটের হিসাবে পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড-পাকিস্তানের নিচে আফগানিস্তান থাকলেও তাদের সম্ভাবনাই বেশ ভালো। অন্যদের এক ম্যাচের বিপরীতে তাদের দুই ম্যাচ বাকি রয়েছে। যেকোনো এক ম্যাচ জিতলে বা কোনোভাবে ২ পয়েন্ট পেলে প্রথমবারের মতো সেমিতে খেলার স্বপ্ন পূরণ হবে আফগানদের।
স্বপ্নপূরণের পথে অবশ্য বড় বাধা রয়েছে আফগানিস্তানের। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বেশ শক্ত দল। তার ওপর এখনো অস্ট্রেলিয়ার শেষ চার নিশ্চিত হয়নি। আর দক্ষিণ আফ্রিকার সেমি নিশ্চিত হলেও নিজেদের মনোবলে বিন্দুমাত্র আঘাত দিতে চাইবে না তারা। কেননা, বিশ্বকাপে তাদের অতীত ইতিহাসটা ভালো না। তাই নিশ্চিতভাবেই চাইবে এবারের বিশ্বকাপে বিন্দুমাত্র ভুল না করতে। মোমেন্টামকে ধরে রেখে প্রথমবার বিশ্বকাপ জিততে।
আগামী ৭ নভেম্বর অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচে সেমির ভাগ্য অনেকটা ঠিক হবে। কেননা, মুম্বাইয়ের ম্যাচটিতে যদি সেদিন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হেরে যায়, তাহলে অস্ট্রেলিয়াসহ বাকি দুই দল নিউজিল্যান্ড ও পাকিস্তান বিপদে পড়বে। এক ম্যাচ বাকি রেখে ১০ পয়েন্ট হবে রশিদ খান–মোহাম্মদ নবীদের। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারদের অবশ্য তেমন অসুবিধায় পড়তে হবে না শেষ ম্যাচে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায়। কেননা, সাকিব আল হাসানরা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বাজে পারফর্ম করছেন। তবে যাদের হারানোর কিছু থাকে না, তাদের নিয়ে একটা শঙ্কা থেকেই যাবে প্রতিপক্ষের।
চাপটা বাড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তানের। দুই দলের শেষ ম্যাচ তখন ফাইনাল হবে। নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না তাদের সামনে। তাদের প্রতিপক্ষরাও খুব একটা সহজ নয়। অবশ্য খুব একটা ছন্দেও নেই তারা। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় স্কোরের বিব্রতকর রেকর্ড গড়া শ্রীলঙ্কা। আর পাকিস্তান মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। কোনো এক দল পা হড়কালেই বিশ্বকাপের ট্রেন থেকে ছিটকে পড়বে। আর জিতলেও অনেক হিসাব-নিকাশের মারপ্যাঁচে থাকতে হবে। কেননা, তখন পয়েন্ট তালিকার শীর্ষ ছয়ের তিন দলের পয়েন্ট সমান ১০ হবে। তার আগেই যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আফগানরা ম্যাচ জিতে যায়, তাহলে নিউজিল্যান্ড-পাকিস্তানকে বাড়ির টিকিট কাটতে হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ে লাভ হয়েছে দক্ষিণ আফ্রিকার। ১২ পয়েন্ট নিয়ে যখন তারা সেমিফাইনালে খেলতে পারবে কি না সেই শঙ্কায় ছিল, গতকাল তা কেটে গেছে। ভারতের পর শেষ চারে সুযোগ পেয়েছে প্রোটিয়ারা।
বাকি দুই জায়গার জন্য এখন লড়াইটা চার দলের। সেই চার দল হচ্ছে—অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। এর মধ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া একটু সুবিধাজনক জায়গায় আছে। ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে। তৃতীয় দল হিসেবে তারা সেমির টিকিট কাটার পথে। এখনো দুই ম্যাচ বাকি রয়েছে তাদের। যেকোনো এক ম্যাচ জিতলেই নিশ্চিত হবে টুর্নামেন্টের শুরুতে ভুগতে থাকা অজিদের শেষ চার।
তবে বাকি জায়গার জন্য সেমির সমীকরণটা দারুণ জমে উঠেছে। একটি টিকিট পাওয়ার জন্য ত্রিমুখী লড়াই চলছে। বাকি তিন দলেরই পয়েন্ট সমান ৮। রানরেটের হিসাবে পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড-পাকিস্তানের নিচে আফগানিস্তান থাকলেও তাদের সম্ভাবনাই বেশ ভালো। অন্যদের এক ম্যাচের বিপরীতে তাদের দুই ম্যাচ বাকি রয়েছে। যেকোনো এক ম্যাচ জিতলে বা কোনোভাবে ২ পয়েন্ট পেলে প্রথমবারের মতো সেমিতে খেলার স্বপ্ন পূরণ হবে আফগানদের।
স্বপ্নপূরণের পথে অবশ্য বড় বাধা রয়েছে আফগানিস্তানের। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বেশ শক্ত দল। তার ওপর এখনো অস্ট্রেলিয়ার শেষ চার নিশ্চিত হয়নি। আর দক্ষিণ আফ্রিকার সেমি নিশ্চিত হলেও নিজেদের মনোবলে বিন্দুমাত্র আঘাত দিতে চাইবে না তারা। কেননা, বিশ্বকাপে তাদের অতীত ইতিহাসটা ভালো না। তাই নিশ্চিতভাবেই চাইবে এবারের বিশ্বকাপে বিন্দুমাত্র ভুল না করতে। মোমেন্টামকে ধরে রেখে প্রথমবার বিশ্বকাপ জিততে।
আগামী ৭ নভেম্বর অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচে সেমির ভাগ্য অনেকটা ঠিক হবে। কেননা, মুম্বাইয়ের ম্যাচটিতে যদি সেদিন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হেরে যায়, তাহলে অস্ট্রেলিয়াসহ বাকি দুই দল নিউজিল্যান্ড ও পাকিস্তান বিপদে পড়বে। এক ম্যাচ বাকি রেখে ১০ পয়েন্ট হবে রশিদ খান–মোহাম্মদ নবীদের। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারদের অবশ্য তেমন অসুবিধায় পড়তে হবে না শেষ ম্যাচে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায়। কেননা, সাকিব আল হাসানরা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বাজে পারফর্ম করছেন। তবে যাদের হারানোর কিছু থাকে না, তাদের নিয়ে একটা শঙ্কা থেকেই যাবে প্রতিপক্ষের।
চাপটা বাড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তানের। দুই দলের শেষ ম্যাচ তখন ফাইনাল হবে। নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না তাদের সামনে। তাদের প্রতিপক্ষরাও খুব একটা সহজ নয়। অবশ্য খুব একটা ছন্দেও নেই তারা। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় স্কোরের বিব্রতকর রেকর্ড গড়া শ্রীলঙ্কা। আর পাকিস্তান মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। কোনো এক দল পা হড়কালেই বিশ্বকাপের ট্রেন থেকে ছিটকে পড়বে। আর জিতলেও অনেক হিসাব-নিকাশের মারপ্যাঁচে থাকতে হবে। কেননা, তখন পয়েন্ট তালিকার শীর্ষ ছয়ের তিন দলের পয়েন্ট সমান ১০ হবে। তার আগেই যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আফগানরা ম্যাচ জিতে যায়, তাহলে নিউজিল্যান্ড-পাকিস্তানকে বাড়ির টিকিট কাটতে হবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে