
‘এভাবেও ফিরে আসা যায়’-জনপ্রিয় এই গানটিরই যেন প্রতিচ্ছবি তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-সব জায়গাতেই দুর্দান্ত পারফর্ম করছেন তাসকিন। বাংলাদেশের এই পেসারের পারফরম্যান্সে মুগ্ধতা ঝরেছে বিপিএল সতীর্থ নাসির হোসেনের কণ্ঠে। তাসকিনকে তাই অনুসরণ করতে বললেন নাসির।
এবারের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলছেন তাসকিন ও নাসির। ৮ ম্যাচে ৬.১৬ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। টুর্নামেন্টে সেরা বোলিং করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে। ৩.৩ ওভার বোলিং করে ৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ঢাকাকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন এই পেসার।
তাসকিনের হার না মানা মানসিকতার প্রশংসা করেছেন নাসির। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘সে (তাসকিন) যেভাবে কামব্যাক করেছে, অবশ্যই অনুপ্রাণিত করবে। জাতীয় দল থেকে বের হওয়ার পর যেমন কষ্ট করেছে, আমার মনে হয় সব ক্রিকেটারেরই এই জিনিসটা অনুসরণ করা উচিত। সে যে কষ্ট করে ও পরিশ্রম করে, তার ফল সে পাচ্ছে। ম্যাচের পরিস্থিতি যা-ই হোক না কেন, সবসময় চেষ্টা করে দলকে জেতানোর জন্য। অবশ্যই তাকে অনুসরণ করা উচিত।’
তাসকিনের মতো নাসিরও এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। ৮ ম্যাচে ৫৮.২০ গড়ে ২৯১ রান করেছেন নাসির। করেছেন দুটো ফিফটি। ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে পাঁচ নম্বরে ও ২ ম্যাচে ব্যাটিং করেছেন ছয় নম্বরে। ফিনিশারের প্রসঙ্গে নাসির বলেন, ‘টপ-অর্ডারের খেলোয়াড় এসে লোয়ার অর্ডারে ভালো খেলতে পারবে না। হয়তো এক ম্যাচ ভালো করবে, তিনটা খারাপ করবে। ওই জায়গায় যারা খেলে ওরকম চাপ, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যারা ওরকম জায়গায় ব্যাট করে অভ্যস্ত হবে, তাদের জন্য সহজ হবে।’

‘এভাবেও ফিরে আসা যায়’-জনপ্রিয় এই গানটিরই যেন প্রতিচ্ছবি তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-সব জায়গাতেই দুর্দান্ত পারফর্ম করছেন তাসকিন। বাংলাদেশের এই পেসারের পারফরম্যান্সে মুগ্ধতা ঝরেছে বিপিএল সতীর্থ নাসির হোসেনের কণ্ঠে। তাসকিনকে তাই অনুসরণ করতে বললেন নাসির।
এবারের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলছেন তাসকিন ও নাসির। ৮ ম্যাচে ৬.১৬ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। টুর্নামেন্টে সেরা বোলিং করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে। ৩.৩ ওভার বোলিং করে ৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ঢাকাকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন এই পেসার।
তাসকিনের হার না মানা মানসিকতার প্রশংসা করেছেন নাসির। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘সে (তাসকিন) যেভাবে কামব্যাক করেছে, অবশ্যই অনুপ্রাণিত করবে। জাতীয় দল থেকে বের হওয়ার পর যেমন কষ্ট করেছে, আমার মনে হয় সব ক্রিকেটারেরই এই জিনিসটা অনুসরণ করা উচিত। সে যে কষ্ট করে ও পরিশ্রম করে, তার ফল সে পাচ্ছে। ম্যাচের পরিস্থিতি যা-ই হোক না কেন, সবসময় চেষ্টা করে দলকে জেতানোর জন্য। অবশ্যই তাকে অনুসরণ করা উচিত।’
তাসকিনের মতো নাসিরও এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। ৮ ম্যাচে ৫৮.২০ গড়ে ২৯১ রান করেছেন নাসির। করেছেন দুটো ফিফটি। ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে পাঁচ নম্বরে ও ২ ম্যাচে ব্যাটিং করেছেন ছয় নম্বরে। ফিনিশারের প্রসঙ্গে নাসির বলেন, ‘টপ-অর্ডারের খেলোয়াড় এসে লোয়ার অর্ডারে ভালো খেলতে পারবে না। হয়তো এক ম্যাচ ভালো করবে, তিনটা খারাপ করবে। ওই জায়গায় যারা খেলে ওরকম চাপ, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যারা ওরকম জায়গায় ব্যাট করে অভ্যস্ত হবে, তাদের জন্য সহজ হবে।’

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৫ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে