Ajker Patrika

ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছেন নাসিম শাহ

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৫: ৪৮
ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছেন নাসিম শাহ

করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন নাসিম শাহ। পাকিস্তানি পেসার বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল শঙ্কা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, নিউজিল্যান্ডে যাচ্ছেন নাসিম।

৭ অক্টোবর ক্রাইস্টচার্চে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। আগামী সপ্তাহেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে পাকিস্তান ক্রিকেট দল। নাসিমের ব্যাপারে পিসিবি জানিয়েছে, বাড়িতে দুই দিনের আইসোলেশন শেষে নিউজিল্যান্ডে যাবেন নাসিম। ক্রিকেট বোর্ডের মেডিকেল পর্যবেক্ষণে থাকবেন ১৯ বছর বয়সী এই পেসার।

বেশ কয়েক দিন ধরেই অসুস্থতায় ভুগছেন নাসিম। করোনা তো হয়েছেই; ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিও হন তিনি।

এবারের এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় নাসিমের। এই সংস্করণে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে পেয়েছেন ৭ উইকেট, বোলিং গড় ২৫.৫৭, ইকোনমি ৮.১৩। ত্রিদেশীয় সিরিজে কমপক্ষে চারটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নাসিম। ৭ ও ১৩ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। আর ৮ ও ১১ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাবর আজমের দল। ফাইনাল নিশ্চিত হলে ১৪ অক্টোবরের ম্যাচেও খেলার সম্ভাবনা রয়েছে নাসিমের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত