নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল-পিএসএল। অবশেষে ১৭ মে পুনরায় শুরু হচ্ছে এই দুটি টুর্নামেন্ট। যেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশে সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স।
সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাত মাস ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কেন্দ্রীয় চুক্তিতেও নেই। তবু বিদেশি লিগে খেলতে হলে বোর্ডের অনাপত্তিপত্রের (এনওসি) দরকার হয়। সাকিবকে পিএসএলে খেলার অনুমতি দিতে বিসিবি ইতিবাচক। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে আজ বলেন, মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু বলেন, ‘সাকিবের পিএসএলে খেলা নিয়ে আমাদের মধ্যে কোনা আপত্তি নেই।’
এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের শেষ অংশের জন্য নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির লিগ পর্বে ১৮, ২১ ও ২৪ মে ম্যাচ বাকি গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। এদিকে মোস্তাফিজ বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাতে গতকালই চলে গেছেন। ১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের দুই টি-টোয়েন্টি। সেক্ষেত্রে দিল্লির হয়ে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি মোস্তাফিজ খেলতে পারবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন মিঠু। বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে দিল্লি।
লাহোর কালান্দার্সেই খেলেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৫ ম্যাচে ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। এবারই পিএসএলে তাঁর অভিষেক হয়েছে। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে এখন লাহোর কালান্দার্স। লিগ পর্বে তাদের একটা ম্যাচ বাকি। রাওয়ালপিন্ডিতে ১৮ মে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল-পিএসএল। অবশেষে ১৭ মে পুনরায় শুরু হচ্ছে এই দুটি টুর্নামেন্ট। যেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশে সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স।
সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাত মাস ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কেন্দ্রীয় চুক্তিতেও নেই। তবু বিদেশি লিগে খেলতে হলে বোর্ডের অনাপত্তিপত্রের (এনওসি) দরকার হয়। সাকিবকে পিএসএলে খেলার অনুমতি দিতে বিসিবি ইতিবাচক। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে আজ বলেন, মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু বলেন, ‘সাকিবের পিএসএলে খেলা নিয়ে আমাদের মধ্যে কোনা আপত্তি নেই।’
এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের শেষ অংশের জন্য নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির লিগ পর্বে ১৮, ২১ ও ২৪ মে ম্যাচ বাকি গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। এদিকে মোস্তাফিজ বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাতে গতকালই চলে গেছেন। ১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের দুই টি-টোয়েন্টি। সেক্ষেত্রে দিল্লির হয়ে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি মোস্তাফিজ খেলতে পারবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন মিঠু। বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে দিল্লি।
লাহোর কালান্দার্সেই খেলেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৫ ম্যাচে ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। এবারই পিএসএলে তাঁর অভিষেক হয়েছে। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে এখন লাহোর কালান্দার্স। লিগ পর্বে তাদের একটা ম্যাচ বাকি। রাওয়ালপিন্ডিতে ১৮ মে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি।
হেডিংলিতে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট এখন রোমাঞ্চকর শেষের অপেক্ষায়। ৩৭১ রানের লক্ষ্যে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২১ রান করে ফেলেছে। আজ শেষ দিনে জিততে হলে স্বাগতিকদের করতে হবে আরও ৩৫০ রান।
২৪ মিনিট আগে৭৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার দিলীপ দোশীর জীবনযাত্রা। লন্ডনে গতকাল মারা গেছেন তিনি। দীর্ঘ কয়েক দশক ধরে লন্ডনে বসবাস করছিলেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার।
১ ঘণ্টা আগে৩৮তম জন্মদিনটা লিওনেল মেসির জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। নিজের ছায়া হয়ে থাকা মেসি বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি। তাঁর দল ইন্টার মায়ামি পারেনি জয় নিয়ে মাঠ ছাড়তে। এমনকি তাঁকে কার্ডও দেখতে হয়েছে।
১ ঘণ্টা আগেঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে যাচ্ছেন নুরুল হাসান সোহান। কিন্তু ২০২৩-এর ডিসেম্বরের পর থেকে তাঁর জাতীয় দলে ফেরার দরজায় যে তালা পরে গেছে, সেটা ভাঙতে পারছেন না কিছুতেই। আক্ষেপের সুরে তিনি জানালেন, এমনটা হলে এক সময় ক্রিকেটকেই বিদায় বলে দেবেন।
২ ঘণ্টা আগে