নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল-পিএসএল। অবশেষে ১৭ মে পুনরায় শুরু হচ্ছে এই দুটি টুর্নামেন্ট। যেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশে সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স।
সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাত মাস ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কেন্দ্রীয় চুক্তিতেও নেই। তবু বিদেশি লিগে খেলতে হলে বোর্ডের অনাপত্তিপত্রের (এনওসি) দরকার হয়। সাকিবকে পিএসএলে খেলার অনুমতি দিতে বিসিবি ইতিবাচক। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে আজ বলেন, মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু বলেন, ‘সাকিবের পিএসএলে খেলা নিয়ে আমাদের মধ্যে কোনা আপত্তি নেই।’
এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের শেষ অংশের জন্য নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির লিগ পর্বে ১৮, ২১ ও ২৪ মে ম্যাচ বাকি গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। এদিকে মোস্তাফিজ বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাতে গতকালই চলে গেছেন। ১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের দুই টি-টোয়েন্টি। সেক্ষেত্রে দিল্লির হয়ে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি মোস্তাফিজ খেলতে পারবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন মিঠু। বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে দিল্লি।
লাহোর কালান্দার্সেই খেলেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৫ ম্যাচে ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। এবারই পিএসএলে তাঁর অভিষেক হয়েছে। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে এখন লাহোর কালান্দার্স। লিগ পর্বে তাদের একটা ম্যাচ বাকি। রাওয়ালপিন্ডিতে ১৮ মে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি।

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল-পিএসএল। অবশেষে ১৭ মে পুনরায় শুরু হচ্ছে এই দুটি টুর্নামেন্ট। যেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশে সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স।
সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাত মাস ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কেন্দ্রীয় চুক্তিতেও নেই। তবু বিদেশি লিগে খেলতে হলে বোর্ডের অনাপত্তিপত্রের (এনওসি) দরকার হয়। সাকিবকে পিএসএলে খেলার অনুমতি দিতে বিসিবি ইতিবাচক। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে আজ বলেন, মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু বলেন, ‘সাকিবের পিএসএলে খেলা নিয়ে আমাদের মধ্যে কোনা আপত্তি নেই।’
এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের শেষ অংশের জন্য নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির লিগ পর্বে ১৮, ২১ ও ২৪ মে ম্যাচ বাকি গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। এদিকে মোস্তাফিজ বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাতে গতকালই চলে গেছেন। ১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের দুই টি-টোয়েন্টি। সেক্ষেত্রে দিল্লির হয়ে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি মোস্তাফিজ খেলতে পারবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন মিঠু। বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে দিল্লি।
লাহোর কালান্দার্সেই খেলেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৫ ম্যাচে ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। এবারই পিএসএলে তাঁর অভিষেক হয়েছে। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে এখন লাহোর কালান্দার্স। লিগ পর্বে তাদের একটা ম্যাচ বাকি। রাওয়ালপিন্ডিতে ১৮ মে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৯ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১০ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১১ ঘণ্টা আগে