
বাবর আজমের চেয়েও বিখ্যাত ক্রিকেটাররা পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন শিরোপা। কিন্তু কোনো শিরোপা না জিতেও বাবর আজম নিজের নাম তুললেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে। তিনিই প্রথম অধিনায়ক, যার নেতৃত্বে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে পাকিস্তান।
দুবাইয়ে গতকাল বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ভারতকে ১০ উইকেটে হারানোর দিনে পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবর। বুদ্ধিদীপ্ত কৌশলে ভারতকে আটকে রাখলেন ১৫১ রানে। রান তাড়ায় মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে জেতালেন ম্যাচ। নিজে করলেন অপরাজিত ৬৮ রান। আর গ্যালারিতে বসে ছেলের এই কীর্তি দেখলেন বাবা আজম সিদ্দিকী।
ম্যাচ শেষে আজম সিদ্দিকীকে ঘিরে উল্লাস করেছেন পাকিস্তানি সমর্থকেরা। মাজহার আরশাদ নামের এক পাকিস্তানি সাংবাদিকের ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য। ভিডিওতে দেখা গেছে ম্যাচে ছেলের পারফরম্যান্স দেখে আবেগ ধরে রাখতে পারেননি গর্বিত পিতা।
মাজহার আরশাদ তার টুইটারে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ইনি বাবর আজমের বাবা। ছেলেকে নিয়ে দারুণ খুশি। ২০১২ সালে তাঁর সঙ্গে আমার প্রথম দেখা। বাবর আজমের তখনো অভিষেক হয়নি। তিনি আমায় বলেছিলেন একবার শুধু অভিষেক হতে দাও। দেখবে এর পর থেকে পুরো মাঠ বাবরের।’
শুধু মাঠেই নয়, ম্যাচ শেষে ড্রেসিং রুমেও বাবর ছিলেন যোগ্য অধিনায়ক। এক ভিডিওতে দেখা যাচ্ছে ড্রেসিং রুমে সতীর্থদের উদ্দেশে বাবর বলছেন, ‘দেখুন, ভারতের বিপক্ষে জিতেছি বলে আমাদের পরের ম্যাচগুলোতে আরাম করা চলবে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই আমাদের শতভাগটাই দিতে হবে। আমরা একটা দল হয়ে জিতেছি। আমাদের পরিবারের সঙ্গে আমরা আনন্দ করতেই পারি। তাই বলে বেশি উত্তেজিত হওয়া চলবে না। সবাইকে অনুরোধ করছি পরের ম্যাচে আমরা যেন মনোযোগ না হারাই।’

বাবর আজমের চেয়েও বিখ্যাত ক্রিকেটাররা পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন শিরোপা। কিন্তু কোনো শিরোপা না জিতেও বাবর আজম নিজের নাম তুললেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে। তিনিই প্রথম অধিনায়ক, যার নেতৃত্বে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে পাকিস্তান।
দুবাইয়ে গতকাল বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ভারতকে ১০ উইকেটে হারানোর দিনে পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবর। বুদ্ধিদীপ্ত কৌশলে ভারতকে আটকে রাখলেন ১৫১ রানে। রান তাড়ায় মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে জেতালেন ম্যাচ। নিজে করলেন অপরাজিত ৬৮ রান। আর গ্যালারিতে বসে ছেলের এই কীর্তি দেখলেন বাবা আজম সিদ্দিকী।
ম্যাচ শেষে আজম সিদ্দিকীকে ঘিরে উল্লাস করেছেন পাকিস্তানি সমর্থকেরা। মাজহার আরশাদ নামের এক পাকিস্তানি সাংবাদিকের ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য। ভিডিওতে দেখা গেছে ম্যাচে ছেলের পারফরম্যান্স দেখে আবেগ ধরে রাখতে পারেননি গর্বিত পিতা।
মাজহার আরশাদ তার টুইটারে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ইনি বাবর আজমের বাবা। ছেলেকে নিয়ে দারুণ খুশি। ২০১২ সালে তাঁর সঙ্গে আমার প্রথম দেখা। বাবর আজমের তখনো অভিষেক হয়নি। তিনি আমায় বলেছিলেন একবার শুধু অভিষেক হতে দাও। দেখবে এর পর থেকে পুরো মাঠ বাবরের।’
শুধু মাঠেই নয়, ম্যাচ শেষে ড্রেসিং রুমেও বাবর ছিলেন যোগ্য অধিনায়ক। এক ভিডিওতে দেখা যাচ্ছে ড্রেসিং রুমে সতীর্থদের উদ্দেশে বাবর বলছেন, ‘দেখুন, ভারতের বিপক্ষে জিতেছি বলে আমাদের পরের ম্যাচগুলোতে আরাম করা চলবে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই আমাদের শতভাগটাই দিতে হবে। আমরা একটা দল হয়ে জিতেছি। আমাদের পরিবারের সঙ্গে আমরা আনন্দ করতেই পারি। তাই বলে বেশি উত্তেজিত হওয়া চলবে না। সবাইকে অনুরোধ করছি পরের ম্যাচে আমরা যেন মনোযোগ না হারাই।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে