ক্রীড়া ডেস্ক
ঐ বাঘ মামা না প্লিজ—খুলনা টাইগার্সকে গত ১৩ জানুয়ারি হারানোর পর ফেসবুকে এমন বিদ্রুপাত্মক পোস্ট করেছিল রংপুর রাইডার্স। ২০ দিন পেরোতেই আজ সেটা বুমেরাং হয়ে ফিরল রংপুরের কাছে। খুলনা টাইগার্সের কাছে মিরপুরে আজ বড় ব্যবধানে হারের পর এবার নিজেদের নিয়ে রসিকতা করল রংপুর।
টুর্নামেন্টের শেষভাগে এসে খেই হারিয়েছে রংপুর রাইডার্স। লিগ পর্বে নিজেদের শেষ চার ম্যাচের চারটিতে হেরেছেন নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। মিরপুরে আজ খুলনা টাইগার্সের কাছে ৪৬ রানে হারের পর নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে রংপুর রাইডার্স। রংপুরের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বাঘের গর্জনে বাইক নিয়ে পালাচ্ছেন এক ব্যক্তি। আশেপাশে উড়ছে বালি। রংপুর ক্যাপশন দিয়েছে, ‘ভাগো বাহে, ভাগোওওও...’
২২১ রানের লক্ষ্যে ওভারপ্রতি রানরেটের চাপে পড়ে যায় রংপুর রাইডার্স। ৮.৪ ওভারে ৩ উইকেটে ৭২ রানে পরিণত হয় তারা। চতুর্থ উইকেটে এরপর ২৩ বলে ৩৬ রানের জুটি গড়েছেন সৌম্য ও শেখ মেহেদী হাসান। ১৩ তম ওভারের তৃতীয় বলে মেহেদীকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ নওয়াজ। একই ওভারের পঞ্চম বলে নাওয়াজ ফেরান সোহানকে। রংপুর অধিনায়ক ২ বল খেলেও কোনো রান করতে পারেননি।
নাওয়াজের জোড়া ধাক্কায় রংপুরের স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৫ উইকেটে ১০৮ রান। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে সৌম্য ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। সৌম্য-সাইফউদ্দিনের জুটিতে এই রান এসেছে ২৩ বলে। এবারও পড়েছে জোড়ায় জোড়ায় উইকেট। ১৭ তম ওভারের চতুর্থ, পঞ্চম পরপর দুই বলে সাইফউদ্দিন ও আজিজুল হাকিম তামিমকে ফেরান মুশফিক হাসান। সেই ওভারের শেষ বলে রাকিবুল হাসান ক্যাচ আউটের সম্ভাবনা জাগালেও বল পড়েছে ফিল্ডারদের মাঝে। হ্যাটট্রিকটা তাই আর করতে পারেননি মুশফিক।
একাই রংপুরকে টানতে থাকা সৌম্য ইনিংসের শেষ ওভারে হাসান মাহমুদের দারুণ এক ইয়র্কারে বোল্ড হয়েছেন। ৪৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় সৌম্য করেন ৭৪ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানে থেমে যায় রংপুরের ইনিংস। খুলনার মুশফিক হাসান নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৪ রান। নাওয়াজ নিয়েছেন ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে ব্যাটিং নিয়ে খুলনার ওপেনার নাঈম শেখ ২৮ বলে করেন ৩৪ রান। রয়েসয়ে শুরু করা নাঈম শেখ সেঞ্চুরি তুলে নেন ৫৫ বলে। ৬২ বলে ৮ ছক্কা ও ৭ চারে ১১১ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান করেছে খুলনা। রংপুর রাইডার্সের মেহেদী, ইফতিখার, আকিফ জাভেদ—প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। সাইফউদ্দিন ৩ ওভারে খরচ করেন ৫৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান দিয়েছেন মেহেদী। তিনি পুরো ৪ ওভার বোলিং করেছেন। খুলনার অ্যালেক্স রস হয়েছেন রান আউট।
ঐ বাঘ মামা না প্লিজ—খুলনা টাইগার্সকে গত ১৩ জানুয়ারি হারানোর পর ফেসবুকে এমন বিদ্রুপাত্মক পোস্ট করেছিল রংপুর রাইডার্স। ২০ দিন পেরোতেই আজ সেটা বুমেরাং হয়ে ফিরল রংপুরের কাছে। খুলনা টাইগার্সের কাছে মিরপুরে আজ বড় ব্যবধানে হারের পর এবার নিজেদের নিয়ে রসিকতা করল রংপুর।
টুর্নামেন্টের শেষভাগে এসে খেই হারিয়েছে রংপুর রাইডার্স। লিগ পর্বে নিজেদের শেষ চার ম্যাচের চারটিতে হেরেছেন নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। মিরপুরে আজ খুলনা টাইগার্সের কাছে ৪৬ রানে হারের পর নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে রংপুর রাইডার্স। রংপুরের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বাঘের গর্জনে বাইক নিয়ে পালাচ্ছেন এক ব্যক্তি। আশেপাশে উড়ছে বালি। রংপুর ক্যাপশন দিয়েছে, ‘ভাগো বাহে, ভাগোওওও...’
২২১ রানের লক্ষ্যে ওভারপ্রতি রানরেটের চাপে পড়ে যায় রংপুর রাইডার্স। ৮.৪ ওভারে ৩ উইকেটে ৭২ রানে পরিণত হয় তারা। চতুর্থ উইকেটে এরপর ২৩ বলে ৩৬ রানের জুটি গড়েছেন সৌম্য ও শেখ মেহেদী হাসান। ১৩ তম ওভারের তৃতীয় বলে মেহেদীকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ নওয়াজ। একই ওভারের পঞ্চম বলে নাওয়াজ ফেরান সোহানকে। রংপুর অধিনায়ক ২ বল খেলেও কোনো রান করতে পারেননি।
নাওয়াজের জোড়া ধাক্কায় রংপুরের স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৫ উইকেটে ১০৮ রান। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে সৌম্য ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। সৌম্য-সাইফউদ্দিনের জুটিতে এই রান এসেছে ২৩ বলে। এবারও পড়েছে জোড়ায় জোড়ায় উইকেট। ১৭ তম ওভারের চতুর্থ, পঞ্চম পরপর দুই বলে সাইফউদ্দিন ও আজিজুল হাকিম তামিমকে ফেরান মুশফিক হাসান। সেই ওভারের শেষ বলে রাকিবুল হাসান ক্যাচ আউটের সম্ভাবনা জাগালেও বল পড়েছে ফিল্ডারদের মাঝে। হ্যাটট্রিকটা তাই আর করতে পারেননি মুশফিক।
একাই রংপুরকে টানতে থাকা সৌম্য ইনিংসের শেষ ওভারে হাসান মাহমুদের দারুণ এক ইয়র্কারে বোল্ড হয়েছেন। ৪৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় সৌম্য করেন ৭৪ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানে থেমে যায় রংপুরের ইনিংস। খুলনার মুশফিক হাসান নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৪ রান। নাওয়াজ নিয়েছেন ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে ব্যাটিং নিয়ে খুলনার ওপেনার নাঈম শেখ ২৮ বলে করেন ৩৪ রান। রয়েসয়ে শুরু করা নাঈম শেখ সেঞ্চুরি তুলে নেন ৫৫ বলে। ৬২ বলে ৮ ছক্কা ও ৭ চারে ১১১ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান করেছে খুলনা। রংপুর রাইডার্সের মেহেদী, ইফতিখার, আকিফ জাভেদ—প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। সাইফউদ্দিন ৩ ওভারে খরচ করেন ৫৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান দিয়েছেন মেহেদী। তিনি পুরো ৪ ওভার বোলিং করেছেন। খুলনার অ্যালেক্স রস হয়েছেন রান আউট।
‘সাকিবিয়ান’, ‘তামিমিয়ান’ বিভক্তিই বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করছে বলে মনে করেন তামিম ইকবাল। টানা দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশালের হয়ে শিরোপা জয়ের পর বললেন, ‘সাকিবিয়ান’ কিংবা ‘তামিমিয়ান’ নয়, সমর্থক হিসেবে সবাই বাংলাদেশের। জাতীয় দলের সাবেক অধিনায়কের ভাষায়, ‘সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান কিছু নেই...
৮ ঘণ্টা আগেভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকলেও জাসপ্রিত বুমরাহ ফিটনেস নিয়ে রয়েছে শঙ্কা। গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট খেলার সময় পিঠে চোট পান ডানহাতি এই পেসার। তাই তাঁর ফিটনেস নিয়ে ভারতকে চিন্তিত থাকতে বললেন পাকিস্তানের কোচ আকিব জাভেদ।
৯ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি কাল ছিল লালে লাল! প্রায় ২৫ হাজার দর্শকের ৮৫ শতাংশই ফরচুন বরিশালের লাল জার্সি পরে আসা সমর্থক। বরিশালের কোনো কোনো দর্শক ফাইনাল দেখতে রেপ্লিকা লঞ্চও সঙ্গে নিয়ে এসেছেন। তাঁরা গতবারের মতো এবারও লঞ্চে করে বিপিএলের সোনালি শিরোপাটা নিয়ে যেতে চেয়েছেন। তা পেরেছেনও, চিটাগং
৯ ঘণ্টা আগেটসভাগ্য পক্ষে যায়নি। সে নিয়ে আর আক্ষেপও হয়তো করছে চিটাগং কিংস। কেননা পারভেজ হোসেন ইমন, খাজা নাফে ও গ্রাহাম ক্লার্কের ঝোড়ো ব্যাটিংয়ে বিপিএল ফাইনালে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। ৩ উইকেটের বিনিময়ে ফরচুন বরিশালকে ছুড়ে দিয়েছে ১৯৫ রানের লক্ষ্য।
১১ ঘণ্টা আগে