
ঐ বাঘ মামা না প্লিজ—খুলনা টাইগার্সকে গত ১৩ জানুয়ারি হারানোর পর ফেসবুকে এমন বিদ্রুপাত্মক পোস্ট করেছিল রংপুর রাইডার্স। ২০ দিন পেরোতেই আজ সেটা বুমেরাং হয়ে ফিরল রংপুরের কাছে। খুলনা টাইগার্সের কাছে মিরপুরে আজ বড় ব্যবধানে হারের পর এবার নিজেদের নিয়ে রসিকতা করল রংপুর।
টুর্নামেন্টের শেষভাগে এসে খেই হারিয়েছে রংপুর রাইডার্স। লিগ পর্বে নিজেদের শেষ চার ম্যাচের চারটিতে হেরেছেন নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। মিরপুরে আজ খুলনা টাইগার্সের কাছে ৪৬ রানে হারের পর নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে রংপুর রাইডার্স। রংপুরের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বাঘের গর্জনে বাইক নিয়ে পালাচ্ছেন এক ব্যক্তি। আশেপাশে উড়ছে বালি। রংপুর ক্যাপশন দিয়েছে, ‘ভাগো বাহে, ভাগোওওও...’
২২১ রানের লক্ষ্যে ওভারপ্রতি রানরেটের চাপে পড়ে যায় রংপুর রাইডার্স। ৮.৪ ওভারে ৩ উইকেটে ৭২ রানে পরিণত হয় তারা। চতুর্থ উইকেটে এরপর ২৩ বলে ৩৬ রানের জুটি গড়েছেন সৌম্য ও শেখ মেহেদী হাসান। ১৩ তম ওভারের তৃতীয় বলে মেহেদীকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ নওয়াজ। একই ওভারের পঞ্চম বলে নাওয়াজ ফেরান সোহানকে। রংপুর অধিনায়ক ২ বল খেলেও কোনো রান করতে পারেননি।
নাওয়াজের জোড়া ধাক্কায় রংপুরের স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৫ উইকেটে ১০৮ রান। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে সৌম্য ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। সৌম্য-সাইফউদ্দিনের জুটিতে এই রান এসেছে ২৩ বলে। এবারও পড়েছে জোড়ায় জোড়ায় উইকেট। ১৭ তম ওভারের চতুর্থ, পঞ্চম পরপর দুই বলে সাইফউদ্দিন ও আজিজুল হাকিম তামিমকে ফেরান মুশফিক হাসান। সেই ওভারের শেষ বলে রাকিবুল হাসান ক্যাচ আউটের সম্ভাবনা জাগালেও বল পড়েছে ফিল্ডারদের মাঝে। হ্যাটট্রিকটা তাই আর করতে পারেননি মুশফিক।

একাই রংপুরকে টানতে থাকা সৌম্য ইনিংসের শেষ ওভারে হাসান মাহমুদের দারুণ এক ইয়র্কারে বোল্ড হয়েছেন। ৪৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় সৌম্য করেন ৭৪ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানে থেমে যায় রংপুরের ইনিংস। খুলনার মুশফিক হাসান নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৪ রান। নাওয়াজ নিয়েছেন ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে ব্যাটিং নিয়ে খুলনার ওপেনার নাঈম শেখ ২৮ বলে করেন ৩৪ রান। রয়েসয়ে শুরু করা নাঈম শেখ সেঞ্চুরি তুলে নেন ৫৫ বলে। ৬২ বলে ৮ ছক্কা ও ৭ চারে ১১১ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান করেছে খুলনা। রংপুর রাইডার্সের মেহেদী, ইফতিখার, আকিফ জাভেদ—প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। সাইফউদ্দিন ৩ ওভারে খরচ করেন ৫৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান দিয়েছেন মেহেদী। তিনি পুরো ৪ ওভার বোলিং করেছেন। খুলনার অ্যালেক্স রস হয়েছেন রান আউট।

ঐ বাঘ মামা না প্লিজ—খুলনা টাইগার্সকে গত ১৩ জানুয়ারি হারানোর পর ফেসবুকে এমন বিদ্রুপাত্মক পোস্ট করেছিল রংপুর রাইডার্স। ২০ দিন পেরোতেই আজ সেটা বুমেরাং হয়ে ফিরল রংপুরের কাছে। খুলনা টাইগার্সের কাছে মিরপুরে আজ বড় ব্যবধানে হারের পর এবার নিজেদের নিয়ে রসিকতা করল রংপুর।
টুর্নামেন্টের শেষভাগে এসে খেই হারিয়েছে রংপুর রাইডার্স। লিগ পর্বে নিজেদের শেষ চার ম্যাচের চারটিতে হেরেছেন নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। মিরপুরে আজ খুলনা টাইগার্সের কাছে ৪৬ রানে হারের পর নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে রংপুর রাইডার্স। রংপুরের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বাঘের গর্জনে বাইক নিয়ে পালাচ্ছেন এক ব্যক্তি। আশেপাশে উড়ছে বালি। রংপুর ক্যাপশন দিয়েছে, ‘ভাগো বাহে, ভাগোওওও...’
২২১ রানের লক্ষ্যে ওভারপ্রতি রানরেটের চাপে পড়ে যায় রংপুর রাইডার্স। ৮.৪ ওভারে ৩ উইকেটে ৭২ রানে পরিণত হয় তারা। চতুর্থ উইকেটে এরপর ২৩ বলে ৩৬ রানের জুটি গড়েছেন সৌম্য ও শেখ মেহেদী হাসান। ১৩ তম ওভারের তৃতীয় বলে মেহেদীকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ নওয়াজ। একই ওভারের পঞ্চম বলে নাওয়াজ ফেরান সোহানকে। রংপুর অধিনায়ক ২ বল খেলেও কোনো রান করতে পারেননি।
নাওয়াজের জোড়া ধাক্কায় রংপুরের স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৫ উইকেটে ১০৮ রান। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে সৌম্য ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। সৌম্য-সাইফউদ্দিনের জুটিতে এই রান এসেছে ২৩ বলে। এবারও পড়েছে জোড়ায় জোড়ায় উইকেট। ১৭ তম ওভারের চতুর্থ, পঞ্চম পরপর দুই বলে সাইফউদ্দিন ও আজিজুল হাকিম তামিমকে ফেরান মুশফিক হাসান। সেই ওভারের শেষ বলে রাকিবুল হাসান ক্যাচ আউটের সম্ভাবনা জাগালেও বল পড়েছে ফিল্ডারদের মাঝে। হ্যাটট্রিকটা তাই আর করতে পারেননি মুশফিক।

একাই রংপুরকে টানতে থাকা সৌম্য ইনিংসের শেষ ওভারে হাসান মাহমুদের দারুণ এক ইয়র্কারে বোল্ড হয়েছেন। ৪৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় সৌম্য করেন ৭৪ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানে থেমে যায় রংপুরের ইনিংস। খুলনার মুশফিক হাসান নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৪ রান। নাওয়াজ নিয়েছেন ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে ব্যাটিং নিয়ে খুলনার ওপেনার নাঈম শেখ ২৮ বলে করেন ৩৪ রান। রয়েসয়ে শুরু করা নাঈম শেখ সেঞ্চুরি তুলে নেন ৫৫ বলে। ৬২ বলে ৮ ছক্কা ও ৭ চারে ১১১ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান করেছে খুলনা। রংপুর রাইডার্সের মেহেদী, ইফতিখার, আকিফ জাভেদ—প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। সাইফউদ্দিন ৩ ওভারে খরচ করেন ৫৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান দিয়েছেন মেহেদী। তিনি পুরো ৪ ওভার বোলিং করেছেন। খুলনার অ্যালেক্স রস হয়েছেন রান আউট।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৩ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪ ঘণ্টা আগে