
অনেক দিন ধরেই ছন্দে নেই রোহিত শর্মা। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে সর্বশেষ ১০ ইনিংসে একটি মাত্র ফিফটি করেছেন ভারতীয় ব্যাটার। ফলে কঠিন সময়ে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার।
গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ৫৫ রানে রোহিতরা হারার পরেই এমনটি জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে চাই। সততার সঙ্গে এটাও বলতে চাই যে, রোহিতেরও আপাতত কিছু সময়ের জন্য বিশ্রামে যাওয়া উচিত এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখা উচিত। শেষ কয়েকটি ম্যাচের জন্য সে আবার আসতে পারে। তবে এই মুহূর্তে তার শ্বাস নেওয়া প্রয়োজন।’
এবারের মৌসুমে দলের মতো নিজের পারফরম্যান্স খারাপ রোহিতের। গতকাল মাত্র ২ রান করতে পেরেছেন তিনি। সব মিলিয়ে ৭ ম্যাচে ১৮১ রান করেছেন এখন পর্যন্ত। ফিফটি একটি। এমন কঠিন মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়েও হয়তো ভাবতে পারেন এমনটা মনে করছেন গাভাস্কার। টেস্টে সর্বপ্রথম ১০ হাজার রানের মালিক বলেছেন, ‘তাকে কিছুটা আচ্ছন্ন দেখাচ্ছে। মনে হয়, ফাইনাল নিয়ে এখনই ভাবা শুরু করেছে। সত্যি কিনা জানি না। তবে বিশ্বাস করি যে, এই মুহূর্তে তার একটু বিশ্রাম প্রয়োজন। ফাইনালের আগে ছন্দে ফেরার জন্য শেষ দিকে তিন বা চার ম্যাচে ফিরে আসতে পারে।’
শুধু রোহিতকে নিয়েই কথা বলেননি গাভাস্কার। ভারতীয় অধিনায়কের আইপিএল দল নিয়েও কথা বলেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দল গত মৌসুমে তলানিতে শেষ করেছিল। এবারের অবস্থানও ভালো না। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে তারা। এখান থেকে প্লে অফে খেলতে মিরাকল কিছু করতে হবে বলে মনে করছেন গাভাস্কার।
গাভাস্কার বলেছেন, ‘আইপিএলের প্লে অফে জায়গা পেতে হলে মুম্বাইকে মিরাকল কিছু করতে হবে। এই মুহূর্তে তারা যেখানে আছে ধারণা করা যাচ্ছে যে, শেষ সময়ে হয়তো ৪ নম্বরে থাকতে পারে। তবে এটির নিশ্চয়তার জন্য ব্যাটিং-বোলিংয়ে কিছু অসাধারণ ক্রিকেট খেলতে হবে।’

অনেক দিন ধরেই ছন্দে নেই রোহিত শর্মা। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে সর্বশেষ ১০ ইনিংসে একটি মাত্র ফিফটি করেছেন ভারতীয় ব্যাটার। ফলে কঠিন সময়ে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার।
গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ৫৫ রানে রোহিতরা হারার পরেই এমনটি জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে চাই। সততার সঙ্গে এটাও বলতে চাই যে, রোহিতেরও আপাতত কিছু সময়ের জন্য বিশ্রামে যাওয়া উচিত এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখা উচিত। শেষ কয়েকটি ম্যাচের জন্য সে আবার আসতে পারে। তবে এই মুহূর্তে তার শ্বাস নেওয়া প্রয়োজন।’
এবারের মৌসুমে দলের মতো নিজের পারফরম্যান্স খারাপ রোহিতের। গতকাল মাত্র ২ রান করতে পেরেছেন তিনি। সব মিলিয়ে ৭ ম্যাচে ১৮১ রান করেছেন এখন পর্যন্ত। ফিফটি একটি। এমন কঠিন মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়েও হয়তো ভাবতে পারেন এমনটা মনে করছেন গাভাস্কার। টেস্টে সর্বপ্রথম ১০ হাজার রানের মালিক বলেছেন, ‘তাকে কিছুটা আচ্ছন্ন দেখাচ্ছে। মনে হয়, ফাইনাল নিয়ে এখনই ভাবা শুরু করেছে। সত্যি কিনা জানি না। তবে বিশ্বাস করি যে, এই মুহূর্তে তার একটু বিশ্রাম প্রয়োজন। ফাইনালের আগে ছন্দে ফেরার জন্য শেষ দিকে তিন বা চার ম্যাচে ফিরে আসতে পারে।’
শুধু রোহিতকে নিয়েই কথা বলেননি গাভাস্কার। ভারতীয় অধিনায়কের আইপিএল দল নিয়েও কথা বলেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দল গত মৌসুমে তলানিতে শেষ করেছিল। এবারের অবস্থানও ভালো না। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে তারা। এখান থেকে প্লে অফে খেলতে মিরাকল কিছু করতে হবে বলে মনে করছেন গাভাস্কার।
গাভাস্কার বলেছেন, ‘আইপিএলের প্লে অফে জায়গা পেতে হলে মুম্বাইকে মিরাকল কিছু করতে হবে। এই মুহূর্তে তারা যেখানে আছে ধারণা করা যাচ্ছে যে, শেষ সময়ে হয়তো ৪ নম্বরে থাকতে পারে। তবে এটির নিশ্চয়তার জন্য ব্যাটিং-বোলিংয়ে কিছু অসাধারণ ক্রিকেট খেলতে হবে।’

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৩ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৭ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৮ ঘণ্টা আগে