Ajker Patrika

নিউইয়র্কের শূন্য সড়কে কী করছেন সাকিব-শিশির

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৫: ৪৪
নিউইয়র্কে সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আল হাসান শিশির। ছবি: ফেসবুক
নিউইয়র্কে সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আল হাসান শিশির। ছবি: ফেসবুক

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শারজায় বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তরা যখন মরুর বুকে, তখন কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান।

সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির বাংলাদেশ সময় আজ বেলা ২টা ২৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে, শিশিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে সাকিব। ছবি পোস্ট করে শিশির ক্যাপশনে লিখেছেন, ‘নিউইয়র্কের শূন্য রাস্তা।’ তারপর লাভ ইমোজি জুড়ে দিয়ে আবার লিখেছেন, ‘আমাদের প্রিয়।’

ভক্ত-সমর্থকদের প্রতিক্রিয়া ও শেয়ারে মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই শুভ কামনা জানিয়েছেন। ছবিটা যে রাতে তোলা, সেটা ব্যাকগ্রাউন্ডে রাস্তার আলোর ঝলকানি দেখেই বোঝা যাচ্ছে। নিউইয়র্কের সোহো শহরে যখন ছবি তুলেছেন, তখন সেখানে মধ্যরাত। বাংলাদেশের সঙ্গে নিউইয়র্কের সময়ের ব্যবধান ১১ ঘণ্টার বেশি।

বাংলাদেশের হয়ে সাকিব সবশেষ খেলেছেন গত অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। ভারতের সিরিজের সময় টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। যদিও নানা ঘটনা পরিক্রমায় সেটা হতে হতেও হয়নি। আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে খেলছেন না তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেতানিয়াহু বাংকারে লুকিয়ে, ট্রাম্পের একটি ফোনকলই যথেষ্ট: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয় চালুর পরিকল্পনা সরকারের

ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সংলাপ ‘বয়কট’ করল জামায়াত

বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধে আইন পরিবর্তন করায় জাতিসংঘের উদ্বেগ

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়, স্বীকার করল ইসরায়েল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত