ক্রীড়া ডেস্ক

যত বেশি সমালোচনা, তত বেশি উজ্জ্বল মাহমুদউল্লাহ রিয়াদ। কোনো এক ম্যাচে ব্যর্থ হলে তাঁকে নিয়ে সমালোচনা তো চলেই। সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপও তখন কম হয় না। কিন্তু মাহমুদউল্লাহ ‘সাইলেন্ট কিলারের’ মতো কাজ করে যান। সমালোচনা-বিদ্রূপকে পেছনে ফেলে গড়তে থাকেন একের পর এক রেকর্ড।
সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত রাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। এই সিরিজে দল ব্যর্থ হলেও মাহমুদউল্লাহ খেলে গেছেন নিজের মতোই। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার ডাবল সেঞ্চুরির কীর্তি তিনি গড়েছেন এই সিরিজে। গত রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার করেছেন আরও কিছু রেকর্ড। ১০৭ ছক্কা মেরে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন মাহমুদউল্লাহর। এই তালিকায় দুইয়ে থাকা তামিম ইকবাল ওয়ানডেতে মেরেছেন ১০৩ ছক্কা।
মিডল অর্ডারে ভরসার প্রতীক মাহমুদউল্লাহ গত রাতে ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে ১৫০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রেখেছেন। যা ওয়ানডেতে বাংলাদেশের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। রেকর্ড গড়া এই জুটি গড়তে লেগেছে ১১৭ বল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১৯৬ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাটে। ১৯৬ গড়টাও নিঃসন্দেহে ঈর্ষণীয়। ম্যাচ শেষে মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মাহমুদউল্লাহ দারুণ খেলেছেন। এই সিরিজে তার তিনটি ফিফটি আমাদের জন্য বড় ইতিবাচক দিক। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখি।’
০,১, ২,৩-ওয়ানডেতে এ বছর টানা চারটি এক অঙ্কের ঘরে রান করায় মাহমুদউল্লাহকে নিয়ে হয় তুমুল সমালোচনা। সব কিছুর জবাব তিনি দিয়েছেন সবশেষ ৪ ওয়ানডেতে। এই সংস্করণে এবার তিনি টানা চারটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। শারজায় গত ১১ নভেম্বর সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ৯৮ বলে ৯৮ রান করেন মাহমুদউল্লাহ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডেতে করেছেন ৫০,৬২ ও ৮৪ রান। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে থেকেছেন অপরাজিত।
সেন্ট কিটসের সঙ্গে অবশ্য মাহমুদউল্লাহর ‘প্রেম’ অনেক আগে থেকেই। এই মাঠে ওয়ানডেতে ১৭০.৫০ গড়ে করেছেন ৩৪১ রান। ৬ ইনিংসের মধ্যে ৫ টিতেই ফিফটি করেছেন তিনি। এছাড়া ষষ্ঠ উইকেটে এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডেও অবদান ছিল মাহমুদউল্লাহর। ২০১৮ সালে ইমরুল কায়েসের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১২৮ রানের জুটি গড়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে। ৬ বছর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সেই ম্যাচটি ছিল এশিয়া কাপের।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা মারা পাঁচ ব্যাটার
ছক্কা
মাহমুদউল্লাহ রিয়াদ ১০৭
তামিম ইকবাল ১০৩
মুশফিকুর রহিম ১০০
মাশরাফি বিন মর্তুজা ৬২
সাকিব আল হাসান ৫৪

যত বেশি সমালোচনা, তত বেশি উজ্জ্বল মাহমুদউল্লাহ রিয়াদ। কোনো এক ম্যাচে ব্যর্থ হলে তাঁকে নিয়ে সমালোচনা তো চলেই। সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপও তখন কম হয় না। কিন্তু মাহমুদউল্লাহ ‘সাইলেন্ট কিলারের’ মতো কাজ করে যান। সমালোচনা-বিদ্রূপকে পেছনে ফেলে গড়তে থাকেন একের পর এক রেকর্ড।
সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত রাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। এই সিরিজে দল ব্যর্থ হলেও মাহমুদউল্লাহ খেলে গেছেন নিজের মতোই। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার ডাবল সেঞ্চুরির কীর্তি তিনি গড়েছেন এই সিরিজে। গত রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার করেছেন আরও কিছু রেকর্ড। ১০৭ ছক্কা মেরে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন মাহমুদউল্লাহর। এই তালিকায় দুইয়ে থাকা তামিম ইকবাল ওয়ানডেতে মেরেছেন ১০৩ ছক্কা।
মিডল অর্ডারে ভরসার প্রতীক মাহমুদউল্লাহ গত রাতে ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে ১৫০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রেখেছেন। যা ওয়ানডেতে বাংলাদেশের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। রেকর্ড গড়া এই জুটি গড়তে লেগেছে ১১৭ বল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১৯৬ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাটে। ১৯৬ গড়টাও নিঃসন্দেহে ঈর্ষণীয়। ম্যাচ শেষে মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মাহমুদউল্লাহ দারুণ খেলেছেন। এই সিরিজে তার তিনটি ফিফটি আমাদের জন্য বড় ইতিবাচক দিক। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখি।’
০,১, ২,৩-ওয়ানডেতে এ বছর টানা চারটি এক অঙ্কের ঘরে রান করায় মাহমুদউল্লাহকে নিয়ে হয় তুমুল সমালোচনা। সব কিছুর জবাব তিনি দিয়েছেন সবশেষ ৪ ওয়ানডেতে। এই সংস্করণে এবার তিনি টানা চারটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। শারজায় গত ১১ নভেম্বর সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ৯৮ বলে ৯৮ রান করেন মাহমুদউল্লাহ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডেতে করেছেন ৫০,৬২ ও ৮৪ রান। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে থেকেছেন অপরাজিত।
সেন্ট কিটসের সঙ্গে অবশ্য মাহমুদউল্লাহর ‘প্রেম’ অনেক আগে থেকেই। এই মাঠে ওয়ানডেতে ১৭০.৫০ গড়ে করেছেন ৩৪১ রান। ৬ ইনিংসের মধ্যে ৫ টিতেই ফিফটি করেছেন তিনি। এছাড়া ষষ্ঠ উইকেটে এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডেও অবদান ছিল মাহমুদউল্লাহর। ২০১৮ সালে ইমরুল কায়েসের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১২৮ রানের জুটি গড়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে। ৬ বছর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সেই ম্যাচটি ছিল এশিয়া কাপের।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা মারা পাঁচ ব্যাটার
ছক্কা
মাহমুদউল্লাহ রিয়াদ ১০৭
তামিম ইকবাল ১০৩
মুশফিকুর রহিম ১০০
মাশরাফি বিন মর্তুজা ৬২
সাকিব আল হাসান ৫৪

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১২ ঘণ্টা আগে