Ajker Patrika

ভারতের অনুমোদনহীন লিগ খেলতে গিয়ে বিপাকে আশরাফুলরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৬: ৪৯
আশরাফুলরা ভারতের একটি অনুমোদনহীন লিগ খেলতে গেছেন। ছবি: ফেসবুক
আশরাফুলরা ভারতের একটি অনুমোদনহীন লিগ খেলতে গেছেন। ছবি: ফেসবুক

ভারতের রাজস্থানে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ নামে একটি টুর্নামেন্ট। এতে ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ঘরোয়া ক্রিকেটাররাও অংশ নিয়েছেন। বিভিন্ন দেশের একাধিক সাবেক ক্রিকেটারও খেলছেন এই লিগে।

বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন ক্রিকেটার এই লিগে অংশ নিতে ভারতে গেছেন। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষের সঙ্গে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা কয়েকজন ক্রিকেটারেরও খেলার কথা ছিল। ইতিমধ্যে ভারতের উদয়পুরে পৌঁছেছেন নাদিফ চৌধুরী, নাজিমউদ্দিন, ইলিয়াস সানি, মোক্তার আলী ও নাঈম ইসলাম।

তবে আজ সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট বিভাগ ক্রিকেটারদের এই লিগে অংশ না নিতে সতর্ক করেছে। বিসিবি জানিয়েছে, এ লিগটি আইসিসি বা বিসিসিআইয়ের অনুমোদিত নয় এবং এতে অংশ নেওয়া ক্রিকেটারদের কোনো ধরনের খেলার ছাড়পত্র (এনওসি) দেওয়া হবে না। এতে বিপাকে পড়েছেন ভারতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা। সূত্র জানিয়েছে, বিসিবি নিষেধাজ্ঞা দেওয়ায় তাঁরা এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত