
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা ছিল আজ বিকেল সাড়ে ৩টায়। তবে নিরাপত্তা শঙ্কায় ম্যাচ শুরুর আগ মুহূর্তে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তে ক্ষোভ ঝেড়েছেন শোয়েব আখতার।
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফর গেছে নিউজিল্যান্ড। ২০০৩ সালে শেষবার পাকিস্তানে সিরিজ খেলেছিল কিউইরা। এবারের সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু রাওয়ালপিন্ডিতে আজ প্রথম ওয়ানডে শুরুর ১০ মিনিট আগেই ভেস্তে গেছে পুরো সফর।
নিজ শহর এমন বিব্রতকর পরিস্থিতির সাক্ষী হওয়ায় বেজায় চটেছেন শোয়েব। টুইটারে তিনি লিখেছেন, ‘রাওয়ালপিন্ডিতে করুণ দৃশ্য ও দুঃসংবাদ। নিউজিল্যান্ড পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল।’
শোয়েব মনে করেন, সফর বাতিলের আগে আলোচনা করা উচিত ছিল নিউজিল্যান্ডের। সাবেক এই ফাস্ট বোলার আরও মনে করিয়ে দিয়েছেন, এর আগে একাধিক দল নিরাপদেই পাকিস্তান সফর করেছে, ‘এটা অযাচিত হুমকি। সবকিছু নিয়ে আলোচনা হতে পারত। প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবু তারা প্রত্যাখ্যান করেছে। এর আগে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে নিরাপদেই এখানে খেলে গেছে।’
নিউজিল্যান্ডের সফর বাতিলের সিদ্ধান্তে শোয়েব টেনে এসেছেন ক্রাইস্টচার্চ প্রসঙ্গও। গত বছর পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের কথাও মনে করিয়ে দিয়েছেন এই গতিরাজ, ‘২০১৮ সালে ক্রাইস্টচার্চ হামলায় নয় পাকিস্তানিকে হত্যা করা হয়েছিল। পাকিস্তান সে সময়টায় নিউজিল্যান্ডের পাশেই ছিল। তা ছাড়া ২০২০ সালে করোনা মহামারির মধ্যেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করেছিল পাকিস্তান।’
কিউইদের সফর বাতিলের সিদ্ধান্তের পর টুইট করেছেন মোহাম্মদ হাফিজও। পাকিস্তান দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার লিখেছেন, ‘পাকিস্তান নিরাপদ ও গর্বিত রাষ্ট্র। সিরিজ বাতিলের সিদ্ধান্ত পুরো জাতির জন্য সত্যিই দুঃখজনক।’

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা ছিল আজ বিকেল সাড়ে ৩টায়। তবে নিরাপত্তা শঙ্কায় ম্যাচ শুরুর আগ মুহূর্তে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তে ক্ষোভ ঝেড়েছেন শোয়েব আখতার।
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফর গেছে নিউজিল্যান্ড। ২০০৩ সালে শেষবার পাকিস্তানে সিরিজ খেলেছিল কিউইরা। এবারের সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু রাওয়ালপিন্ডিতে আজ প্রথম ওয়ানডে শুরুর ১০ মিনিট আগেই ভেস্তে গেছে পুরো সফর।
নিজ শহর এমন বিব্রতকর পরিস্থিতির সাক্ষী হওয়ায় বেজায় চটেছেন শোয়েব। টুইটারে তিনি লিখেছেন, ‘রাওয়ালপিন্ডিতে করুণ দৃশ্য ও দুঃসংবাদ। নিউজিল্যান্ড পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল।’
শোয়েব মনে করেন, সফর বাতিলের আগে আলোচনা করা উচিত ছিল নিউজিল্যান্ডের। সাবেক এই ফাস্ট বোলার আরও মনে করিয়ে দিয়েছেন, এর আগে একাধিক দল নিরাপদেই পাকিস্তান সফর করেছে, ‘এটা অযাচিত হুমকি। সবকিছু নিয়ে আলোচনা হতে পারত। প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবু তারা প্রত্যাখ্যান করেছে। এর আগে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে নিরাপদেই এখানে খেলে গেছে।’
নিউজিল্যান্ডের সফর বাতিলের সিদ্ধান্তে শোয়েব টেনে এসেছেন ক্রাইস্টচার্চ প্রসঙ্গও। গত বছর পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের কথাও মনে করিয়ে দিয়েছেন এই গতিরাজ, ‘২০১৮ সালে ক্রাইস্টচার্চ হামলায় নয় পাকিস্তানিকে হত্যা করা হয়েছিল। পাকিস্তান সে সময়টায় নিউজিল্যান্ডের পাশেই ছিল। তা ছাড়া ২০২০ সালে করোনা মহামারির মধ্যেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করেছিল পাকিস্তান।’
কিউইদের সফর বাতিলের সিদ্ধান্তের পর টুইট করেছেন মোহাম্মদ হাফিজও। পাকিস্তান দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার লিখেছেন, ‘পাকিস্তান নিরাপদ ও গর্বিত রাষ্ট্র। সিরিজ বাতিলের সিদ্ধান্ত পুরো জাতির জন্য সত্যিই দুঃখজনক।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২৬ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে