নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে

পূর্বনির্ধারিত সকাল সাড়ে ৯টা থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ প্রস্তুতি শুরু করেছে। ড্রেসিংরুমের কাছাকাছি তিনটি নেটে পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং-বোলিং শুরু করলেন। হঠাৎই বাংলাদেশ দলের অনুশীলন জার্সি পরে মাঝারি উচ্চতার কম চুলওয়ালা এক বাঁহাতি স্পিনারকে দেখা গেল বোলিং করতে। প্রথম দেখায় খুব দূর থেকে বোঝার উপায় ছিল না কে এই স্পিনার।
প্রেসবক্স থেকে নেমে অনুশীলন নেটের প্রায় ১০০ মিটার কাছাকাছি যেতেই স্পষ্ট হওয়া গেল ইনিই জিয়াস কারাপ্পা। ভারতের কেরালা রাজ্যের এই স্পিনার গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দলের অনুশীলনে নেট বোলার হিসেবে বোলিং করছেন। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট শেষের পর বাংলাদেশ দলের সঙ্গে কানপুরেও এসেছেন ভারতীয় এই চায়নাম্যান। বাংলাদেশের একসময়ের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম দলের বিশেষজ্ঞ নেট স্পিনার হিসেবে কারাপ্পাকে নিয়েছিলেন সে সময়। গত বছর ভারতে অনুষ্ঠিত বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলোতে বেশ কিছু রিস্ট স্পিনার বল মোকাবিলা করার জন্য কেরালার এই স্পিনারকে দলে যুক্ত করেছিল টিম ম্যানেজম্যান্ট। এবারও কানপুর টেস্টে একই পথে হাঁটল তারা।
ভারতীয় দলে রয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব, যিনি কানপুরের ঘরের ছেলে। শোনা যাচ্ছে, কানপুরের ঘূর্ণি উইকেটে দ্বিতীয় টেস্টে তাঁকে খেলাতে পারে ভারত। কুলদীপকে নিয়ে বাড়তি সতর্কতা থেকেই বাংলাদেশ দলের সঙ্গে বাঁহাতি রিস্ট স্পিনারকে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে দলীয় সূত্রে।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত। সীমিত ওভারের ক্রিকেটে কুলদীপ, যুজবেন্দ্র চাহালরা কতটা ভয়ংকর, সেটা কারও অজানা নয়। তবে দলীয় সূত্রে জানা গেছে, পুরো সফরে কারাপ্পাকে বাংলাদেশ দলের অনুশীলনে পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়। আগামী ১৭ দিনে টেস্ট ম্যাচসহ তিন ভেন্যুতে তিনটি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে বাংলাদেশ, যেখানে অনুশীলনের খুব বেশি সুবিধা হয়তো থাকবে না। বাংলাদেশ দল কতটুকু সময় অনুশীলন করবে, সেটা হিসাব করেই হয়তো কারাপ্পাকে দলে রাখা, না-রাখার চিন্তা করবে টিম ম্যানেজমেন্ট।
এদিকে চেন্নাইয়ের মতো কানপুরে আবহাওয়া এত গরম না। তবে বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতিতে শরীরে বেশ ঘাম হচ্ছে সবার। এই গরমে তাই আলাদা একটা ঝাঁজের অনুভূতি হলো সবার। এমন আবহাওয়াতেই বাংলাদেশ আগামীকালও অনুশীলন করবে। এর পরই কানপুর পরীক্ষায় নেমে পড়বে বাংলাদেশ।

পূর্বনির্ধারিত সকাল সাড়ে ৯টা থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ প্রস্তুতি শুরু করেছে। ড্রেসিংরুমের কাছাকাছি তিনটি নেটে পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং-বোলিং শুরু করলেন। হঠাৎই বাংলাদেশ দলের অনুশীলন জার্সি পরে মাঝারি উচ্চতার কম চুলওয়ালা এক বাঁহাতি স্পিনারকে দেখা গেল বোলিং করতে। প্রথম দেখায় খুব দূর থেকে বোঝার উপায় ছিল না কে এই স্পিনার।
প্রেসবক্স থেকে নেমে অনুশীলন নেটের প্রায় ১০০ মিটার কাছাকাছি যেতেই স্পষ্ট হওয়া গেল ইনিই জিয়াস কারাপ্পা। ভারতের কেরালা রাজ্যের এই স্পিনার গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দলের অনুশীলনে নেট বোলার হিসেবে বোলিং করছেন। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট শেষের পর বাংলাদেশ দলের সঙ্গে কানপুরেও এসেছেন ভারতীয় এই চায়নাম্যান। বাংলাদেশের একসময়ের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম দলের বিশেষজ্ঞ নেট স্পিনার হিসেবে কারাপ্পাকে নিয়েছিলেন সে সময়। গত বছর ভারতে অনুষ্ঠিত বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলোতে বেশ কিছু রিস্ট স্পিনার বল মোকাবিলা করার জন্য কেরালার এই স্পিনারকে দলে যুক্ত করেছিল টিম ম্যানেজম্যান্ট। এবারও কানপুর টেস্টে একই পথে হাঁটল তারা।
ভারতীয় দলে রয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব, যিনি কানপুরের ঘরের ছেলে। শোনা যাচ্ছে, কানপুরের ঘূর্ণি উইকেটে দ্বিতীয় টেস্টে তাঁকে খেলাতে পারে ভারত। কুলদীপকে নিয়ে বাড়তি সতর্কতা থেকেই বাংলাদেশ দলের সঙ্গে বাঁহাতি রিস্ট স্পিনারকে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে দলীয় সূত্রে।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত। সীমিত ওভারের ক্রিকেটে কুলদীপ, যুজবেন্দ্র চাহালরা কতটা ভয়ংকর, সেটা কারও অজানা নয়। তবে দলীয় সূত্রে জানা গেছে, পুরো সফরে কারাপ্পাকে বাংলাদেশ দলের অনুশীলনে পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়। আগামী ১৭ দিনে টেস্ট ম্যাচসহ তিন ভেন্যুতে তিনটি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে বাংলাদেশ, যেখানে অনুশীলনের খুব বেশি সুবিধা হয়তো থাকবে না। বাংলাদেশ দল কতটুকু সময় অনুশীলন করবে, সেটা হিসাব করেই হয়তো কারাপ্পাকে দলে রাখা, না-রাখার চিন্তা করবে টিম ম্যানেজমেন্ট।
এদিকে চেন্নাইয়ের মতো কানপুরে আবহাওয়া এত গরম না। তবে বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতিতে শরীরে বেশ ঘাম হচ্ছে সবার। এই গরমে তাই আলাদা একটা ঝাঁজের অনুভূতি হলো সবার। এমন আবহাওয়াতেই বাংলাদেশ আগামীকালও অনুশীলন করবে। এর পরই কানপুর পরীক্ষায় নেমে পড়বে বাংলাদেশ।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে