নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্কোরকার্ড দেখে আজ একটু অবাক হওয়ারই কথা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার তামিম ইকবাল ব্যাটিং করেছেন তিন নম্বরে। অথচ ক্যারিয়ারের অধিকাংশ সময়ই তাঁকে ব্যাটিং করতে দেখা গেছে ওপেনিংয়ে।
শুধু তামিমের তিন নম্বরে ব্যাটিং করাই নয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে হচ্ছে ৪৯ ওভারে। এমনকি সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে খেলা নির্ধারিত সকাল ৯টার দিকেও শুরু করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার গাবতলীতে সড়ক দুর্ঘটনার কারণে তীব্র যানজট দেখা দেয়। সেখানে খেলোয়াড়-ম্যাচ কর্মকর্তাদের পৌঁছাতে একটু দেরি হয়। ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে ৯টা ৪০ মিনিটে। তামিমেরও পৌছাতে দেরি হওয়ায় তাঁকে নামতে হয়েছে তিনে। ম্যাচের দৈর্ঘ্যও তাই এক ওভার কমানো হয়েছে।
নির্ধারিত সময়ে তামিম আসতে না পারায় প্রাইম ব্যাংকের অধিনায়কত্ব তাঁর জায়গায় দেওয়া হয় মোহাম্মদ মিঠুনকে। তামিমের পরিবর্তে আজ ওপেনিং করেন শাহাদাত দিপু ও পারভেজ হোসেন ইমন। দিপু, ইমন দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন ও দারুণ শুরু এনে দিয়েছেন। ৩৬.২ ওভারে তাঁরা উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪৬ রান। তামিম তিনে নেমে ১৫ বলে ২ চারে করেন ১৬ রান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শেষ পর্যন্ত ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৮০ রান করেছে। ১২৯ বলে ৯ চার ও ৮ ছক্কায় ইমনের ১৫১ রান দলের সর্বোচ্চ। দীপু করেন ১১১ বলে ১১৯ রান। ৩৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ইউনিয়ন লিমিটের স্কোর এখন পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেটে করেছে ৯৭ রান। আবদুল মাজিদ ৩৩ বলে ৩০ রানে ব্যাটিং করছেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত রহমতউল্লাহ আলি।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্কোরকার্ড দেখে আজ একটু অবাক হওয়ারই কথা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার তামিম ইকবাল ব্যাটিং করেছেন তিন নম্বরে। অথচ ক্যারিয়ারের অধিকাংশ সময়ই তাঁকে ব্যাটিং করতে দেখা গেছে ওপেনিংয়ে।
শুধু তামিমের তিন নম্বরে ব্যাটিং করাই নয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে হচ্ছে ৪৯ ওভারে। এমনকি সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে খেলা নির্ধারিত সকাল ৯টার দিকেও শুরু করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার গাবতলীতে সড়ক দুর্ঘটনার কারণে তীব্র যানজট দেখা দেয়। সেখানে খেলোয়াড়-ম্যাচ কর্মকর্তাদের পৌঁছাতে একটু দেরি হয়। ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে ৯টা ৪০ মিনিটে। তামিমেরও পৌছাতে দেরি হওয়ায় তাঁকে নামতে হয়েছে তিনে। ম্যাচের দৈর্ঘ্যও তাই এক ওভার কমানো হয়েছে।
নির্ধারিত সময়ে তামিম আসতে না পারায় প্রাইম ব্যাংকের অধিনায়কত্ব তাঁর জায়গায় দেওয়া হয় মোহাম্মদ মিঠুনকে। তামিমের পরিবর্তে আজ ওপেনিং করেন শাহাদাত দিপু ও পারভেজ হোসেন ইমন। দিপু, ইমন দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন ও দারুণ শুরু এনে দিয়েছেন। ৩৬.২ ওভারে তাঁরা উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪৬ রান। তামিম তিনে নেমে ১৫ বলে ২ চারে করেন ১৬ রান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শেষ পর্যন্ত ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৮০ রান করেছে। ১২৯ বলে ৯ চার ও ৮ ছক্কায় ইমনের ১৫১ রান দলের সর্বোচ্চ। দীপু করেন ১১১ বলে ১১৯ রান। ৩৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ইউনিয়ন লিমিটের স্কোর এখন পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেটে করেছে ৯৭ রান। আবদুল মাজিদ ৩৩ বলে ৩০ রানে ব্যাটিং করছেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত রহমতউল্লাহ আলি।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে