Ajker Patrika

টপ অর্ডারের ব্যর্থতার দিনে দলকে এগিয়ে নিচ্ছেন মিঠুন

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১২: ৩৮
টপ অর্ডারের ব্যর্থতার দিনে দলকে এগিয়ে নিচ্ছেন মিঠুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ভালো যায়নি। এদিন পুরোপুরি ব্যর্থ হয়েছে সফরকারীদের টপ অর্ডার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫ রান। মোহাম্মদ মিঠুন ৪২ রানে ও নাঈম হাসান ২৩ রানে অপরাজিত আছেন।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের কারণে একদিন ম্যাচ শুরু হয় দেরিতে। বাংলাদেশ দল সব মিলিয়ে ব্যাটিং করতে পেরেছে চার ঘণ্টা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১৩ বল খেলে রানের খাতা খোলার আগে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

তিনে নামা সাইফ হাসান সাদমান ইসলামকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সাইফ (২০)। মারকুইনো মিন্ডলের তৃতীয় শিকার বানান ফজলে মাহমুদ রাব্বিকে (১)। ব্যক্তিগত ১৭ রানে জাস্টিন গ্রিভসের বলে সাদমানও আউট হন।

সুবিধা করতে পারেননি জাকির হাসান (৭), জাকের আলি অনিকও (৩)। ১০০ রানের আগেই ৬ উইকেট পড়ে গেলে দ্রুতই অলআউটের শঙ্কা জাগে। এমন ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দলের হাল ধরেন মিঠুন। তাঁকে দারুণ সঙ্গ দেন নাঈম। তাদের ৪৪ রানের জুটি দিনের বাকি সময় পার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত