
ওল্ড ট্রাফোর্ড টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। আগের দিনই বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছিল ম্যানচেস্টারে। সেটিই যে ইংল্যান্ডের জয়ের পথে বড় বাধা হতে পারে, এমনটাই ছিল অনুমান। সেই অনুমানই সত্য হতে যাচ্ছিল। তবে বৃষ্টি নয়, ইংলিশদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান মানাস লাবুশানে। চাপের মুখে টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। অ্যাশেজে চতুর্থ।
আগের দিন জনি বেয়ারস্টোর ঝোড়ো ব্যাটিংয়ের পর শেষ বিকেলে মার্ক উডের পেসের সামনে ৪ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল অস্ট্রেলিয়া। সফরকারীরা গতকাল দিন শুরু করে ৪ উইকেটে ১১৩ রানে। শুরু থেকেই মাটি কামড়ে দাঁড়িয়ে থাকেন লাবুশানে ও মিচেল মার্শ। তাঁদের পঞ্চম উইকেটের ১০৩ রানের জুটি ভাঙেন জো রুট। ১৭৩ বলে ১০ চার ও ২ ছয়ে ১১১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন লাবুশানে। ৪৪ রানে দিন শুরু করে বিদেশের মাটিতে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পান তিনি।
চা-বিরতির আগ পর্যন্ত চতুর্থ দিনে একটি উইকেটই পেয়েছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১৪ রান করেছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে আছেন মিচেল মার্শ (৩১) ও ক্যামরুন গ্রিন (৩)। অজিরা এখনো পিছিয়ে আছে ৬১ রানে। স্বাগতিকেরা প্রথম ইনিংসে অলআউট হয় ৩১৭ রানে। তবে চা-বিরতি থেকে ফেরার আগেই ফের বৃষ্টির মুখে পড়ে সাময়িক বন্ধ রয়েছে খেলা।
‘বাজবল’ ক্রিকেট খেলে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছে ৫৯২ রান। সমতায় ফিরতে হলে অ্যাশেজের চতুর্থ টেস্ট জিততেই হবে তাদের। প্রথম দুই টেস্ট জেতা অজিরা এগিয়ে আছে ২-১ ব্যবধানে। ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিতে অ্যাশেজ নিজেদের করে নিতে হলে অবাস্তব কিছুই করতে হবে তাদের।

ওল্ড ট্রাফোর্ড টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। আগের দিনই বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছিল ম্যানচেস্টারে। সেটিই যে ইংল্যান্ডের জয়ের পথে বড় বাধা হতে পারে, এমনটাই ছিল অনুমান। সেই অনুমানই সত্য হতে যাচ্ছিল। তবে বৃষ্টি নয়, ইংলিশদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান মানাস লাবুশানে। চাপের মুখে টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। অ্যাশেজে চতুর্থ।
আগের দিন জনি বেয়ারস্টোর ঝোড়ো ব্যাটিংয়ের পর শেষ বিকেলে মার্ক উডের পেসের সামনে ৪ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল অস্ট্রেলিয়া। সফরকারীরা গতকাল দিন শুরু করে ৪ উইকেটে ১১৩ রানে। শুরু থেকেই মাটি কামড়ে দাঁড়িয়ে থাকেন লাবুশানে ও মিচেল মার্শ। তাঁদের পঞ্চম উইকেটের ১০৩ রানের জুটি ভাঙেন জো রুট। ১৭৩ বলে ১০ চার ও ২ ছয়ে ১১১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন লাবুশানে। ৪৪ রানে দিন শুরু করে বিদেশের মাটিতে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পান তিনি।
চা-বিরতির আগ পর্যন্ত চতুর্থ দিনে একটি উইকেটই পেয়েছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১৪ রান করেছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে আছেন মিচেল মার্শ (৩১) ও ক্যামরুন গ্রিন (৩)। অজিরা এখনো পিছিয়ে আছে ৬১ রানে। স্বাগতিকেরা প্রথম ইনিংসে অলআউট হয় ৩১৭ রানে। তবে চা-বিরতি থেকে ফেরার আগেই ফের বৃষ্টির মুখে পড়ে সাময়িক বন্ধ রয়েছে খেলা।
‘বাজবল’ ক্রিকেট খেলে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছে ৫৯২ রান। সমতায় ফিরতে হলে অ্যাশেজের চতুর্থ টেস্ট জিততেই হবে তাদের। প্রথম দুই টেস্ট জেতা অজিরা এগিয়ে আছে ২-১ ব্যবধানে। ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিতে অ্যাশেজ নিজেদের করে নিতে হলে অবাস্তব কিছুই করতে হবে তাদের।

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
৪১ মিনিট আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
২ ঘণ্টা আগে