
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ হারলে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।
চট্টগ্রামে টেস্ট সিরিজ বাঁচানোর লক্ষ্যে প্রথম ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটরক্ষ-ব্যাটার লিটন দাস। তার জায়গায় ফিরেছেন ওপেনার জাকির হাসান। স্পিনার নাঈম হাসানের পরিবর্তে একাদশে এসেছেন তরুণ পেসার নাহিদ রানা।
বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের। প্রথম টেস্টে অভিষেক হয়েছিল উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের। তবে গতকাল চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় আঘাত পাওয়ায় তিনি দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অসাধারণ ফর্মে থাকা অঙ্কন।
দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন আনা হয়েছে-সেনুরান মুথুসামি ও ডেন পিটারসন একাদশে ফিরেছেন; জোনাথন ব্রিটজকে ও ডেন পিড্ট একাদশ থেকে বাদ পড়েছেন।
বাংলাদেশ একাদশ:
১. সাদমান ইসলাম, ২. মাহমুদুল হাসান জয়, ৩. মুমিনুল হক, ৪. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ৫. মুশফিকুর রহিম (উইকেট কিপার), ৬. জাকির হাসান, ৭. মাহিদুল ইসলাম, ৮. মেহেদী হাসান মিরাজ, ৯. নাহিদ রানা, ১০. তাইজুল ইসলাম, ১১. হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
১. এইডেন মার্করাম (অধিনায়ক), ২. টনি ডি জর্জি, ৩. ট্রিস্টান স্টাবস, ৪. ডেভিড বেডিংহাম, ৫. রায়ান রিকেলটন, ৬. কাইল ভেরেইনে (উইকেট কিপার), ৭. সেনুরান মুথুসামি, ৮. উইয়ান মুল্ডার, ৯. কেশব মহারাজ, ১০. ডেন পিটারসন, ১১. কাগিসো রাবাদা।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ হারলে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।
চট্টগ্রামে টেস্ট সিরিজ বাঁচানোর লক্ষ্যে প্রথম ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটরক্ষ-ব্যাটার লিটন দাস। তার জায়গায় ফিরেছেন ওপেনার জাকির হাসান। স্পিনার নাঈম হাসানের পরিবর্তে একাদশে এসেছেন তরুণ পেসার নাহিদ রানা।
বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের। প্রথম টেস্টে অভিষেক হয়েছিল উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের। তবে গতকাল চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় আঘাত পাওয়ায় তিনি দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অসাধারণ ফর্মে থাকা অঙ্কন।
দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন আনা হয়েছে-সেনুরান মুথুসামি ও ডেন পিটারসন একাদশে ফিরেছেন; জোনাথন ব্রিটজকে ও ডেন পিড্ট একাদশ থেকে বাদ পড়েছেন।
বাংলাদেশ একাদশ:
১. সাদমান ইসলাম, ২. মাহমুদুল হাসান জয়, ৩. মুমিনুল হক, ৪. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ৫. মুশফিকুর রহিম (উইকেট কিপার), ৬. জাকির হাসান, ৭. মাহিদুল ইসলাম, ৮. মেহেদী হাসান মিরাজ, ৯. নাহিদ রানা, ১০. তাইজুল ইসলাম, ১১. হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
১. এইডেন মার্করাম (অধিনায়ক), ২. টনি ডি জর্জি, ৩. ট্রিস্টান স্টাবস, ৪. ডেভিড বেডিংহাম, ৫. রায়ান রিকেলটন, ৬. কাইল ভেরেইনে (উইকেট কিপার), ৭. সেনুরান মুথুসামি, ৮. উইয়ান মুল্ডার, ৯. কেশব মহারাজ, ১০. ডেন পিটারসন, ১১. কাগিসো রাবাদা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৮ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৮ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
১০ ঘণ্টা আগে