
টেস্টে প্রথমবার অধিনায়ক হয়েই বাজিমাত করেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্ব—সব দিক থেকেই শান্ত ছিলেন অসাধারণ। সিলেটে আজ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। তবে শান্ত যে এখানেই থামতে চান না। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের লক্ষ্য এখন আরও বড়।
সাকিব আল হাসান না খেলায় নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। ভারপ্রাপ্ত অধিনায়ক হলেও সেটার চাপ শান্তকে দেখে মনেই হয়নি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে অধিনায়কত্বের অভিষেকে প্রথম সেঞ্চুরিয়ানও হয়ে গেলেন তিনি। দুই ইনিংস মিলে সিলেট টেস্টে করেন ১৪২ রান। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে বোলারদের কাজে লাগিয়েছেন দারুণভাবে। তাইজুল ইসলাম, নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজরা অধিনায়ক শান্তর আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন। নিউজিল্যান্ডের ২০ উইকেটের ১৮ উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। তাইজুল নিয়েছেন ১০ উইকেট, ৩টি করে উইকেট নিয়েছেন নাঈম ও মুমিনুল আর ২ উইকেট নিয়েছেন মিরাজ।
সিলেট পর্ব শেষে এরপর শুরু হবে ঢাকা পর্ব। মিরপুরে ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। মিরপুরে জিতলেই বাংলাদেশ টেস্টে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ধবলধোলাইয়ের কীর্তি গড়বে। শান্তর কথায়ও তা ফুটে উঠেছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সব খেলোয়াড়কে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে তাইজুল, নাঈম, শরীফুল, মেহেদী হাসান মিরাজ—-প্রত্যেকেই ম্যাচটা উপভোগ করেছে। আমরা ফল নিয়ে বেশি ভাবিনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমাকে অধিনায়কত্বের সুযোগ করে দেওয়ার জন্য। অর্ধেক কাজ শেষ হয়েছে। প্রত্যেকেই পরের টেস্ট খেলতে মুখিয়ে আছে।’
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৬ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন শান্ত ও মুমিনুল হক। এ ছাড়া ২০ থেকে ২৯-এর ঘরে আউট হয়েছেন মিরাজ, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান। সেট হয়ে ব্যাটারদের ইনিংস বড় করতে না পারার ব্যর্থতার কথাও বলেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথম ইনিংসে আমরা আরও ৫০ রান বা তার বেশি রান যোগ করতে পারতাম। পরের ম্যাচে ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে, তাহলে ভালো হবে।’

টেস্টে প্রথমবার অধিনায়ক হয়েই বাজিমাত করেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্ব—সব দিক থেকেই শান্ত ছিলেন অসাধারণ। সিলেটে আজ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। তবে শান্ত যে এখানেই থামতে চান না। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের লক্ষ্য এখন আরও বড়।
সাকিব আল হাসান না খেলায় নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। ভারপ্রাপ্ত অধিনায়ক হলেও সেটার চাপ শান্তকে দেখে মনেই হয়নি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে অধিনায়কত্বের অভিষেকে প্রথম সেঞ্চুরিয়ানও হয়ে গেলেন তিনি। দুই ইনিংস মিলে সিলেট টেস্টে করেন ১৪২ রান। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে বোলারদের কাজে লাগিয়েছেন দারুণভাবে। তাইজুল ইসলাম, নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজরা অধিনায়ক শান্তর আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন। নিউজিল্যান্ডের ২০ উইকেটের ১৮ উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। তাইজুল নিয়েছেন ১০ উইকেট, ৩টি করে উইকেট নিয়েছেন নাঈম ও মুমিনুল আর ২ উইকেট নিয়েছেন মিরাজ।
সিলেট পর্ব শেষে এরপর শুরু হবে ঢাকা পর্ব। মিরপুরে ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। মিরপুরে জিতলেই বাংলাদেশ টেস্টে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ধবলধোলাইয়ের কীর্তি গড়বে। শান্তর কথায়ও তা ফুটে উঠেছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সব খেলোয়াড়কে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে তাইজুল, নাঈম, শরীফুল, মেহেদী হাসান মিরাজ—-প্রত্যেকেই ম্যাচটা উপভোগ করেছে। আমরা ফল নিয়ে বেশি ভাবিনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমাকে অধিনায়কত্বের সুযোগ করে দেওয়ার জন্য। অর্ধেক কাজ শেষ হয়েছে। প্রত্যেকেই পরের টেস্ট খেলতে মুখিয়ে আছে।’
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৬ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন শান্ত ও মুমিনুল হক। এ ছাড়া ২০ থেকে ২৯-এর ঘরে আউট হয়েছেন মিরাজ, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান। সেট হয়ে ব্যাটারদের ইনিংস বড় করতে না পারার ব্যর্থতার কথাও বলেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথম ইনিংসে আমরা আরও ৫০ রান বা তার বেশি রান যোগ করতে পারতাম। পরের ম্যাচে ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে, তাহলে ভালো হবে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে