
অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন বেন স্টোকস। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে চার ওয়ানডের দ্বিপক্ষীয় সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে আছেন এই অলরাউন্ডার। তবে জায়গা হয়নি জোফরা আর্চারের। যার অর্থ ধরেই নেয়া যায়, ইংল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনায় নেই এই পেসার!
৮ সেপ্টেম্বের শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর শেষ হবে ওই ওয়ানডে সিরিজ। যার কয়েক সপ্তাহ পরেই ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডের বিশ্বকাপ। চোট কাটিয়ে পুরো ফিট হতে না পারা আর্চারকে এই সিরিজে না রাখার অর্থই ইংল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনায় তিনি নেই। গতকাল দল ঘোষণা করে ইসিবির নির্বাচক লুক রাইট এটা নিশ্চিতও করলেন, ঘোষিত এই দলটিই বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল। এক বিজ্ঞপ্তিতে ইসিবিও বলছেও, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার জন্য এই দলটাকেই ভারতে নিয়ে যাওয়ার ইচ্ছা তাদের।
তাহলে তো এটা ধরেই নেয়া যায়, বিশ্বকাপে ভারতে যাওয়া হচ্ছে না আর্চারের! এখানে একটা ‘যদি’, ‘কিন্তু’ রেখে দিয়েছে ইসিবি। যেভাবে ফিটনেস ফিরে পাওয়ার দিকে এগোচ্ছেন আর্চার, তাতে তাঁর পুরোপুরি ফিট হয়ে উঠতেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময়সীমা ২৮ সেপ্টেম্বর পেরিয়ে যাবে। তবে বিশ্বকাপের শেষ দিকে আর্চারকে খেলানোর কথা মাথায় রেখে তাঁকে ‘রিজার্ভ’ হিসেবে ভারতে উড়িয়ে নিতে পারে ইংল্যান্ড। রাইটের কথায় আছে সে ইঙ্গিতও, ‘দুর্ভাগ্যজনকভাবে মনে হয় না শুরুতেই তাকে দলে রাখতে পারব। আর্চারের জন্য সবচেয়ে ভালো হতে পারে বিশ্বকাপের পরের অংশের জন্য তার প্রস্তুত থাকা। এটিই সেরা সম্ভাবনা।’
৫ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে বিশ্বকাপ শুরু করবে ইংল্যান্ড।

অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন বেন স্টোকস। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে চার ওয়ানডের দ্বিপক্ষীয় সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে আছেন এই অলরাউন্ডার। তবে জায়গা হয়নি জোফরা আর্চারের। যার অর্থ ধরেই নেয়া যায়, ইংল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনায় নেই এই পেসার!
৮ সেপ্টেম্বের শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর শেষ হবে ওই ওয়ানডে সিরিজ। যার কয়েক সপ্তাহ পরেই ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডের বিশ্বকাপ। চোট কাটিয়ে পুরো ফিট হতে না পারা আর্চারকে এই সিরিজে না রাখার অর্থই ইংল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনায় তিনি নেই। গতকাল দল ঘোষণা করে ইসিবির নির্বাচক লুক রাইট এটা নিশ্চিতও করলেন, ঘোষিত এই দলটিই বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দল। এক বিজ্ঞপ্তিতে ইসিবিও বলছেও, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার জন্য এই দলটাকেই ভারতে নিয়ে যাওয়ার ইচ্ছা তাদের।
তাহলে তো এটা ধরেই নেয়া যায়, বিশ্বকাপে ভারতে যাওয়া হচ্ছে না আর্চারের! এখানে একটা ‘যদি’, ‘কিন্তু’ রেখে দিয়েছে ইসিবি। যেভাবে ফিটনেস ফিরে পাওয়ার দিকে এগোচ্ছেন আর্চার, তাতে তাঁর পুরোপুরি ফিট হয়ে উঠতেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময়সীমা ২৮ সেপ্টেম্বর পেরিয়ে যাবে। তবে বিশ্বকাপের শেষ দিকে আর্চারকে খেলানোর কথা মাথায় রেখে তাঁকে ‘রিজার্ভ’ হিসেবে ভারতে উড়িয়ে নিতে পারে ইংল্যান্ড। রাইটের কথায় আছে সে ইঙ্গিতও, ‘দুর্ভাগ্যজনকভাবে মনে হয় না শুরুতেই তাকে দলে রাখতে পারব। আর্চারের জন্য সবচেয়ে ভালো হতে পারে বিশ্বকাপের পরের অংশের জন্য তার প্রস্তুত থাকা। এটিই সেরা সম্ভাবনা।’
৫ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে বিশ্বকাপ শুরু করবে ইংল্যান্ড।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে