নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘরোয়া ক্রিকেটে বিকেএসপির উইকেট নিয়ে প্রশ্ন নতুন নয়। সেই মাঠেই নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে নিগার সুলতানা জ্যোতিদের লাল ও সবুজ দলে ভাগ করে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে। কিন্তু এই তিন দলীয় সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি কতটা হলো, সেই প্রশ্ন বড় হয়ে উঠছে।
গতকাল মেয়েদের লাল দল আগে ব্যাট করতে নেমে ১৫ বছরের কিশোরদের সামনে দাঁড়াতেই পারেনি। তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৪৯ রানে। গত পরশু বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ২৪ ঘণ্টাও হয়নি। সেই স্কোয়াডের ছয়জন খেলেছেন কাল। এর আগে ২০ আগস্ট একই প্রতিপক্ষের কাছে বাজেভাবে হেরেছিল মেয়েদের দল। ১৮২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গুটিয়ে গিয়েছিল ১০০ রানের আগেই। প্রস্তুতিমূলক সিরিজে জয়-পরাজয় বড় বিষয় না হলেও কিশোরদের বিপক্ষে জ্যোতি-নাহিদাদের বাজে ব্যাটিং প্রদর্শনী তাঁদের প্রস্তুতি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।
‘নারী চ্যালেঞ্জ কাপ’ নামের সিরিজের এই ম্যাচে প্রথম ইনিংসেই যেন ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। ৪৯ রানে নারী ক্রিকেট দল গুটিয়ে গেলে অনূর্ধ্ব-১৫ দলের এ ম্যাচ জিততে লেগেছে মোটে ৭১ বল। ২২৯ বল হাতে রেখে তারা জিতেছে ৮ উইকেটে।
বিসিবি গত পরশু নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন উইকেটরক্ষক ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, স্পিনার নিশিতা আক্তার নিশি, টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার—তুলনামূলক কম অভিজ্ঞ তিন ক্রিকেটারকে নেওয়া হয়েছে বিশ্বকাপে। বিশ্বকাপের দল নিয়ে কাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাবেক অধিনায়ক রুমানা আহমেদ লিখেছেন, ‘বিশ্বকাপ দলে থাকা সকল ক্রিকেটারকে অভিনন্দন। সেই সঙ্গে আমাদের নির্বাচক প্যানেলকে অভিনন্দন বিশ্বকাপের মতো জায়গায় এতগুলো নতুন মুখ উপহার দেওয়ার জন্য। আপনাদের সাহসিকতা সত্যিই প্রশংসা করার মতো।’ রুমানার যুক্তি, ‘বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটাররাই খেলে। বিশ্বকাপ থেকে শিক্ষা নেওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আশা করি, এই বিশ্বকাপ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন।’

ঘরোয়া ক্রিকেটে বিকেএসপির উইকেট নিয়ে প্রশ্ন নতুন নয়। সেই মাঠেই নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে নিগার সুলতানা জ্যোতিদের লাল ও সবুজ দলে ভাগ করে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে। কিন্তু এই তিন দলীয় সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি কতটা হলো, সেই প্রশ্ন বড় হয়ে উঠছে।
গতকাল মেয়েদের লাল দল আগে ব্যাট করতে নেমে ১৫ বছরের কিশোরদের সামনে দাঁড়াতেই পারেনি। তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৪৯ রানে। গত পরশু বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ২৪ ঘণ্টাও হয়নি। সেই স্কোয়াডের ছয়জন খেলেছেন কাল। এর আগে ২০ আগস্ট একই প্রতিপক্ষের কাছে বাজেভাবে হেরেছিল মেয়েদের দল। ১৮২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গুটিয়ে গিয়েছিল ১০০ রানের আগেই। প্রস্তুতিমূলক সিরিজে জয়-পরাজয় বড় বিষয় না হলেও কিশোরদের বিপক্ষে জ্যোতি-নাহিদাদের বাজে ব্যাটিং প্রদর্শনী তাঁদের প্রস্তুতি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।
‘নারী চ্যালেঞ্জ কাপ’ নামের সিরিজের এই ম্যাচে প্রথম ইনিংসেই যেন ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। ৪৯ রানে নারী ক্রিকেট দল গুটিয়ে গেলে অনূর্ধ্ব-১৫ দলের এ ম্যাচ জিততে লেগেছে মোটে ৭১ বল। ২২৯ বল হাতে রেখে তারা জিতেছে ৮ উইকেটে।
বিসিবি গত পরশু নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন উইকেটরক্ষক ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, স্পিনার নিশিতা আক্তার নিশি, টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার—তুলনামূলক কম অভিজ্ঞ তিন ক্রিকেটারকে নেওয়া হয়েছে বিশ্বকাপে। বিশ্বকাপের দল নিয়ে কাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাবেক অধিনায়ক রুমানা আহমেদ লিখেছেন, ‘বিশ্বকাপ দলে থাকা সকল ক্রিকেটারকে অভিনন্দন। সেই সঙ্গে আমাদের নির্বাচক প্যানেলকে অভিনন্দন বিশ্বকাপের মতো জায়গায় এতগুলো নতুন মুখ উপহার দেওয়ার জন্য। আপনাদের সাহসিকতা সত্যিই প্রশংসা করার মতো।’ রুমানার যুক্তি, ‘বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটাররাই খেলে। বিশ্বকাপ থেকে শিক্ষা নেওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আশা করি, এই বিশ্বকাপ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
১৯ মিনিট আগে
সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেট। তিনি পদত্যাগ না করলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গত রাতেই সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন। ক্রিকেটাররা হোটেল শেরাটনে যাচ্ছেন।
২ ঘণ্টা আগে
তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গত কয়েক দিনে নানা রকম বিতর্কিত মন্তব্য করা এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
২ ঘণ্টা আগে