
ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর প্রথম ডার্বি ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে আজ ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রেড ডেভিলরা। এই ম্যাচ নিয়ে মোটেও চিন্তিত নন ব্রুনো ফার্নান্দেজ।
চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুই ম্যানচেস্টারই আছেন সেরা চারে। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন সিটিজেনরা। সমানসংখ্যক ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ইউনাইটেড, যেখানে গত বছরের ২ অক্টোবর সর্বশেষ মুখোমুখি হয়েছিল সিটি-ইউনাইটেড। ইতিহাদে প্রিমিয়ার লিগের সেই ম্যাচে আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের জোড়া হ্যাটট্রিকে রেড ডেভিলদের ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছিল সিটিজেনরা। তবে ইউনাইটেডকে ভরসা দিতে পারে সাম্প্রতিক পরিসংখ্যান। নিজেদের সর্বশেষ ৬ ম্যাচের সবকটিতেই জিতেছে রেড ডেভিলরা। অন্যদিকে সিটিজেনরা সর্বশেষ ৬ ম্যাচের মধ্যে ১টি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে।
নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সই যেন ফার্নান্দেজকে আত্মবিশ্বাসী করে তুলেছে। একই সঙ্গে যেন আগের ডার্বির ‘প্রতিশোধের’ হুংকারও তিনি দিলেন। ইউনাইটেডের এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘ম্যান সিটি লিগের অন্যতম সেরা ক্লাব, তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখছি। প্রতিটা ম্যাচ খেলার সময় মনে করতে হবে যে আমরা কারও বিপক্ষে খেলতে ভয় পাই না। আগে অবশ্য এমনটা দেখা যেত না। কঠিন ম্যাচ এলেই অনেকের মনে শঙ্কা কাজ করত ‘আমরা পারব কি পারব না।’
২০২০ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন ফার্নান্দেজ। ১৫১ ম্যাচে করেছেন ৫৩ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৪৪ গোলে। তবে চলতি মৌসুমে তেমন একটা ছন্দে নেই এই ফুটবলার। ২৫ ম্যাচে ৩ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।

ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর প্রথম ডার্বি ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে আজ ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রেড ডেভিলরা। এই ম্যাচ নিয়ে মোটেও চিন্তিত নন ব্রুনো ফার্নান্দেজ।
চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুই ম্যানচেস্টারই আছেন সেরা চারে। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন সিটিজেনরা। সমানসংখ্যক ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ইউনাইটেড, যেখানে গত বছরের ২ অক্টোবর সর্বশেষ মুখোমুখি হয়েছিল সিটি-ইউনাইটেড। ইতিহাদে প্রিমিয়ার লিগের সেই ম্যাচে আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের জোড়া হ্যাটট্রিকে রেড ডেভিলদের ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছিল সিটিজেনরা। তবে ইউনাইটেডকে ভরসা দিতে পারে সাম্প্রতিক পরিসংখ্যান। নিজেদের সর্বশেষ ৬ ম্যাচের সবকটিতেই জিতেছে রেড ডেভিলরা। অন্যদিকে সিটিজেনরা সর্বশেষ ৬ ম্যাচের মধ্যে ১টি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে।
নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সই যেন ফার্নান্দেজকে আত্মবিশ্বাসী করে তুলেছে। একই সঙ্গে যেন আগের ডার্বির ‘প্রতিশোধের’ হুংকারও তিনি দিলেন। ইউনাইটেডের এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘ম্যান সিটি লিগের অন্যতম সেরা ক্লাব, তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখছি। প্রতিটা ম্যাচ খেলার সময় মনে করতে হবে যে আমরা কারও বিপক্ষে খেলতে ভয় পাই না। আগে অবশ্য এমনটা দেখা যেত না। কঠিন ম্যাচ এলেই অনেকের মনে শঙ্কা কাজ করত ‘আমরা পারব কি পারব না।’
২০২০ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন ফার্নান্দেজ। ১৫১ ম্যাচে করেছেন ৫৩ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৪৪ গোলে। তবে চলতি মৌসুমে তেমন একটা ছন্দে নেই এই ফুটবলার। ২৫ ম্যাচে ৩ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৫ গোলে।

মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ভারতের মাঠে এবারই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। আটবারের চেষ্টায় কিউইরা সফল হলো যে অধিনায়কের নেতৃত্বে, এবার তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দল।
১ ঘণ্টা আগে
আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাটকীয়তা শেষে মরক্কোকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেনেগাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে সাদিও মানেরা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা।
১ ঘণ্টা আগে
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতের পরিবর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের কথায় আইসিসি অযৌক্তিক চাপ সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না বলে জানালেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।
৩ ঘণ্টা আগে