
রানের পাহাড় গড়ার পর পাকিস্তান উল্টো চাপে পড়েছে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম টেস্ট এখন এমন এক পর্যায়ে, যেখানে বাংলাদেশের হারার সম্ভাবনা নেই বললেই চলে। বরং ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান হেরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুযোগটা এখানেই দেখছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে গতকাল সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ৫৬৫ রানে অলআউট হয়েছে প্রথম ইনিংসে, যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ১১৭ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ২৩ রানে ১ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা। দিনের খেলা শেষে গতকাল সাংবাদিকদের মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা যদি আগামীকাল (আজ) প্রথম ঘণ্টায় ভালো খেলে, তাহলে আমরা ভালো অবস্থায় থাকব। বেশি দূর চিন্তা করছি না। যদি আমরা আগামীকাল (আজ) দ্রুত কয়েকটা উইকেট তুলে নিতে পারি, তাহলে আমাদের দারুণ সুযোগ রয়েছে। প্রথম সেশনে কয়েকটা উইকেট তাড়াতাড়ি নিতে পারলে জেতার সুযোগ তৈরি হবে।’
৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। মিরাজ যখন গতকাল ৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেটে ৩৩২ রান। মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে ১৯৬ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। তাতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। যেখানে মুশফিক রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন এই টেস্টে। মিরাজ বলেন, ‘মুশফিক ভাই ও আমার একটা দারুণ জুটি হয়েছে। দারুণ ব্যাটিংয়ের কৃতিত্বটা তাঁকে (মুশফিক) দিতে হবে। আমাকে সমর্থন দিয়ে গেছেন পুরোটা সময়। তিনি বলেছেন, এটা দারুণ উইকেট ছিল এবং ভালোমতো খেলতে বলেছেন।’
চতুর্থ দিনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৬টি। প্রথম সেশনে লিটন দাসের উইকেট পড়ার পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট পড়েনি। শেষ সেশনে পড়েছে ৫ উইকেট। বোলারদের জন্য দারুণ কিছু করার সুযোগ যে রয়েছে, মিরাজ সেটা বারবার মনে করালেন। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘আমরা দারুণ লিড পেয়েছি। এখন সঠিক জায়গায় বোলিং করতে হবে এবং দ্রুত উইকেট তুলে নিতে হবে। বোলাররা শেষ ঘণ্টায় ভালো বোলিং করেছে।’

রানের পাহাড় গড়ার পর পাকিস্তান উল্টো চাপে পড়েছে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম টেস্ট এখন এমন এক পর্যায়ে, যেখানে বাংলাদেশের হারার সম্ভাবনা নেই বললেই চলে। বরং ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান হেরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুযোগটা এখানেই দেখছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে গতকাল সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ৫৬৫ রানে অলআউট হয়েছে প্রথম ইনিংসে, যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ১১৭ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ২৩ রানে ১ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা। দিনের খেলা শেষে গতকাল সাংবাদিকদের মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা যদি আগামীকাল (আজ) প্রথম ঘণ্টায় ভালো খেলে, তাহলে আমরা ভালো অবস্থায় থাকব। বেশি দূর চিন্তা করছি না। যদি আমরা আগামীকাল (আজ) দ্রুত কয়েকটা উইকেট তুলে নিতে পারি, তাহলে আমাদের দারুণ সুযোগ রয়েছে। প্রথম সেশনে কয়েকটা উইকেট তাড়াতাড়ি নিতে পারলে জেতার সুযোগ তৈরি হবে।’
৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। মিরাজ যখন গতকাল ৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেটে ৩৩২ রান। মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে ১৯৬ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। তাতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। যেখানে মুশফিক রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন এই টেস্টে। মিরাজ বলেন, ‘মুশফিক ভাই ও আমার একটা দারুণ জুটি হয়েছে। দারুণ ব্যাটিংয়ের কৃতিত্বটা তাঁকে (মুশফিক) দিতে হবে। আমাকে সমর্থন দিয়ে গেছেন পুরোটা সময়। তিনি বলেছেন, এটা দারুণ উইকেট ছিল এবং ভালোমতো খেলতে বলেছেন।’
চতুর্থ দিনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৬টি। প্রথম সেশনে লিটন দাসের উইকেট পড়ার পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট পড়েনি। শেষ সেশনে পড়েছে ৫ উইকেট। বোলারদের জন্য দারুণ কিছু করার সুযোগ যে রয়েছে, মিরাজ সেটা বারবার মনে করালেন। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘আমরা দারুণ লিড পেয়েছি। এখন সঠিক জায়গায় বোলিং করতে হবে এবং দ্রুত উইকেট তুলে নিতে হবে। বোলাররা শেষ ঘণ্টায় ভালো বোলিং করেছে।’

রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
২২ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে