
রানের পাহাড় গড়ার পর পাকিস্তান উল্টো চাপে পড়েছে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম টেস্ট এখন এমন এক পর্যায়ে, যেখানে বাংলাদেশের হারার সম্ভাবনা নেই বললেই চলে। বরং ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান হেরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুযোগটা এখানেই দেখছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে গতকাল সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ৫৬৫ রানে অলআউট হয়েছে প্রথম ইনিংসে, যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ১১৭ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ২৩ রানে ১ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা। দিনের খেলা শেষে গতকাল সাংবাদিকদের মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা যদি আগামীকাল (আজ) প্রথম ঘণ্টায় ভালো খেলে, তাহলে আমরা ভালো অবস্থায় থাকব। বেশি দূর চিন্তা করছি না। যদি আমরা আগামীকাল (আজ) দ্রুত কয়েকটা উইকেট তুলে নিতে পারি, তাহলে আমাদের দারুণ সুযোগ রয়েছে। প্রথম সেশনে কয়েকটা উইকেট তাড়াতাড়ি নিতে পারলে জেতার সুযোগ তৈরি হবে।’
৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। মিরাজ যখন গতকাল ৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেটে ৩৩২ রান। মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে ১৯৬ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। তাতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। যেখানে মুশফিক রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন এই টেস্টে। মিরাজ বলেন, ‘মুশফিক ভাই ও আমার একটা দারুণ জুটি হয়েছে। দারুণ ব্যাটিংয়ের কৃতিত্বটা তাঁকে (মুশফিক) দিতে হবে। আমাকে সমর্থন দিয়ে গেছেন পুরোটা সময়। তিনি বলেছেন, এটা দারুণ উইকেট ছিল এবং ভালোমতো খেলতে বলেছেন।’
চতুর্থ দিনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৬টি। প্রথম সেশনে লিটন দাসের উইকেট পড়ার পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট পড়েনি। শেষ সেশনে পড়েছে ৫ উইকেট। বোলারদের জন্য দারুণ কিছু করার সুযোগ যে রয়েছে, মিরাজ সেটা বারবার মনে করালেন। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘আমরা দারুণ লিড পেয়েছি। এখন সঠিক জায়গায় বোলিং করতে হবে এবং দ্রুত উইকেট তুলে নিতে হবে। বোলাররা শেষ ঘণ্টায় ভালো বোলিং করেছে।’

রানের পাহাড় গড়ার পর পাকিস্তান উল্টো চাপে পড়েছে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম টেস্ট এখন এমন এক পর্যায়ে, যেখানে বাংলাদেশের হারার সম্ভাবনা নেই বললেই চলে। বরং ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান হেরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুযোগটা এখানেই দেখছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে গতকাল সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ৫৬৫ রানে অলআউট হয়েছে প্রথম ইনিংসে, যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ১১৭ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ২৩ রানে ১ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা। দিনের খেলা শেষে গতকাল সাংবাদিকদের মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের বোলাররা যদি আগামীকাল (আজ) প্রথম ঘণ্টায় ভালো খেলে, তাহলে আমরা ভালো অবস্থায় থাকব। বেশি দূর চিন্তা করছি না। যদি আমরা আগামীকাল (আজ) দ্রুত কয়েকটা উইকেট তুলে নিতে পারি, তাহলে আমাদের দারুণ সুযোগ রয়েছে। প্রথম সেশনে কয়েকটা উইকেট তাড়াতাড়ি নিতে পারলে জেতার সুযোগ তৈরি হবে।’
৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। মিরাজ যখন গতকাল ৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেটে ৩৩২ রান। মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে ১৯৬ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। তাতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। যেখানে মুশফিক রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন এই টেস্টে। মিরাজ বলেন, ‘মুশফিক ভাই ও আমার একটা দারুণ জুটি হয়েছে। দারুণ ব্যাটিংয়ের কৃতিত্বটা তাঁকে (মুশফিক) দিতে হবে। আমাকে সমর্থন দিয়ে গেছেন পুরোটা সময়। তিনি বলেছেন, এটা দারুণ উইকেট ছিল এবং ভালোমতো খেলতে বলেছেন।’
চতুর্থ দিনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৬টি। প্রথম সেশনে লিটন দাসের উইকেট পড়ার পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট পড়েনি। শেষ সেশনে পড়েছে ৫ উইকেট। বোলারদের জন্য দারুণ কিছু করার সুযোগ যে রয়েছে, মিরাজ সেটা বারবার মনে করালেন। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘আমরা দারুণ লিড পেয়েছি। এখন সঠিক জায়গায় বোলিং করতে হবে এবং দ্রুত উইকেট তুলে নিতে হবে। বোলাররা শেষ ঘণ্টায় ভালো বোলিং করেছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে