Ajker Patrika

অনুশীলনে মাথায় চোট পেয়ে হাসপাতালে মাসুদ

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৩: ৪৩
অনুশীলনে মাথায় চোট পেয়ে হাসপাতালে মাসুদ

বিশ্বকাপের মূল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। আর ভারত-পাকিস্তানের ‘ব্লকবাস্টার’ ম্যাচ ২৩ অক্টোবর। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। দলের অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন ব্যাটার শন মাসুদ।

মাসুদ চোটটি পেয়েছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। সেখানে নেট অনুশীলনের সময় সতীর্থ মোহাম্মদ নওয়াজের একটি শট লাগে তাঁর মাথার ডান পাশে। চোটটি পান ননস্ট্রাইকিং প্রান্তে থাকার সময়। আঘাতের সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ৩৩ বছর বয়সী এই ব্যাটারে মাথায় স্ক্যান করানো হবে।

মাসুদের চোট বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কাউন্টিতে ভালো খেলায় সুযোগ পেয়েছেন জাতীয় দলে। এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজে রান করলেও তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে বিশ্বকাপে এই ব্যাটারের ওপর ভরসা রেখেছে পাকিস্তান দল। এখন আঘাত কতটা গুরুতর, সেটার ওপর নির্ভর করছে মাসুদের বিশ্বকাপে খেলা।

এবারের বিশ্বকাপে একের পর এক ক্রিকেটার চোটে পড়ছেন। টুর্নামেন্ট শুরুর পর এখন পর্যন্ত পাঁচজন ক্রিকেটার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। মাসুদের ভাগ্যে কী আছে, তা জানা যাবে রিপোর্টের ফল এলেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত