
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে সাকিব আল হাসানের না থাকার খবর অনেক পুরোনো। তবু সাকিব না খেললেও ঠিকই তাঁর নাম চলে আসে। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে এখন টক্কর দিচ্ছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা।
প্রথম দুই ওয়ানডেতে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডে তাই সিরিজ নির্ধারণী। সিরিজ নির্ধারণী ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ফিজ। ফিরেই ২ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন ফিজ। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে এখনো পর্যন্ত ১৪ ম্যাচ খেলে নিয়েছেন ২৩ উইকেট। সাকিব লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে নিয়েছেন ২১ উইকেট, খেলেছেন ২৮ ম্যাচ।
চট্টগ্রামে আজ শুধু ফিজই নন, দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজও। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাসকিন। ফিজের মতো মিরাজও নেন ২ উইকেট। তাতে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে তাসকিন ও মিরাজের উইকেট সংখ্যা হলো ২২ ও ২১। সাকিবের সঙ্গে এই তালিকায় যৌথভাবে তৃতীয় এখন তাসকিন। তাসকিন খেলেছেন ১৩ ম্যাচ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট মাশরাফি বিন মর্তুজার। ২২ ম্যাচ খেলে নেন ২৬ উইকেট। মোস্তাফিজের সঙ্গে এই তালিকায় যৌথভাবে দুইয়ে রুবেল হোসেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সাত উইকেটশিকারী বোলার
ম্যাচ উইকেট
মাশরাফি বিন মর্তুজা ২২ ২৬
রুবেল হোসেন ১৪ ২৩
মোস্তাফিজুর রহমান ১৭ ২৩
সাকিব আল হাসান ২৮ ২২
তাসকিন আহমেদ ১৩ ২২
মেহেদী হাসান মিরাজ ১৭ ২১
আব্দুর রাজ্জাক ১৫ ১৯
* ২০২৪ সালের ১৮ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে পর্যন্ত

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে সাকিব আল হাসানের না থাকার খবর অনেক পুরোনো। তবু সাকিব না খেললেও ঠিকই তাঁর নাম চলে আসে। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে এখন টক্কর দিচ্ছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা।
প্রথম দুই ওয়ানডেতে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডে তাই সিরিজ নির্ধারণী। সিরিজ নির্ধারণী ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ফিজ। ফিরেই ২ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন ফিজ। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে এখনো পর্যন্ত ১৪ ম্যাচ খেলে নিয়েছেন ২৩ উইকেট। সাকিব লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে নিয়েছেন ২১ উইকেট, খেলেছেন ২৮ ম্যাচ।
চট্টগ্রামে আজ শুধু ফিজই নন, দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজও। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাসকিন। ফিজের মতো মিরাজও নেন ২ উইকেট। তাতে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে তাসকিন ও মিরাজের উইকেট সংখ্যা হলো ২২ ও ২১। সাকিবের সঙ্গে এই তালিকায় যৌথভাবে তৃতীয় এখন তাসকিন। তাসকিন খেলেছেন ১৩ ম্যাচ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট মাশরাফি বিন মর্তুজার। ২২ ম্যাচ খেলে নেন ২৬ উইকেট। মোস্তাফিজের সঙ্গে এই তালিকায় যৌথভাবে দুইয়ে রুবেল হোসেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সাত উইকেটশিকারী বোলার
ম্যাচ উইকেট
মাশরাফি বিন মর্তুজা ২২ ২৬
রুবেল হোসেন ১৪ ২৩
মোস্তাফিজুর রহমান ১৭ ২৩
সাকিব আল হাসান ২৮ ২২
তাসকিন আহমেদ ১৩ ২২
মেহেদী হাসান মিরাজ ১৭ ২১
আব্দুর রাজ্জাক ১৫ ১৯
* ২০২৪ সালের ১৮ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে পর্যন্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩ ঘণ্টা আগে