
অবশেষে নিউজিল্যান্ডের মাঠে চক্রপূরণ হয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেই জয় পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণেই প্রথমবারের মতো জয় বাংলাদেশের এসেছে এই সপ্তাহে। দুটিই এসেছে নেপিয়ারের ম্যাকলিন পার্কে।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই কিউইদের চাপে রাখতে থাকেন বাংলাদেশের বোলাররা। ১.৩ ওভারে ১ রানেই নিউজিল্যান্ড হারায় ৩ উইকেট। যার মধ্যে শেখ মেহেদি হাসান প্রথম ওভারেই নিয়েছেন টিম সাইফার্টের উইকেট। এরপর দ্বিতীয় ওভারে ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস-দুই ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। একটা পর্যায়ে ৫০ রানে হারায় ৫ উইকেট। মিডল অর্ডারে জিমি নিশামের ২৯ বলে ৪৮ রানের ইনিংসের কারণে নিউজিল্যান্ড করতে পেরেছে ১৩৪ রান।
১৩৫ রান তাড়া করতে নেমে মাঝের দিকে হালকা চাপে বাংলাদেশ পড়েছিল ঠিকই। তবে শেষ পর্যন্ত শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ পেয়েছে সহজ এক জয়। ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শান্ত। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে আমরা খেলেছি তাতে আমি খুবই উচ্ছ্বসিত এবং গর্বিত। আমাদের বোলাররা নতুন বলে এই কন্ডিশনে দ্রুত শিখছে। তাদেরকে অল্প রানে বেধে ফেলার পরই আত্মবিশ্বাসী ছিলাম।’
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হবে মাউন্ট মঙ্গানুইতে। একই মাঠে ৩১ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। মাউন্ট মঙ্গানুইতেই ২০২২-এর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ।

অবশেষে নিউজিল্যান্ডের মাঠে চক্রপূরণ হয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেই জয় পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণেই প্রথমবারের মতো জয় বাংলাদেশের এসেছে এই সপ্তাহে। দুটিই এসেছে নেপিয়ারের ম্যাকলিন পার্কে।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই কিউইদের চাপে রাখতে থাকেন বাংলাদেশের বোলাররা। ১.৩ ওভারে ১ রানেই নিউজিল্যান্ড হারায় ৩ উইকেট। যার মধ্যে শেখ মেহেদি হাসান প্রথম ওভারেই নিয়েছেন টিম সাইফার্টের উইকেট। এরপর দ্বিতীয় ওভারে ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস-দুই ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। একটা পর্যায়ে ৫০ রানে হারায় ৫ উইকেট। মিডল অর্ডারে জিমি নিশামের ২৯ বলে ৪৮ রানের ইনিংসের কারণে নিউজিল্যান্ড করতে পেরেছে ১৩৪ রান।
১৩৫ রান তাড়া করতে নেমে মাঝের দিকে হালকা চাপে বাংলাদেশ পড়েছিল ঠিকই। তবে শেষ পর্যন্ত শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ পেয়েছে সহজ এক জয়। ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শান্ত। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে আমরা খেলেছি তাতে আমি খুবই উচ্ছ্বসিত এবং গর্বিত। আমাদের বোলাররা নতুন বলে এই কন্ডিশনে দ্রুত শিখছে। তাদেরকে অল্প রানে বেধে ফেলার পরই আত্মবিশ্বাসী ছিলাম।’
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হবে মাউন্ট মঙ্গানুইতে। একই মাঠে ৩১ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। মাউন্ট মঙ্গানুইতেই ২০২২-এর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে