Ajker Patrika

৪-১ করতে চান মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩৫
৪-১ করতে চান মাহমুদউল্লাহ

মঞ্চটা সিরিজের প্রথম দুই ম্যাচের পর তৈরি ছিল। তৃতীয় ম্যাচে হারে বেড়েছিল অপেক্ষা। সেই অপেক্ষা আর শেষ ম্যাচ পর্যন্ত বাড়াল না বাংলাদেশ। গতকাল বুধবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। জুলাইয়ে জিম্বাবুয়ে ও আগস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার কিউই-বধ; প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে টানা তিনটি সিরিজ জিতল বাংলাদেশ।

বোলিংয়ে কাল শুরুটা করেছিলেন নাসুম আহমেদ। উইকেট-উৎসবে পরে যোগ দেন মোস্তাফিজুর রহমান। কিউইদের ৮ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন এ দুই বাঁহাতি। লক্ষ্যটা ৯৪ রানের হলেও মিরপুরের মন্থর উইকেটে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকেরা। ৪৮ বলে ৪৩ রানের লড়াকু এক ইনিংস খেলে দলকে জয়ের প্রান্তে পৌঁছে তবেই ফিরেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ-সেরা হয়েছেন ঘূর্ণি জাদুতে কিউইদের নাকাল করা নাসুম। জয়ের কৃতিত্ব অবশ্য সব বোলারকেই ভাগাভাগি করে দিলেন মাহমুদউল্লাহ। সাধুবাদ জানালেন ব্যাটসম্যানদের প্রচেষ্টাকেও। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেছেন, ‘নিউজিল্যান্ডকে কম রানে আটকে রাখার কাজটা বোলাররা দারুণ করেছে। নাসুম, মেহেদী, মোস্তাফিজসহ সব বোলার দারুণ বোলিং করেছে।’

বল হাতে এদিন শুরুতেই নিউজিল্যান্ডকে ধাক্কা দেন নাসুম। ১৬ রানে কিউইদের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচটা বাংলাদেশের দিকে নিয়ে আসেন এই স্পিনার। এরপর মেহেদী হাসান ও মোস্তাফিজরা আরও চেপে ধরেন কিউই ব্যাটসম্যানদের। ব্যাটিংয়ে আর ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি সফরকারীরা।  

শ্লথ উইকেটে নিউজিল্যান্ডের মতো সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশকেও। ৯৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ম্যাচকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবু এই জয়ে ব্যাটসম্যানদের প্রচেষ্টা বড় করেই দেখছেন মাহমুদউল্লাহ, ‘ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে। মিডল অর্ডারে আমাদের ভালো জুটির প্রয়োজন ছিল। আমি ও নাঈম চেষ্টা করেছি। নাঈম ভালো ব্যাটিং করেছে, আফিফও ভালো করেছে। আমরা জুটি গড়ে ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। সিরিজ জয়ের কৃতিত্ব টিম ম্যানেজমেন্ট ও ছেলেদের।’

সিরিজ জিতলেও থামতে নারাজ মাহমুদউল্লাহ। শেষ ম্যাচ জিতে ব্যবধানটা ৪-১ করতে উন্মুখ তিনি, ‘এখনো আরেকটি সুযোগ আছে। আশা করি, আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই ম্যাচও জেতার চেষ্টা করব।’ 

অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও দুর্দান্ত বোলিং করেছেন নাসুম। সিরিজ জেতা ম্যাচে হয়েছেন ম্যাচ-সেরাও। নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে নাসুম বলেছেন, ‘সিরিজ জিতে খুশি। অধিনায়কের কাছ থেকে কোনো চাপ ছিল না। চেষ্টা করেছিলাম যত কম রান দেওয়া যায়। উইকেট বেশ টার্নিং ছিল। আমার মনোযোগ ছিল জায়গায় বল করে যাওয়া।’

এই সিরিজ জয়গুলো বিশ্বকাপে বাড়তি আত্মবিশ্বাস দেবে জানিয়ে নাসুম আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা, আমরা ম্যাচ জিতছি। আর ম্যাচ জিতলে এমনিতেই আত্মবিশ্বাস উঁচুতে থাকে। আমরা ম্যাচ জিতে বিশ্বকাপে যাচ্ছি, অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বেশি থাকবে। আমার বিশ্বাস, আমরা অনেক ভালো করব।

তৃতীয় ম্যাচ জিতে সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত সিরিজ হাতছাড়া করেছে নিউজিল্যান্ড। সুযোগ কাজে লাগাতে না পেরে হতাশ কিউই অধিনায়ক টম ল্যাথাম বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন। বলেছেন, ‘শুরুতে কয়েকটি উইকেট হারানোর পরও তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মাহমুদউল্লাহ যেভাবে শেষ করেছে, এ জন্য তাদের কৃতিত্ব দিতে হয়। যেভাবে আমরা শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে গেছি, তাতে তৃপ্ত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত