আজকের পত্রিকা ডেস্ক

এক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
আজ মাঠে মুখোমুখি হচ্ছে না এ দুই দল। বিপিএলের ঢাকা শেষ পর্বে প্রতিদিনের মতো আজও দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স। আর পরের ম্যাচে চিটাগং কিংস খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। দুই দলই প্লে-অফ নিশ্চিত করায় দ্বিতীয় ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। তবে প্রথম ম্যাচটি খুলনার জন্য বাঁচা-মরার। প্লে-অফের শেষ টিকিটটি পেতে হলে ঢাকা ক্যাপিটালসকে জিততে হবে আজ।
খুলনা হেরে গেলে কিংবা ঢাকা ক্যাপিটালস খুলনার বিপক্ষে জিতে গেলে লাভবান হবে পারিশ্রমিক ইস্যুতে বিতর্কিত দুর্বার রাজশাহী। কারণ, খুলনার হারই শুধু প্লে-অফের শেষ টিকিটটি পাইয়ে দিতে পারে তাদের। লিগ পর্বে রাজশাহীর আর কোনো ম্যাচ না থাকায় দলটির ক্রিকেটারদের হোটেল ছাড়ার গুঞ্জন বাতাসে। তবে দলটির ক্রিকেটারদের চোখ ঠিকই থাকবে এই ম্যাচে। এই ম্যাচের ফলাফলের ওপর তাদের প্লে-অফে খেলার স্বপ্ন বাঁচবে।
বরিশাল-চিটাগংয়ের ম্যাচটি নিয়মরক্ষার হলেও তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালের জন্য এটি প্লে-অফের আগে নিজেদের শক্তি পরখ করার সুযোগ। প্লে-অফের আগে দলটিতে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের গতি তারকা অ্যাডাম মিলনে। চিটাগং কিংসের জন্য ম্যাচটি অন্য কারণে গুরুত্বপূর্ণ। তাদের ১১ ম্যাচে ১৪ পয়েন্ট (নেট রানরেট ১.৪১৪)। বড় ব্যবধানে বরিশালকে হারালে তারা লিগের দ্বিতীয় সেরা দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করতে পারে। অন্যদিকে রংপুর রাইডার্স ১২ ম্যাচে ১৬ পয়েন্ট (নেট রানরেট ০.৫৯৬) নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

এক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
আজ মাঠে মুখোমুখি হচ্ছে না এ দুই দল। বিপিএলের ঢাকা শেষ পর্বে প্রতিদিনের মতো আজও দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স। আর পরের ম্যাচে চিটাগং কিংস খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। দুই দলই প্লে-অফ নিশ্চিত করায় দ্বিতীয় ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। তবে প্রথম ম্যাচটি খুলনার জন্য বাঁচা-মরার। প্লে-অফের শেষ টিকিটটি পেতে হলে ঢাকা ক্যাপিটালসকে জিততে হবে আজ।
খুলনা হেরে গেলে কিংবা ঢাকা ক্যাপিটালস খুলনার বিপক্ষে জিতে গেলে লাভবান হবে পারিশ্রমিক ইস্যুতে বিতর্কিত দুর্বার রাজশাহী। কারণ, খুলনার হারই শুধু প্লে-অফের শেষ টিকিটটি পাইয়ে দিতে পারে তাদের। লিগ পর্বে রাজশাহীর আর কোনো ম্যাচ না থাকায় দলটির ক্রিকেটারদের হোটেল ছাড়ার গুঞ্জন বাতাসে। তবে দলটির ক্রিকেটারদের চোখ ঠিকই থাকবে এই ম্যাচে। এই ম্যাচের ফলাফলের ওপর তাদের প্লে-অফে খেলার স্বপ্ন বাঁচবে।
বরিশাল-চিটাগংয়ের ম্যাচটি নিয়মরক্ষার হলেও তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালের জন্য এটি প্লে-অফের আগে নিজেদের শক্তি পরখ করার সুযোগ। প্লে-অফের আগে দলটিতে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের গতি তারকা অ্যাডাম মিলনে। চিটাগং কিংসের জন্য ম্যাচটি অন্য কারণে গুরুত্বপূর্ণ। তাদের ১১ ম্যাচে ১৪ পয়েন্ট (নেট রানরেট ১.৪১৪)। বড় ব্যবধানে বরিশালকে হারালে তারা লিগের দ্বিতীয় সেরা দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করতে পারে। অন্যদিকে রংপুর রাইডার্স ১২ ম্যাচে ১৬ পয়েন্ট (নেট রানরেট ০.৫৯৬) নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৩ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৪ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে