আজকের পত্রিকা ডেস্ক

এক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
আজ মাঠে মুখোমুখি হচ্ছে না এ দুই দল। বিপিএলের ঢাকা শেষ পর্বে প্রতিদিনের মতো আজও দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স। আর পরের ম্যাচে চিটাগং কিংস খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। দুই দলই প্লে-অফ নিশ্চিত করায় দ্বিতীয় ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। তবে প্রথম ম্যাচটি খুলনার জন্য বাঁচা-মরার। প্লে-অফের শেষ টিকিটটি পেতে হলে ঢাকা ক্যাপিটালসকে জিততে হবে আজ।
খুলনা হেরে গেলে কিংবা ঢাকা ক্যাপিটালস খুলনার বিপক্ষে জিতে গেলে লাভবান হবে পারিশ্রমিক ইস্যুতে বিতর্কিত দুর্বার রাজশাহী। কারণ, খুলনার হারই শুধু প্লে-অফের শেষ টিকিটটি পাইয়ে দিতে পারে তাদের। লিগ পর্বে রাজশাহীর আর কোনো ম্যাচ না থাকায় দলটির ক্রিকেটারদের হোটেল ছাড়ার গুঞ্জন বাতাসে। তবে দলটির ক্রিকেটারদের চোখ ঠিকই থাকবে এই ম্যাচে। এই ম্যাচের ফলাফলের ওপর তাদের প্লে-অফে খেলার স্বপ্ন বাঁচবে।
বরিশাল-চিটাগংয়ের ম্যাচটি নিয়মরক্ষার হলেও তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালের জন্য এটি প্লে-অফের আগে নিজেদের শক্তি পরখ করার সুযোগ। প্লে-অফের আগে দলটিতে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের গতি তারকা অ্যাডাম মিলনে। চিটাগং কিংসের জন্য ম্যাচটি অন্য কারণে গুরুত্বপূর্ণ। তাদের ১১ ম্যাচে ১৪ পয়েন্ট (নেট রানরেট ১.৪১৪)। বড় ব্যবধানে বরিশালকে হারালে তারা লিগের দ্বিতীয় সেরা দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করতে পারে। অন্যদিকে রংপুর রাইডার্স ১২ ম্যাচে ১৬ পয়েন্ট (নেট রানরেট ০.৫৯৬) নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

এক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
আজ মাঠে মুখোমুখি হচ্ছে না এ দুই দল। বিপিএলের ঢাকা শেষ পর্বে প্রতিদিনের মতো আজও দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স। আর পরের ম্যাচে চিটাগং কিংস খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। দুই দলই প্লে-অফ নিশ্চিত করায় দ্বিতীয় ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। তবে প্রথম ম্যাচটি খুলনার জন্য বাঁচা-মরার। প্লে-অফের শেষ টিকিটটি পেতে হলে ঢাকা ক্যাপিটালসকে জিততে হবে আজ।
খুলনা হেরে গেলে কিংবা ঢাকা ক্যাপিটালস খুলনার বিপক্ষে জিতে গেলে লাভবান হবে পারিশ্রমিক ইস্যুতে বিতর্কিত দুর্বার রাজশাহী। কারণ, খুলনার হারই শুধু প্লে-অফের শেষ টিকিটটি পাইয়ে দিতে পারে তাদের। লিগ পর্বে রাজশাহীর আর কোনো ম্যাচ না থাকায় দলটির ক্রিকেটারদের হোটেল ছাড়ার গুঞ্জন বাতাসে। তবে দলটির ক্রিকেটারদের চোখ ঠিকই থাকবে এই ম্যাচে। এই ম্যাচের ফলাফলের ওপর তাদের প্লে-অফে খেলার স্বপ্ন বাঁচবে।
বরিশাল-চিটাগংয়ের ম্যাচটি নিয়মরক্ষার হলেও তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালের জন্য এটি প্লে-অফের আগে নিজেদের শক্তি পরখ করার সুযোগ। প্লে-অফের আগে দলটিতে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের গতি তারকা অ্যাডাম মিলনে। চিটাগং কিংসের জন্য ম্যাচটি অন্য কারণে গুরুত্বপূর্ণ। তাদের ১১ ম্যাচে ১৪ পয়েন্ট (নেট রানরেট ১.৪১৪)। বড় ব্যবধানে বরিশালকে হারালে তারা লিগের দ্বিতীয় সেরা দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করতে পারে। অন্যদিকে রংপুর রাইডার্স ১২ ম্যাচে ১৬ পয়েন্ট (নেট রানরেট ০.৫৯৬) নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৭ মিনিট আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ নাকি বৃষ্টিকাপ—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেভাবে বৃষ্টি বাগড়া দিচ্ছে, তাতে এমন প্রশ্ন দর্শকেরা করতেই পারেন। বুলাওয়েতে আজ আবহাওয়ার পূর্বাভাস সত্যি করেই বাংলাদেশ-নিউজিল্যান্ড যুব বিশ্বকাপের ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে শেষ পর্যন্ত জিতে গেছে বৃষ্টি।
২ ঘণ্টা আগে