
এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত দুই দলের অজেয় থাকার সৌভাগ্য হয়েছে। সেই দুটি দল হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। উভয় দলই চার ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে। তবে আজ থেকে আর সমানতালে চলা হবে না দুই দলের।
ধর্মশালায় আজ কোনো এক দলকে যে পরাজয় মেনে নিতে হবে। আর সেটা কার কপালে জুটবে তা ম্যাচ শেষেই জানা যাবে। তবে তার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
আগে বোলিং করার সিদ্ধান্তের বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। কোনো নির্দিষ্ট কারণ নেই, গতকাল এখানে অনুশীলন করায় আমরা মনে করছি কিছুটা শিশির পড়বে। পিচ দেখতে ভালো মনে হচ্ছে। আমরা রান তাড়া করে নিজেদের মোমেন্টাম ধরে রাখতে চাই।’
টস জিতলে নিউজিল্যান্ডও বোলিং করার সিদ্ধান্ত নিত বলে জানিয়েছেন টম লাথাম। কিউই অধিনায়ক বলেছেন, ‘আমরাও প্রথমে বোলিং করতাম। জানি শিশির আসবে। তবে যাই হোক, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মোমেন্টামটা ধরে রাখা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ একাদশে পরিবর্তন এনেছে ভারত। পরিবর্তনটা যে হবে তা আগেই জানা গিয়েছিল। তবে একটি নয়, দুটি পরিবর্তন করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় তাঁর বদলে আজ একাদশে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। আর শার্দূল ঠাকুরের জায়গায় এসেছেন মোহাম্মদ শামি। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি কিউইরা।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রিত বুমরা।
নিউজিল্যান্ডের একাদশ
টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত দুই দলের অজেয় থাকার সৌভাগ্য হয়েছে। সেই দুটি দল হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। উভয় দলই চার ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে। তবে আজ থেকে আর সমানতালে চলা হবে না দুই দলের।
ধর্মশালায় আজ কোনো এক দলকে যে পরাজয় মেনে নিতে হবে। আর সেটা কার কপালে জুটবে তা ম্যাচ শেষেই জানা যাবে। তবে তার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
আগে বোলিং করার সিদ্ধান্তের বিষয়ে ভারতীয় অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। কোনো নির্দিষ্ট কারণ নেই, গতকাল এখানে অনুশীলন করায় আমরা মনে করছি কিছুটা শিশির পড়বে। পিচ দেখতে ভালো মনে হচ্ছে। আমরা রান তাড়া করে নিজেদের মোমেন্টাম ধরে রাখতে চাই।’
টস জিতলে নিউজিল্যান্ডও বোলিং করার সিদ্ধান্ত নিত বলে জানিয়েছেন টম লাথাম। কিউই অধিনায়ক বলেছেন, ‘আমরাও প্রথমে বোলিং করতাম। জানি শিশির আসবে। তবে যাই হোক, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মোমেন্টামটা ধরে রাখা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ একাদশে পরিবর্তন এনেছে ভারত। পরিবর্তনটা যে হবে তা আগেই জানা গিয়েছিল। তবে একটি নয়, দুটি পরিবর্তন করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় তাঁর বদলে আজ একাদশে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। আর শার্দূল ঠাকুরের জায়গায় এসেছেন মোহাম্মদ শামি। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি কিউইরা।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রিত বুমরা।
নিউজিল্যান্ডের একাদশ
টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৭ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৪ ঘণ্টা আগে