ক্রীড়া ডেস্ক

অ্যাডভেঞ্চার, থ্রিলার—সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে কী ছিল না! পাঁচ ম্যাচের সিরিজে রান হয়েছে ৭১৮৭। ভেঙেচূড়ে গেছে অনেক রেকর্ড। মাঠের ক্রিকেটের বাইরেও তাক লাগানো ঘটনা ঘটেছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে। যার মধ্যে পুরস্কার বণ্টন নিয়ে আসল ঘটনা ফাঁস করেছেন দিনেশ কার্তিক।
৬ রানের নাটকীয় জয়ে গতকাল পঞ্চম দিনে ভারত পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ করল ২-২ ব্যবধানে। যদিও ম্যাচটা শেষ হতে পারত চতুর্থ দিনেই। কিন্তু ইংল্যান্ডের স্কোর যখন ৭৬.২ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান, বৃষ্টির বাগড়ায় খেলা সেখানে থেমে যায়। পঞ্চম দিনে ভারতের নাটকীয় জয়ের পর ক্রিকবাজে এক অনুষ্ঠানে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন কার্তিক। ভারতের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘যদি ম্যাচ গতকাল শেষ হতো (চতুর্থ দিনে), তাহলে শুবমান গিল ম্যান অব দ্য সিরিজ হতো। ব্রেন্ডন ম্যাককালাম বলেছিলেন গিলের কথা (সিরিজসেরা)। আথারটন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তার কাছে সব প্রশ্ন প্রস্তুত ছিল। শুবমান গিলের জন্যই ছিল সবকিছু।’
প্রথমে গিলের নাম বললেও ম্যাককালাম পরে সিরিজসেরা ক্রিকেটার হিসেবে মোহাম্মদ সিরাজকে বেছে নিতে চেয়েছিলেন। গতকাল শেষ দিনে হাতে ৪ উইকেট থাকার পরও ইংল্যান্ড যে ৩৫ রান করতে পারল না, তাতে কৃতিত্ব সিরাজেরই। শেষ ৪ উইকেটের মধ্যে তিনটিই নিয়েছেন সিরাজ। গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টেনেছেন সিরাজ। ক্রিকবাজে কার্তিক বলেন, ‘ব্রেন্ডন ম্যাককালাম ৪০ মিনিট, এক ঘণ্টার মধ্যে সবকিছু বদলে ফেলেন। তখন মোহাম্মদ সিরাজের নাম উল্লেখ করেন (ম্যান অব দ্য সিরিজ)। সিরাজের বোলিং তিনি (ম্যাককালাম) কতটা উপভোগ করেছেন, সেটা ম্যাচ শেষে বলেছেন।’
১৯০ রানে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সিরাজ। যেখানে দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে এই নিয়ে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন ভারতীয় এই পেসার। সিরাজকে নিয়ে ম্যাককালাম বলেন, ‘পেস বোলারের যে স্পিরিট থাকা দরকার, সেটা তার (সিরাজ) মধ্যে আছে। বল হাতে নিলেই সিরাজের হাতে শক্তি চলে আসে। সে যে স্পেলটা করেছে, সেটা এক সিরিজকে বদলে দিতে পারে। আসলেই সেটা হয়েছে।’
সিরিজ সর্বোচ্চ ৭৫৪ রান করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল। চার ফিফটির চারটিকেই সেঞ্চুরিতে পূর্ণ করেছেন তিনি। হ্যারি ব্রুকও পেয়েছেন সিরিজসেরার পুরস্কার। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে তিনি ৫৩.৪৪ গড় ও ৮১.৩৮ স্ট্রাইকরেটে ৪৮১ রান করেছেন ব্রুক। দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন তিনি। গিলের পর সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ রান করেছেন রুট। তিন সেঞ্চুরি ও এক ফিফটি এসেছে রুটের ব্যাট থেকে। গিল, রুটসহ ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৫০০-এর বেশি রান করেছেন চার ব্যাটার। লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা করেছেন ৫৩২ ও ৫১৬ রান।

অ্যাডভেঞ্চার, থ্রিলার—সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে কী ছিল না! পাঁচ ম্যাচের সিরিজে রান হয়েছে ৭১৮৭। ভেঙেচূড়ে গেছে অনেক রেকর্ড। মাঠের ক্রিকেটের বাইরেও তাক লাগানো ঘটনা ঘটেছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে। যার মধ্যে পুরস্কার বণ্টন নিয়ে আসল ঘটনা ফাঁস করেছেন দিনেশ কার্তিক।
৬ রানের নাটকীয় জয়ে গতকাল পঞ্চম দিনে ভারত পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ করল ২-২ ব্যবধানে। যদিও ম্যাচটা শেষ হতে পারত চতুর্থ দিনেই। কিন্তু ইংল্যান্ডের স্কোর যখন ৭৬.২ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান, বৃষ্টির বাগড়ায় খেলা সেখানে থেমে যায়। পঞ্চম দিনে ভারতের নাটকীয় জয়ের পর ক্রিকবাজে এক অনুষ্ঠানে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন কার্তিক। ভারতের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘যদি ম্যাচ গতকাল শেষ হতো (চতুর্থ দিনে), তাহলে শুবমান গিল ম্যান অব দ্য সিরিজ হতো। ব্রেন্ডন ম্যাককালাম বলেছিলেন গিলের কথা (সিরিজসেরা)। আথারটন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তার কাছে সব প্রশ্ন প্রস্তুত ছিল। শুবমান গিলের জন্যই ছিল সবকিছু।’
প্রথমে গিলের নাম বললেও ম্যাককালাম পরে সিরিজসেরা ক্রিকেটার হিসেবে মোহাম্মদ সিরাজকে বেছে নিতে চেয়েছিলেন। গতকাল শেষ দিনে হাতে ৪ উইকেট থাকার পরও ইংল্যান্ড যে ৩৫ রান করতে পারল না, তাতে কৃতিত্ব সিরাজেরই। শেষ ৪ উইকেটের মধ্যে তিনটিই নিয়েছেন সিরাজ। গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টেনেছেন সিরাজ। ক্রিকবাজে কার্তিক বলেন, ‘ব্রেন্ডন ম্যাককালাম ৪০ মিনিট, এক ঘণ্টার মধ্যে সবকিছু বদলে ফেলেন। তখন মোহাম্মদ সিরাজের নাম উল্লেখ করেন (ম্যান অব দ্য সিরিজ)। সিরাজের বোলিং তিনি (ম্যাককালাম) কতটা উপভোগ করেছেন, সেটা ম্যাচ শেষে বলেছেন।’
১৯০ রানে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সিরাজ। যেখানে দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে এই নিয়ে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন ভারতীয় এই পেসার। সিরাজকে নিয়ে ম্যাককালাম বলেন, ‘পেস বোলারের যে স্পিরিট থাকা দরকার, সেটা তার (সিরাজ) মধ্যে আছে। বল হাতে নিলেই সিরাজের হাতে শক্তি চলে আসে। সে যে স্পেলটা করেছে, সেটা এক সিরিজকে বদলে দিতে পারে। আসলেই সেটা হয়েছে।’
সিরিজ সর্বোচ্চ ৭৫৪ রান করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল। চার ফিফটির চারটিকেই সেঞ্চুরিতে পূর্ণ করেছেন তিনি। হ্যারি ব্রুকও পেয়েছেন সিরিজসেরার পুরস্কার। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে তিনি ৫৩.৪৪ গড় ও ৮১.৩৮ স্ট্রাইকরেটে ৪৮১ রান করেছেন ব্রুক। দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন তিনি। গিলের পর সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ রান করেছেন রুট। তিন সেঞ্চুরি ও এক ফিফটি এসেছে রুটের ব্যাট থেকে। গিল, রুটসহ ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৫০০-এর বেশি রান করেছেন চার ব্যাটার। লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা করেছেন ৫৩২ ও ৫১৬ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৪ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে