ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা আব্দুল্লাহ শফিকের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। তিন ওয়ানডেতে শূন্য রানে আউট হয়ে নাম লিখিয়েছেন বিব্রতকর রেকর্ডে। পাকিস্তানের ‘ডাকের রাজা’কে এবার একাদশ থেকেই বাদ দেওয়া হয়েছে।
সেঞ্চুরিয়নে আগামীকাল শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান প্রথম টেস্ট। এক দিন আগে আজ একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ধুঁকতে থাকা শফিককে একাদশে রাখেইনি পাকিস্তান। শফিকের জায়গায় ফিরেছেন বাবর আজম। বাবর সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের অক্টোবরে মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মোহাম্মদ রিজওয়ান। ব্যাটিং লাইনআপে মাসুদ, বাবর, রিজওয়ানের সঙ্গে থাকছেন সৌদ শাকিল, সালমান আলী আগা, সাইম আইয়ুব, কামরান গুলামরা। যাঁদের মধ্যে সালমান স্পিন বোলিং অলরাউন্ডার। আইয়ুব, গুলামের খণ্ডকালীন স্পিনও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। পেস আক্রমণে আছেন মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, আমির জামাল ও খুররম শেহজাদ। জামাল, নাসিম ব্যাটিংয়েও কার্যকরী হয়ে উঠতে পারেন।আব্বাস টেস্টে ফিরেছেন ৩ বছর পর। শেহজাদ সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। কেপটাউনে ৩ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। ৬৩.৩৩ শতাংশ সফলতার হার নিয়ে চক্রের পয়েন্ট তালিকার শীর্ষে প্রোটিয়ারা। সাতে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জানুয়ারিতে পাকিস্তানের আরও দুই টেস্ট এই চক্রে থাকছে ঠিকই। তবে এশিয়ার দলটির ফাইনাল খেলার কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ
শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, সৌদ শাকিল, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আব্বাস, খুররম শেহজাদ, আগা সালমান, নাসিম শাহ, আমির জামাল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা আব্দুল্লাহ শফিকের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। তিন ওয়ানডেতে শূন্য রানে আউট হয়ে নাম লিখিয়েছেন বিব্রতকর রেকর্ডে। পাকিস্তানের ‘ডাকের রাজা’কে এবার একাদশ থেকেই বাদ দেওয়া হয়েছে।
সেঞ্চুরিয়নে আগামীকাল শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান প্রথম টেস্ট। এক দিন আগে আজ একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ধুঁকতে থাকা শফিককে একাদশে রাখেইনি পাকিস্তান। শফিকের জায়গায় ফিরেছেন বাবর আজম। বাবর সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের অক্টোবরে মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মোহাম্মদ রিজওয়ান। ব্যাটিং লাইনআপে মাসুদ, বাবর, রিজওয়ানের সঙ্গে থাকছেন সৌদ শাকিল, সালমান আলী আগা, সাইম আইয়ুব, কামরান গুলামরা। যাঁদের মধ্যে সালমান স্পিন বোলিং অলরাউন্ডার। আইয়ুব, গুলামের খণ্ডকালীন স্পিনও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। পেস আক্রমণে আছেন মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, আমির জামাল ও খুররম শেহজাদ। জামাল, নাসিম ব্যাটিংয়েও কার্যকরী হয়ে উঠতে পারেন।আব্বাস টেস্টে ফিরেছেন ৩ বছর পর। শেহজাদ সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। কেপটাউনে ৩ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। ৬৩.৩৩ শতাংশ সফলতার হার নিয়ে চক্রের পয়েন্ট তালিকার শীর্ষে প্রোটিয়ারা। সাতে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জানুয়ারিতে পাকিস্তানের আরও দুই টেস্ট এই চক্রে থাকছে ঠিকই। তবে এশিয়ার দলটির ফাইনাল খেলার কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ
শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, সৌদ শাকিল, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আব্বাস, খুররম শেহজাদ, আগা সালমান, নাসিম শাহ, আমির জামাল

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে