
করোনায় আক্রান্ত হওয়ায় গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি মিচেল স্যান্টনার। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতে আবারও ধাক্কা খেল নিউজিল্যান্ড। টুর্নামেন্টের মাঝপথে পরিবর্তন আনা হয়েছে নিউজিল্যান্ড দলে।
নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেইন উইলিয়ামসনের পরিবর্তে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলার কথা ছিল জস ক্লার্কসনের। যেখানে উইলিয়ামসন তাঁর হাঁটুর চোটের অবস্থা পর্যবেক্ষণ করে দেবেন। তবে ক্লার্কসনের আর যোগ দেওয়া হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিসট্রিকটসের খেলারা সময় কাঁধে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। ক্লার্কসনের পরিবর্তে দলে এসেছেন উইল ইয়াং। হ্যামিল্টনে আগামীকাল নিউজিল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে দলে যোগ দেবেন ইয়াং।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন ইয়াং। ২০ গড় ও ১০২.৩৬ স্ট্রাইক রেটে করেন ২৬০ রান। দুটি ফিফটিও রয়েছে নিউজিল্যান্ডের জার্সিতে। এই সংস্করণে ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন দুবাইয়ে গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, স্বীকৃত টি-টোয়েন্টিসহ সব মিলে তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের গড় ও স্ট্রাইকরেট বেশি। ৯৮ টি-টোয়েন্টিতে ২৬.৪০ গড় ও ১৩৩.৩৯ স্ট্রাইক রেটে ২২৯৭ রান করেন। ১৪ ফিফটির সঙ্গে রয়েছে ২ সেঞ্চুরি।
অকল্যান্ডের ইডেন পার্কে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড করেছিল ৮ উইকেটে ২২৬ রান, যা পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো দলের সর্বোচ্চ স্কোর। রান তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয় ১৮০ রানে। নিউজিল্যান্ডের ৪৬ রানের জয়ের ম্যাচে করোনা আক্রান্ত স্যান্টনারকে আইসোলেশনে রাখা হয়েছে। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে সুস্থ হয়ে না উঠলে সেই ম্যাচের অধিনায়ক কে হবেন, সেটাই এখন দেখার বিষয়। কারণ উইলিয়ামসনের পরিবর্তে এর আগে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক ছিলেন স্যান্টনার। ১৪, ১৭, ১৯ ও ২১ হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের শেষ চার টি-টোয়েন্টি।

করোনায় আক্রান্ত হওয়ায় গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি মিচেল স্যান্টনার। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতে আবারও ধাক্কা খেল নিউজিল্যান্ড। টুর্নামেন্টের মাঝপথে পরিবর্তন আনা হয়েছে নিউজিল্যান্ড দলে।
নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেইন উইলিয়ামসনের পরিবর্তে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলার কথা ছিল জস ক্লার্কসনের। যেখানে উইলিয়ামসন তাঁর হাঁটুর চোটের অবস্থা পর্যবেক্ষণ করে দেবেন। তবে ক্লার্কসনের আর যোগ দেওয়া হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিসট্রিকটসের খেলারা সময় কাঁধে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। ক্লার্কসনের পরিবর্তে দলে এসেছেন উইল ইয়াং। হ্যামিল্টনে আগামীকাল নিউজিল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে দলে যোগ দেবেন ইয়াং।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন ইয়াং। ২০ গড় ও ১০২.৩৬ স্ট্রাইক রেটে করেন ২৬০ রান। দুটি ফিফটিও রয়েছে নিউজিল্যান্ডের জার্সিতে। এই সংস্করণে ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন দুবাইয়ে গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, স্বীকৃত টি-টোয়েন্টিসহ সব মিলে তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের গড় ও স্ট্রাইকরেট বেশি। ৯৮ টি-টোয়েন্টিতে ২৬.৪০ গড় ও ১৩৩.৩৯ স্ট্রাইক রেটে ২২৯৭ রান করেন। ১৪ ফিফটির সঙ্গে রয়েছে ২ সেঞ্চুরি।
অকল্যান্ডের ইডেন পার্কে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড করেছিল ৮ উইকেটে ২২৬ রান, যা পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো দলের সর্বোচ্চ স্কোর। রান তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয় ১৮০ রানে। নিউজিল্যান্ডের ৪৬ রানের জয়ের ম্যাচে করোনা আক্রান্ত স্যান্টনারকে আইসোলেশনে রাখা হয়েছে। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে সুস্থ হয়ে না উঠলে সেই ম্যাচের অধিনায়ক কে হবেন, সেটাই এখন দেখার বিষয়। কারণ উইলিয়ামসনের পরিবর্তে এর আগে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক ছিলেন স্যান্টনার। ১৪, ১৭, ১৯ ও ২১ হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের শেষ চার টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে