Ajker Patrika

এবার মোস্তাফিজকে কেনেনি আইপিএলের কোনো দল

ক্রীড়া ডেস্ক    
দল পাননি মোস্তাফিজুর রহমান। ছবি: বিসিসিআই
দল পাননি মোস্তাফিজুর রহমান। ছবি: বিসিসিআই

আলোচনায় থেকেও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন না মোস্তাফিজুর রহমান। ২০২৫ আইপিএলের মেগা নিলামে এই বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। আজ জেদ্দায় নিলামের দ্বিতীয় দিনে উঠে তাঁর নামও। কিন্তু তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

সবশেষ আইপিএলে মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চেন্নাইসহ এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে।

চেন্নাইয়ের হয়ে সবশেষ আইপিএলে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ। তার আগেও উজ্জ্বল ছিলেন তিনি। ২০১৬ সালে আইপিএলে নিজের অভিষেক মৌসুমে ওভারপ্রতি ৬.৯০ রান দিয়ে ১৭ উইকেট নিয়ে হায়দরাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

সেবার পেয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি। এখন পর্যন্ত এই পুরস্কার জয়ী একমাত্র বিদেশি ক্রিকেটার মোস্তাফিজ। ২০২১ আইপিএলে রাজস্থানের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন।

মোস্তাফিজের পাশাপাশি প্রথমবার আইপিএলের নিলামে থাকা রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত