Ajker Patrika

জিম্বাবুয়ের বিপক্ষে ২৯ রানের জন্য নতুন রেকর্ড করতে পারলেন না তিনি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ মে ২০২৫, ১৭: ৩০
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি ২৯ রানের জন্য করতে পারলেন না ওলি পোপ। ছবি: ক্রিকইনফো
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি ২৯ রানের জন্য করতে পারলেন না ওলি পোপ। ছবি: ক্রিকইনফো

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা এবার নটিংহামেই করেছেন ওলি পোপ। যেভাবে এগোচ্ছিলেন, তাতে ডাবল সেঞ্চুরিটাও পেতে পারতেন। কিন্তু সেই আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হলো ইংলিশ এই ক্রিকেটারের।

নটিংহামে সিরিজের একমাত্র টেস্ট দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২২ বছর পর মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-জিম্বাবুয়ে। শুধু তা-ই নয়, অবাক করার মতো তথ্য হলো ১৯৯৬ সাল থেকে শুরু করে নটিংহামে চলমান টেস্ট পর্যন্ত ক্রিকেটের রাজকীয় সংস্করণে তারা খেলছে সপ্তম ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড থেকে আজ পোপ বঞ্চিত হলেন ২৯ রানের জন্য। ১০০-এর বেশি স্ট্রাইকরেটে ১৭১ রান করে আউট হয়েছেন ইংলিশ এই ব্যাটার।

প্রথম ইনিংসে ৮৮ ওভারে ৩ উইকেটে ৪৯৮ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আর দিনের খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় স্বাগতিকেরা। ইনিংসের ৯০তম ওভারের দ্বিতীয় বলে পোপকে ফেরান তানাকা চিভাঙ্কা। অফস্টাম্পের অনেক বাইরের বল ড্রাইভ করতে যান পোপ। এজ হওয়া বল ক্যাচ ধরেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক তাফাদজোয়া সিগা। ১৬৬ বলে ২৪ চার ও ২ ছক্কায় ১৭১ রান করেন পোপ। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা ২৯ রানের জন্য পাওয়া হলো না তাঁর।

নটিংহাম টেস্টে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ৯৬.৩ ওভারে ৬ উইকেটে ৫৬৫ রানে। ৯৭তম ওভারের তৃতীয় বলে হ্যারি ব্রুককে জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি বোল্ড করার পরই ইংল্যান্ড ব্যস্ত হয়ে পড়ে ফিল্ডিংয়ের জন্য। ৫০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করেন ব্রুক। পোপসহ ইংল্যান্ডের তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন। অপর দুই ব্যাটার বেন ডাকেট ও জ্যাক ক্রলি করেছেন ১৪০ ও ১২৪ রান।

জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে মেজাজে রান তোলা শুরু করে। ৪.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান তুলে ফেলে দলটি। বেন কারেনকে (৬) ফিরিয়ে জুটি ভাঙেন ইংল্যান্ডের অভিষিক্ত পেসার স্যাম কুক। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৯৬.৩ ওভারে ১ উইকেটে ৭১ রান করেছে জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেগ আরভিন (৩০) ও ব্রায়ান বেনেট (৩৬) এখন উইকেটে আছেন। বেনেট ৩৮ বলে ৭ চারে করেছেন ৩৬ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত