ক্রীড়া ডেস্ক

ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি চূড়ান্ত, কিন্তু কোন ম্যাচ কোন ভেন্যুতে হবে তা জানানো হয়নি। এসিসির সভাপতি মহসিন নাকভি এক টুইটার পোস্টে আসন্ন টুর্নামেন্টের সূচি দিয়েছেন। পরে বিজ্ঞপ্তি আকারেও তা এসেছে সংবাদমাধ্যমের কাছে। তবে কোন ম্যাচ কোথায় হবে কোথাও তাঁর উল্লেখ নেই।
টুর্নামেন্টের সূচি নিয়ে যে এসিসির বিজ্ঞপ্তি দিয়েছে এসিসি, সেখানে নাকভির কথাও আছে। নাকভি বলেছেন, ‘২০২৫ ছেলেদের টি-টোয়েন্টি এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হওয়ায় এশিয়ার নানা প্রান্তের ভক্তরা একত্রিত হতে পারবেন এমন এক পরিবেশে, যা আমাদের অঞ্চলের বিস্ময়কর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। দর্শকেরা যখন এই টুর্নামেন্টের অবিস্মরণীয় লড়াইগুলো দেখতে একত্রিত হবেন, সেটি হবে ক্রিকেট ঐক্যের দারুণ এক সেতুবন্ধন।’
নাকভিও টুর্নামেন্টের ভেন্যু নিয়ে কিছু বলেনি। তবে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের দুই ভেন্যুতে হবে টুর্নামেন্ট। ভেন্যু দুটি হচ্ছে দুবাই ও আবুধাবি। ভেন্যু চূড়ান্তের আগে আয়োজক দেশের বোর্ডের সঙ্গে কথা বলার ব্যাপার-স্যাপার থাকায় হয়তো সূচির সঙ্গে ভেন্যুর উল্লেখ করা হয়নি। উল্লেখ করা হয়নি ম্যাচের সময়ও।
২টি গ্রুপে ভাগ হয়ে ৮টি দল খেলবে এশিয়া কাপে। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর বাংলাদেশের ‘বি’ গ্রুপের অন্য তিন দল হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টুর্নামেন্টের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। ওই ম্যাচের আগে তিন দিনের বিরতি পাবে ভারত। পাকিস্তান পাবে মাত্র এক দিন। সূচিতে ভারতকে তাই ‘সুবিধা’ দেওয়ার কথা বলছেন কেউ কেউ।

ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি চূড়ান্ত, কিন্তু কোন ম্যাচ কোন ভেন্যুতে হবে তা জানানো হয়নি। এসিসির সভাপতি মহসিন নাকভি এক টুইটার পোস্টে আসন্ন টুর্নামেন্টের সূচি দিয়েছেন। পরে বিজ্ঞপ্তি আকারেও তা এসেছে সংবাদমাধ্যমের কাছে। তবে কোন ম্যাচ কোথায় হবে কোথাও তাঁর উল্লেখ নেই।
টুর্নামেন্টের সূচি নিয়ে যে এসিসির বিজ্ঞপ্তি দিয়েছে এসিসি, সেখানে নাকভির কথাও আছে। নাকভি বলেছেন, ‘২০২৫ ছেলেদের টি-টোয়েন্টি এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হওয়ায় এশিয়ার নানা প্রান্তের ভক্তরা একত্রিত হতে পারবেন এমন এক পরিবেশে, যা আমাদের অঞ্চলের বিস্ময়কর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। দর্শকেরা যখন এই টুর্নামেন্টের অবিস্মরণীয় লড়াইগুলো দেখতে একত্রিত হবেন, সেটি হবে ক্রিকেট ঐক্যের দারুণ এক সেতুবন্ধন।’
নাকভিও টুর্নামেন্টের ভেন্যু নিয়ে কিছু বলেনি। তবে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের দুই ভেন্যুতে হবে টুর্নামেন্ট। ভেন্যু দুটি হচ্ছে দুবাই ও আবুধাবি। ভেন্যু চূড়ান্তের আগে আয়োজক দেশের বোর্ডের সঙ্গে কথা বলার ব্যাপার-স্যাপার থাকায় হয়তো সূচির সঙ্গে ভেন্যুর উল্লেখ করা হয়নি। উল্লেখ করা হয়নি ম্যাচের সময়ও।
২টি গ্রুপে ভাগ হয়ে ৮টি দল খেলবে এশিয়া কাপে। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর বাংলাদেশের ‘বি’ গ্রুপের অন্য তিন দল হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টুর্নামেন্টের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। ওই ম্যাচের আগে তিন দিনের বিরতি পাবে ভারত। পাকিস্তান পাবে মাত্র এক দিন। সূচিতে ভারতকে তাই ‘সুবিধা’ দেওয়ার কথা বলছেন কেউ কেউ।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৫ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৬ ঘণ্টা আগে