নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৫ বছর পর ওয়ানডে ম্যাচ খেলতে নামল বাংলাদেশ দল। দীর্ঘ সময় পর ওই মাঠে খেলতে নেমে, আগে ব্যাটিং করে রেকর্ড আর রেকর্ডের যেন ঢেউ তুললেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা।
মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। এর আগে ওই মাঠে তাদের সর্বোচ্চ স্কোর ছিল ৮ উইকেটে ৩০০ রান। সেটি ছাড়িয়ে এবার ৫ উইকেটে ৩৩৪ রান করল তারা। সব মিলিয়ে ওই স্টেডিয়ামে যৌথ পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ এটি।
এশিয়া কাপেও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এখন ৩৩৪। এত দিন এই টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ ছিল ৩২৬ রান। মিরপুরে ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে এই রান তুলেছিল বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ম্যাচে আবারও জোড়া সেঞ্চুরি দেখলেন সমর্থকেরা। মিরাজ ১১৯ বলে ১১২ রান করে অবসর নিলেন। ১০৫ বলে ১০৪ রান করলেন শান্ত।
তৃতীয় উইকেটে শান্ত-মিরাজ জুটি ১৯০ বলে যোগ করলেন ১৯৪ রান। ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটিও এখন এটি। সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটি। মিরাজ-শান্তদের রেকর্ড জুটির দিনে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ দেখল বাংলাদেশ।
ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৯ রান। দ্বিতীয়টি ৩৩৮ রান। দুটোই এই বছর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল তারা। কয়েক মাসের ব্যবধানে তৃতীয় সর্বোচ্চ ৩৩৪ রানও করলেন সাকিব আল হাসানরা।
রশিদ-ফারুকিদের ওপর তাণ্ডব চালিয়ে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহের নতুন রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম-শামীম হোসেনরা। আফগানদের বিপক্ষে গত বছর চট্টগ্রামে ৩০৬ রান করেছিল বাংলাদেশ। এবার সেটিও ছাড়িয়ে গেলেন তাঁরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৫ বছর পর ওয়ানডে ম্যাচ খেলতে নামল বাংলাদেশ দল। দীর্ঘ সময় পর ওই মাঠে খেলতে নেমে, আগে ব্যাটিং করে রেকর্ড আর রেকর্ডের যেন ঢেউ তুললেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা।
মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। এর আগে ওই মাঠে তাদের সর্বোচ্চ স্কোর ছিল ৮ উইকেটে ৩০০ রান। সেটি ছাড়িয়ে এবার ৫ উইকেটে ৩৩৪ রান করল তারা। সব মিলিয়ে ওই স্টেডিয়ামে যৌথ পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ এটি।
এশিয়া কাপেও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এখন ৩৩৪। এত দিন এই টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ ছিল ৩২৬ রান। মিরপুরে ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে এই রান তুলেছিল বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ম্যাচে আবারও জোড়া সেঞ্চুরি দেখলেন সমর্থকেরা। মিরাজ ১১৯ বলে ১১২ রান করে অবসর নিলেন। ১০৫ বলে ১০৪ রান করলেন শান্ত।
তৃতীয় উইকেটে শান্ত-মিরাজ জুটি ১৯০ বলে যোগ করলেন ১৯৪ রান। ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটিও এখন এটি। সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটি। মিরাজ-শান্তদের রেকর্ড জুটির দিনে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ দেখল বাংলাদেশ।
ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৯ রান। দ্বিতীয়টি ৩৩৮ রান। দুটোই এই বছর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল তারা। কয়েক মাসের ব্যবধানে তৃতীয় সর্বোচ্চ ৩৩৪ রানও করলেন সাকিব আল হাসানরা।
রশিদ-ফারুকিদের ওপর তাণ্ডব চালিয়ে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহের নতুন রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম-শামীম হোসেনরা। আফগানদের বিপক্ষে গত বছর চট্টগ্রামে ৩০৬ রান করেছিল বাংলাদেশ। এবার সেটিও ছাড়িয়ে গেলেন তাঁরা।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৬ মিনিট আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৪৪ মিনিট আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে