Ajker Patrika

আইসিসি থেকে চ্যাম্পিয়ন ভারত পেল প্রায় ৩০ কোটি টাকা, বাকিরা কত

ক্রীড়া ডেস্ক    
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের উদযাপন। ছবি: এএফপি
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের উদযাপন। ছবি: এএফপি

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। দুবাইয়ে গত রাতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো জিতল চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই ইভেন্ট জেতার পর রোহিত শর্মা, বিরাট কোহলিদের ব্যাংক অ্যাকাউন্টে যোগ হচ্ছে কোটি কোটি টাকা।

চ্যাম্পিয়ন হওয়ায় ভারত পাচ্ছে ২২ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি হিসেবে ২৭ কোটি ৬ লাখ টাকা। রোহিতের দল যেহেতু গ্রুপ পর্বের তিন ম্যাচসহ টানা পাঁচ ম্যাচ জিতে শিরোপা জিতেছে, তাতে যোগ হচ্ছে ১ কোটি ২৩ লাখ টাকা। কারণ, প্রতি ম্যাচ জয়ের জন্য ৩৪ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল (বাংলাদেশি ৪১ লাখ ৮ হাজার টাকা)। আর টুর্নামেন্টে অংশ নেওয়া আট দল ১ লাখ ২৫ হাজার ডলার করে পেয়েছে (১ কোটি ৫১ লাখ টাকা)। সব মিলে ভারত পাচ্ছে ২৯ কোটি ৮০ লাখ টাকা।

ভারতের পর স্বাভাবিকভাবেই দ্বিতীয় সর্বোচ্চ টাকা পাবে নিউজিল্যান্ড। রানার্সআপ কিউইরা ফাইনালের দিন পেয়েছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। গ্রুপ পর্বে দুই ম্যাচ জেতায় মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড পাচ্ছে আরও ৮২ লাখ ১৬ হাজার টাকা। অংশগ্রহণ ফি হিসেবে ১ কোটি ৫১ লাখ টাকা তো পাচ্ছেই। সব মিলিয়ে নিউজিল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে ১৫ কোটি ৮৬ লাখ টাকা।

দু্ই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাও পাচ্ছে কোটি কোটি টাকা। প্রোটিয়ারা পাচ্ছে ৯ কোটি ১০ লাখ টাকা এবং ৮ কোটি ৬৯ লাখ টাকা পাচ্ছে অস্ট্রেলিয়া। কারণ, দুই সেমিফাইনালিস্ট পাচ্ছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে (৬ কোটি ৭৭ লাখ টাকা)। আর অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে জিতেছে ১ ম্যাচ। গ্রুপ পর্বের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া-আফগানিস্তান এই ম্যাচ দুটি বৃষ্টির কারণে ফল দেখতে পারেনি। প্রোটিয়ারা দুই ম্যাচ জিতেছে গ্রুপ পর্বে।

টুর্নামেন্ট শেষে দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে থেকে শেষ করেছে চ্যাম্পিয়নস ট্রফি। কারণ, আফগানদের পয়েন্ট ৩। আর বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই পয়েন্ট ১। নেট রানরেটের কারণে পাকিস্তানের চেয়ে এগিয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। কোনো পয়েন্ট না পাওয়ায় ইংল্যান্ডের অবস্থান অষ্টম।

আয়োজক পাকিস্তান, জস বাটলারের ইংল্যান্ড দুই দলই পাবে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল দুটির প্রত্যেকেই পাচ্ছে ১ কোটি ৭০ লাখ টাকা করে। পাশাপাশি অংশগ্রহণ ফি ১ কোটি ৫১ লাখ টাকা যোগ করলে ৩ কোটি ছাড়িয়ে যায়। আফগানিস্তান ও বাংলাদেশ পাচ্ছে ৬ কোটি ১৫ লাখ টাকা ও ৫ কোটি ৭৪ লাখ টাকা। ষষ্ঠ থেকে অষ্টম স্থানে থাকা বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড তিন দলের কেউই কোনো ম্যাচ জেতেনি। তবে রাওয়ালপিন্ডিতে গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়ে যায়। আর আফগানিস্তান প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছে।

নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে গত রাতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ—এক বার করে শিরোপা জিতেছে। ২০০২ সালে ভারত-শ্রীলঙ্কা যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতকে হারিয়ে ২০০০ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল নিউজিল্যান্ড। দুবাইয়ে গত রাতে ভারত নিল ২৫ বছরের বদলা। আর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি থেকে কে কত টাকা পেল

অর্থ পুরস্কার (টাকা)

ভারত ২৯ কোটি ৮০ লাখ

নিউজিল্যান্ড ১৫ কোটি ৮৬ লাখ

দক্ষিণ আফ্রিকা ৯ কোটি ১০ লাখ

অস্ট্রেলিয়া ৮ কোটি ৬৯ লাখ

আফগানিস্তান ৬ কোটি ১৫ লাখ

বাংলাদেশ ৫ কোটি ৭৪ লাখ

পাকিস্তান ৩ কোটি ২১ লাখ

ইংল্যান্ড ৩ কোটি ২১ লাখ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত