
অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে দুই দিনই রাজত্ব করেছে অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করছেন স্বাগতিক ক্রিকেটারেরা। দ্বিতীয় দিন শেষে ৪০৯ রানে এগিয়ে আছে অজিরা।
৩ উইকেটে ৩৩০ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অজিদের চতুর্থ উইকেট পড়েছে ৪২৮ রানে। তাতে ভেঙে যায় লাবুশেন-স্মিথের ২৯৭ রানের মহাকাব্যিক জুটি। ১৬৩ রান করা লাবুশেনের উইকেট নেন ডেভন থমাস। লাবুশেনের পর হেডও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন হেড। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার ১৭৫ রান করে কাটা পড়েছেন রান আউটের ফাঁদে। যা অজিদের ইনিংসের সর্বোচ্চ স্কোর। ৪৪২ রানে ৫ উইকেট পড়ার পর উইকেটে আসেন অ্যালেক্স ক্যারি। ৫৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন ক্যারি। ৭ উইকেটে ৫১১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন থমাস ও আলজারি জোসেফ।
অস্ট্রেলিয়ার ৫১১ এর জবাবে দুই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও ত্যাগনারায়ণ চন্দরপাল। তবে দলীয় ৩৫ রানেই ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। ১৯ রান করা ব্রাথওয়েটকে ফিরিয়ে দেন মাইকেল নেসের। তিন নম্বরে ব্যাটিং করতে নামা শামার ব্রুকসকেও দ্রুত ফিরিয়ে দেন নেসের। এরপর জার্মেইন ব্ল্যাকউডকে ফিরিয়ে দেন নাথান লায়ন। তাতে ৫০ রানেই উইন্ডিজরা হারিয়ে বসে ৩ উইকেট। ৪র্থ উইকেটে ত্যাগনারায়ণ-থমাস করেন ৪০ রানের জুটি। দিনের শেষভাগে এসে থমাসকে ফিরিয়ে এই জুটি ভেঙে দেন ক্যামেরন গ্রিন। ৪ উইকেটে ১০২ রানে দ্বিতীয় দিন শেষ করে ক্যারিবীয়রা। ত্যাগনারায়ণ অপরাজিত আছেন ৪৭ রান করে এবং অ্যান্ডারসন ফিলিপ অপরাজিত আছেন ১ রান করে।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে দুই দিনই রাজত্ব করেছে অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করছেন স্বাগতিক ক্রিকেটারেরা। দ্বিতীয় দিন শেষে ৪০৯ রানে এগিয়ে আছে অজিরা।
৩ উইকেটে ৩৩০ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অজিদের চতুর্থ উইকেট পড়েছে ৪২৮ রানে। তাতে ভেঙে যায় লাবুশেন-স্মিথের ২৯৭ রানের মহাকাব্যিক জুটি। ১৬৩ রান করা লাবুশেনের উইকেট নেন ডেভন থমাস। লাবুশেনের পর হেডও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন হেড। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার ১৭৫ রান করে কাটা পড়েছেন রান আউটের ফাঁদে। যা অজিদের ইনিংসের সর্বোচ্চ স্কোর। ৪৪২ রানে ৫ উইকেট পড়ার পর উইকেটে আসেন অ্যালেক্স ক্যারি। ৫৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন ক্যারি। ৭ উইকেটে ৫১১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন থমাস ও আলজারি জোসেফ।
অস্ট্রেলিয়ার ৫১১ এর জবাবে দুই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও ত্যাগনারায়ণ চন্দরপাল। তবে দলীয় ৩৫ রানেই ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। ১৯ রান করা ব্রাথওয়েটকে ফিরিয়ে দেন মাইকেল নেসের। তিন নম্বরে ব্যাটিং করতে নামা শামার ব্রুকসকেও দ্রুত ফিরিয়ে দেন নেসের। এরপর জার্মেইন ব্ল্যাকউডকে ফিরিয়ে দেন নাথান লায়ন। তাতে ৫০ রানেই উইন্ডিজরা হারিয়ে বসে ৩ উইকেট। ৪র্থ উইকেটে ত্যাগনারায়ণ-থমাস করেন ৪০ রানের জুটি। দিনের শেষভাগে এসে থমাসকে ফিরিয়ে এই জুটি ভেঙে দেন ক্যামেরন গ্রিন। ৪ উইকেটে ১০২ রানে দ্বিতীয় দিন শেষ করে ক্যারিবীয়রা। ত্যাগনারায়ণ অপরাজিত আছেন ৪৭ রান করে এবং অ্যান্ডারসন ফিলিপ অপরাজিত আছেন ১ রান করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৫ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে