নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিবি সভাপতি ফারুক আহমেদ একাধিকবার জানিয়েছেন, এবার বিপিএল আয়োজনে যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে তাঁদের। দুই মাস আগে দেশের ক্ষমতার পটপরিবর্তন হওয়ার পর বর্তমান পরিস্থিতিতে কিছু সীমাবদ্ধতার মধ্যেই তাঁদের বিপিএল আয়োজন করতে হচ্ছে। আর সেটির সবচেয়ে বড় প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারিশ্রমিকে।
১৪ অক্টোবর হতে যাওয়া বিপিএল ড্রাফটের আগে খেলোয়াড়দের পারিশ্রমিক তালিকায় দেখা যাচ্ছে ‘এ’ শ্রেণিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ৬০ লাখ টাকা। গতবার এই শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা। এবার ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক কমেছে ২০ লাখ টাকা। এই শ্রেণিতে আছেন দেশের সব তারকা ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়ের সঙ্গে এবার এই শ্রেণিতে চমক হচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
এরই মধ্যে ‘এ’ শ্রেণিতে থাকা ক্রিকেটারদের কেউ কেউ সরাসরি চুক্তিতে দল চূড়ান্ত করে ফেলেছেন। সাকিব যেমন চিটাগং কিংস, ফরচুন বরিশালে তামিম, ঢাকায় মোস্তাফিজুর রহমান নাম লিখিয়েছেন। খেলোয়াড়দের ক্যাটাগরি একটি কমিয়ে এবার ছয়টি করেছে বিসিবি। ‘বি’ ক্যাটাগরিতে ৫০ লাখ থেকে হয়েছে ৪০ লাখ টাকা, ‘সি’ শ্রেণিতে ৩০ লাখ থেকে করা হয়েছে ২৫ লাখ টাকা। ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ শ্রেণির পারিশ্রমিক আগের মতোই ২০, ১৫ ও ১০ লাখ টাকা রাখা হয়েছে।
ড্রাফটের জন্য ৬টি শ্রেণিতে ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়ের নাম চূড়ান্ত করেছে বিসিবি। চূড়ান্ত হয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজিও। কুমিল্লা ভিক্টোরিয়ানসের জায়গায় এবার নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। নতুন নামে এসেছে ঢাকা আর চিটাগং। বাকি চারটি দল পুরোনো। আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের ১১তম পর্ব।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ একাধিকবার জানিয়েছেন, এবার বিপিএল আয়োজনে যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে তাঁদের। দুই মাস আগে দেশের ক্ষমতার পটপরিবর্তন হওয়ার পর বর্তমান পরিস্থিতিতে কিছু সীমাবদ্ধতার মধ্যেই তাঁদের বিপিএল আয়োজন করতে হচ্ছে। আর সেটির সবচেয়ে বড় প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারিশ্রমিকে।
১৪ অক্টোবর হতে যাওয়া বিপিএল ড্রাফটের আগে খেলোয়াড়দের পারিশ্রমিক তালিকায় দেখা যাচ্ছে ‘এ’ শ্রেণিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ৬০ লাখ টাকা। গতবার এই শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা। এবার ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক কমেছে ২০ লাখ টাকা। এই শ্রেণিতে আছেন দেশের সব তারকা ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়ের সঙ্গে এবার এই শ্রেণিতে চমক হচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
এরই মধ্যে ‘এ’ শ্রেণিতে থাকা ক্রিকেটারদের কেউ কেউ সরাসরি চুক্তিতে দল চূড়ান্ত করে ফেলেছেন। সাকিব যেমন চিটাগং কিংস, ফরচুন বরিশালে তামিম, ঢাকায় মোস্তাফিজুর রহমান নাম লিখিয়েছেন। খেলোয়াড়দের ক্যাটাগরি একটি কমিয়ে এবার ছয়টি করেছে বিসিবি। ‘বি’ ক্যাটাগরিতে ৫০ লাখ থেকে হয়েছে ৪০ লাখ টাকা, ‘সি’ শ্রেণিতে ৩০ লাখ থেকে করা হয়েছে ২৫ লাখ টাকা। ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ শ্রেণির পারিশ্রমিক আগের মতোই ২০, ১৫ ও ১০ লাখ টাকা রাখা হয়েছে।
ড্রাফটের জন্য ৬টি শ্রেণিতে ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়ের নাম চূড়ান্ত করেছে বিসিবি। চূড়ান্ত হয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজিও। কুমিল্লা ভিক্টোরিয়ানসের জায়গায় এবার নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। নতুন নামে এসেছে ঢাকা আর চিটাগং। বাকি চারটি দল পুরোনো। আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের ১১তম পর্ব।

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
২ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৩ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৪ ঘণ্টা আগে