নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জয়ের ধারা ধরে রাখতে পারল না বাংলাদেশ। চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে স্বাগতিকেরা। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর শেষ টি-টোয়েন্টিতে সেটা ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশ। আজ জিতে ধবলধোলাই এড়িয়েছে আয়ারল্যান্ড।
বাংলাদেশের দেওয়া ১২৫ রানের লক্ষ্য আয়ারল্যান্ড ওভার হাতে রেখে তাড়া করে ফেলেছে আয়ারল্যান্ড। দলের জয় মূলত সহজ করে দিয়েছেন অধিনায়ক পল স্টার্লিং। ৪১ বলে ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন স্টার্লিং। তাঁর ইনিংসটা সাজানো ১০ চার ও ৪ ছক্কায়। তাঁকে আউট করে অভিষেক ম্যাচে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি উইকেট পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারের ৪ বল আগেই বাংলাদেশ অলআউট হয়েছে ১২৪ রানে। ধবলধোলাই এড়াতে হলে আইরিশদের করতে হবে ১২৫ রান। এদিন পাওয়ার প্লের মধ্যেই ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। একে একে আউট হন লিটন দাস (৫), নাজমুল হোসেন শান্ত (৪), রনি তালুকদার (১৪) ও সাকিব আল হাসান (৬)। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকেরা। উল্টো নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে।
সুবিধা করতে পারেননি তাওহীদ হৃদয় (১২)। খাদের কিনারা থেকে শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে দলকে টেনে তুলতে চেষ্টা করেন অভিষিক্ত রিশাদ হোসেন। দুজনের জুটিতে যোগ হয় ২০ রান। এক ছক্কায় ৮ রান করে আউট হন রিশাদ। তবে অষ্টম উইকেটে নাসুম আহমেদকে নিয়ে বোলারদের জন্য লড়াইয়ের পুঁজি এনে দেন শামীম।
শামীম-নাসুমের জুটিতে যোগ হয় ৩৩ রান। শামীমকে দারুণ সঙ্গ দেওয়া নাসুম ১৭ বলে এক চারে ১৩ রান করে আউট হন। তবে এক প্রান্তে সময়োপযোগী দুর্দান্ত এক ইনিংস খেলেছে শামীম। শেষ দ্বিতীয় বলে আউট হওয়ার আগে ৫১ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই প্রথম ফিফটি শামীমের। ৪২ বলের ইনিংসটি সাজানো ৫ চার ও ২ ছক্কায়। শেষ পর্যন্ত ইনিংসটা অবশ্য দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি।

জয়ের ধারা ধরে রাখতে পারল না বাংলাদেশ। চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে স্বাগতিকেরা। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর শেষ টি-টোয়েন্টিতে সেটা ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশ। আজ জিতে ধবলধোলাই এড়িয়েছে আয়ারল্যান্ড।
বাংলাদেশের দেওয়া ১২৫ রানের লক্ষ্য আয়ারল্যান্ড ওভার হাতে রেখে তাড়া করে ফেলেছে আয়ারল্যান্ড। দলের জয় মূলত সহজ করে দিয়েছেন অধিনায়ক পল স্টার্লিং। ৪১ বলে ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন স্টার্লিং। তাঁর ইনিংসটা সাজানো ১০ চার ও ৪ ছক্কায়। তাঁকে আউট করে অভিষেক ম্যাচে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি উইকেট পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারের ৪ বল আগেই বাংলাদেশ অলআউট হয়েছে ১২৪ রানে। ধবলধোলাই এড়াতে হলে আইরিশদের করতে হবে ১২৫ রান। এদিন পাওয়ার প্লের মধ্যেই ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। একে একে আউট হন লিটন দাস (৫), নাজমুল হোসেন শান্ত (৪), রনি তালুকদার (১৪) ও সাকিব আল হাসান (৬)। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকেরা। উল্টো নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে।
সুবিধা করতে পারেননি তাওহীদ হৃদয় (১২)। খাদের কিনারা থেকে শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে দলকে টেনে তুলতে চেষ্টা করেন অভিষিক্ত রিশাদ হোসেন। দুজনের জুটিতে যোগ হয় ২০ রান। এক ছক্কায় ৮ রান করে আউট হন রিশাদ। তবে অষ্টম উইকেটে নাসুম আহমেদকে নিয়ে বোলারদের জন্য লড়াইয়ের পুঁজি এনে দেন শামীম।
শামীম-নাসুমের জুটিতে যোগ হয় ৩৩ রান। শামীমকে দারুণ সঙ্গ দেওয়া নাসুম ১৭ বলে এক চারে ১৩ রান করে আউট হন। তবে এক প্রান্তে সময়োপযোগী দুর্দান্ত এক ইনিংস খেলেছে শামীম। শেষ দ্বিতীয় বলে আউট হওয়ার আগে ৫১ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই প্রথম ফিফটি শামীমের। ৪২ বলের ইনিংসটি সাজানো ৫ চার ও ২ ছক্কায়। শেষ পর্যন্ত ইনিংসটা অবশ্য দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি এখন শুধুই আর দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। বল গড়িয়েছে রাষ্ট্রের কোর্টে। বাংলাদেশ সরকারের অন্তত তিনজন উপদেষ্টা এ বিষয়ে গত দুই দিনে এ নিয়ে কথা বলেছেন। ক্রীড়া উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়ে
৭ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ম্যাচের ২১ মিনিটে। মনিকা চাকমাকে পেছন থেকে ফেলে দেন সাবিত্রি ত্রিপুরা। রেফারি অবশ্য ফাউলের বাঁশি বাজাননি। তবে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা।
১০ ঘণ্টা আগে
শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল ঢাকা ক্যাপিটালসের। জয়ের জন্য মোস্তাফিজুর রহমান ছাড়া আর কেইবা বড় ভরসা হতে পারত রংপুর রাইডার্সের। বাঁহাতি এই পেসারের আইপিএলে বাদ পড়া নিয়ে বর্তমানে উত্তাল দেশের ক্রিকেট। মাঠের বাইরের ঘটনা অবশ্য মাঠের ভেতর প্রভাব পড়তে দেননি। একইসঙ্গে নিরাশ করেননি রংপুরকে।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে