ক্রীড়া ডেস্ক

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দারুণ খেলছে। শ্রীলঙ্কায় সিরিজ ড্র, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জয়—বাংলাদেশের যুবাদের জয়যাত্রা চলছেই। তামিমদের এবারের গন্তব্য ইংল্যান্ড।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল দল ঘোষণা করেছে। তামিমকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দেওয়া আছে। এই ১৫ ক্রিকেটারের সঙ্গে আছেন ৫ স্ট্যান্ডবাই ক্রিকেটার। মূল ১৫ জনের দলে পরিচিত ক্রিকেটাররাই আছেন। টপ অর্ডারে তামিমের সঙ্গে থাকছেন জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকীর মতো ব্যাটাররা। তামিমের মতো তাঁরাও নিয়মিত রান করছেন। বাংলাদেশ অধিনায়কের খণ্ডকালীন স্পিন বোলিং কার্যকরী হয়ে উঠতে পারে।
ইংল্যান্ড সিরিজের দলে আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল। অলরাউন্ডার, বোলিং লাইনআপও শক্তিশালী। সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেনের মতো অলরাউন্ডার আছেন ইংল্যান্ড সিরিজের দলে। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গত মাসে হওয়া অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে রিজান ৭ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। সেই সিরিজে করেন ১৮২ রান। যার মধ্যে হারারে স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। শিরোপা নির্ধারণী ম্যাচে ৯৫ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।
ইংল্যান্ড সিরিজে লেগস্পিনার স্বাধীন ইসলামের সঙ্গে সাদ ইসলাম রাজিন, সানজিদ মজুমদার, আল ফাহাদের মতো পেসাররা আছেন। গত মাসে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নেন আল ফাহাদ। ৫ সেপ্টেম্বর লাফবোরোতে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ৭ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর ব্রিস্টলে হবে তৃতীয় ওয়ানডে। সিরিজের শেষ দুই ওয়ানডের ভেন্যু বেকেনহাম। ১২ ও ১৪ সেপ্টেম্বর হবে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে।
ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম (অধিনায়ক), সামিউন বশির, দেবাশীষ সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম, ফারহান শাহরিয়ার
স্ট্যান্ডবাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান, মোহাম্মদ সবুজ

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দারুণ খেলছে। শ্রীলঙ্কায় সিরিজ ড্র, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জয়—বাংলাদেশের যুবাদের জয়যাত্রা চলছেই। তামিমদের এবারের গন্তব্য ইংল্যান্ড।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল দল ঘোষণা করেছে। তামিমকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দেওয়া আছে। এই ১৫ ক্রিকেটারের সঙ্গে আছেন ৫ স্ট্যান্ডবাই ক্রিকেটার। মূল ১৫ জনের দলে পরিচিত ক্রিকেটাররাই আছেন। টপ অর্ডারে তামিমের সঙ্গে থাকছেন জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকীর মতো ব্যাটাররা। তামিমের মতো তাঁরাও নিয়মিত রান করছেন। বাংলাদেশ অধিনায়কের খণ্ডকালীন স্পিন বোলিং কার্যকরী হয়ে উঠতে পারে।
ইংল্যান্ড সিরিজের দলে আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল। অলরাউন্ডার, বোলিং লাইনআপও শক্তিশালী। সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেনের মতো অলরাউন্ডার আছেন ইংল্যান্ড সিরিজের দলে। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গত মাসে হওয়া অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে রিজান ৭ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। সেই সিরিজে করেন ১৮২ রান। যার মধ্যে হারারে স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। শিরোপা নির্ধারণী ম্যাচে ৯৫ রানের পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।
ইংল্যান্ড সিরিজে লেগস্পিনার স্বাধীন ইসলামের সঙ্গে সাদ ইসলাম রাজিন, সানজিদ মজুমদার, আল ফাহাদের মতো পেসাররা আছেন। গত মাসে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নেন আল ফাহাদ। ৫ সেপ্টেম্বর লাফবোরোতে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ৭ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর ব্রিস্টলে হবে তৃতীয় ওয়ানডে। সিরিজের শেষ দুই ওয়ানডের ভেন্যু বেকেনহাম। ১২ ও ১৪ সেপ্টেম্বর হবে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে।
ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম (অধিনায়ক), সামিউন বশির, দেবাশীষ সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম, ফারহান শাহরিয়ার
স্ট্যান্ডবাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান, মোহাম্মদ সবুজ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
২ ঘণ্টা আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
৩ ঘণ্টা আগে