
শ্রীলঙ্কাকে কাঁদিয়েই সবশেষ ২০২২ সালে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। লঙ্কানদের সামনে এবার প্রতিশোধের মিশন। ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শিরোপা নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে নেমেছে শ্রীলঙ্কা।
নারী এশিয়া কাপের ফাইনালে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। শিরোপা ধরে রাখার লড়াইয়ে একাদশে কোনো পরিবর্তন আনেনি। ভারতের ব্যাটিং লাইন আপে অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে থাকছেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মার মতো তারকা ব্যাটাররা। উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। অলরাউন্ডার দীপ্তি শর্মা আছেন ভারতের শিরোপা ধরে রাখার অভিযানে।
শ্রীলঙ্কা এবার নামছে নারী এশিয়া কাপে প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। ফাইনালে একটি পরিবর্তন এনেছে লঙ্কানরা। আচিনি কুলাসুরিয়ার পরিবর্তে শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশে এসেছেন সাচিনি নিশানসালা। ওপেনিংয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু আছেন দারুণ ছন্দে। নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে প্রথম সেঞ্চুরি এবারই দেখা গেছে আতাপাত্তুর ব্যাটে। বোলিংয়ে ইনোশি প্রিয়দর্শিনী, উদেশিকা প্রবোধনিরা দারুণ খেলছেন এবারের এশিয়া কাপে।
নারী এশিয়া কাপ মানেই যেন ভারতের শিরোপা। প্রথম আট আসরের মধ্যে সাতবার শিরোপা জিতেছে ভারতের নারী ক্রিকেট দল। বাকি একটি শিরোপা ২০১৮ সালে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছয় বছর আগে কুয়ালালামপুরে নারী এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত।
ভারতের একাদশ
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, উমা ছেত্রী, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেনুকা সিং, দীপ্তি শর্মা
শ্রীলঙ্কার একাদশ
চামারি আতাপাত্তু (অধিনায়ক), ভিশমি গুনারত্নে, হারশিতা সামারাবিক্রমা, হাশিনি পেরেরা, আনুষ্কা সঞ্জীবনী, কাভিশা দিলহারি, নিলাক্ষী ডি সিলভা, ইনোশি প্রিয়দর্শিনী, উদেশিকা প্রবোধনি, সুগন্দিকা কুমারী, সাচিনি নিশানসালা

শ্রীলঙ্কাকে কাঁদিয়েই সবশেষ ২০২২ সালে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। লঙ্কানদের সামনে এবার প্রতিশোধের মিশন। ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শিরোপা নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে নেমেছে শ্রীলঙ্কা।
নারী এশিয়া কাপের ফাইনালে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। শিরোপা ধরে রাখার লড়াইয়ে একাদশে কোনো পরিবর্তন আনেনি। ভারতের ব্যাটিং লাইন আপে অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে থাকছেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মার মতো তারকা ব্যাটাররা। উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। অলরাউন্ডার দীপ্তি শর্মা আছেন ভারতের শিরোপা ধরে রাখার অভিযানে।
শ্রীলঙ্কা এবার নামছে নারী এশিয়া কাপে প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। ফাইনালে একটি পরিবর্তন এনেছে লঙ্কানরা। আচিনি কুলাসুরিয়ার পরিবর্তে শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশে এসেছেন সাচিনি নিশানসালা। ওপেনিংয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু আছেন দারুণ ছন্দে। নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে প্রথম সেঞ্চুরি এবারই দেখা গেছে আতাপাত্তুর ব্যাটে। বোলিংয়ে ইনোশি প্রিয়দর্শিনী, উদেশিকা প্রবোধনিরা দারুণ খেলছেন এবারের এশিয়া কাপে।
নারী এশিয়া কাপ মানেই যেন ভারতের শিরোপা। প্রথম আট আসরের মধ্যে সাতবার শিরোপা জিতেছে ভারতের নারী ক্রিকেট দল। বাকি একটি শিরোপা ২০১৮ সালে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছয় বছর আগে কুয়ালালামপুরে নারী এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত।
ভারতের একাদশ
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, উমা ছেত্রী, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেনুকা সিং, দীপ্তি শর্মা
শ্রীলঙ্কার একাদশ
চামারি আতাপাত্তু (অধিনায়ক), ভিশমি গুনারত্নে, হারশিতা সামারাবিক্রমা, হাশিনি পেরেরা, আনুষ্কা সঞ্জীবনী, কাভিশা দিলহারি, নিলাক্ষী ডি সিলভা, ইনোশি প্রিয়দর্শিনী, উদেশিকা প্রবোধনি, সুগন্দিকা কুমারী, সাচিনি নিশানসালা

তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
৩১ মিনিট আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
২ ঘণ্টা আগে