
জুয়াড়ির প্রস্তাব পাওয়ার কথা গোপন করায় সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রান্ডন টেলর। আজ এক বিবৃতিতে জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের এই শাস্তির কথা জানিয়েছে আইসিসি। এই সময় কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তিনি।
২০১৯ সালের অক্টোবরে ভারতীয় এক ব্যবসায়ীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় টেলরের। সেই ব্যবসায়ীর কাছ থেকে ডলারও নিয়েছিলেন তিনি। পরে অবশ্য পুরো ব্যাপারটি আইসিসির কাছে তুলে ধরেন টেলর। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, যার জন্য এই নিষেধাজ্ঞায় পড়তে হলো তাঁকে। কদিন আগে সবকিছু স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দেন টেলর। সেটার সূত্র ধরে এল শাস্তির ঘোষণা। টেলর নিজেও জানিয়েছিলেন, আইসিসির রীতি অনুযায়ী নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন তিনি।
টেলরের ভাষ্যমতে, ওই ভারতীয় ব্যবসায়ী তাঁকে পৃষ্ঠপোষকতা করার প্রস্তাব দেন। একই সঙ্গে জিম্বাবুয়েতে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথাও জানান। এ জন্য টেলরকে ১৫ হাজার ডলার (প্রায় ১৩ লাখ টাকা) দেওয়ার প্রস্তাব দেন তিনি। ভয়ে থাকলেও জুয়াড়ির প্রস্তাব ফেলতে পারেননি টেলর।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেডসি) আর্থিক দুরবস্থাও তাঁকে প্রস্তাবে রাজি হতে বাধ্য করেছিল বলে জানান টেলর। তাঁর দেওয়া তথ্যমতে, বোর্ড থেকে ছয় মাসের বেতন বকেয়া ছিল খেলোয়াড়দের। অবস্থা এতটাই সঙিন ছিল যে, জিম্বাবুয়ে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবে কি না, সে বিষয়ে সন্দিহান ছিলেন টেলর। সবকিছু চিন্তা করে ব্যবসায়ীর ফাঁদে পা দিয়ে একটা নৈশভোজে যান তিনি।
নৈশভোজ শেষে টেলরকে সরাসরি কোকেন সেবনের প্রস্তাব দেন সেই ব্যবসায়ী। ফাঁদটা তৈরি হয় সেই মুহূর্তে। টেলরের কোকেন সেবনের দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করেন জুয়াড়ি। পরে সেই ভিডিও ফুটেজ দেখিয়ে তাঁকে স্পট ফিক্সিংয়ে বাধ্য করলে ঘটনা আইসিসিকে জানান টেলর। শাস্তির কথা মাথায় নিয়ে সেটা মেনে নেওয়ার কথাও জানান সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক।

জুয়াড়ির প্রস্তাব পাওয়ার কথা গোপন করায় সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রান্ডন টেলর। আজ এক বিবৃতিতে জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের এই শাস্তির কথা জানিয়েছে আইসিসি। এই সময় কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তিনি।
২০১৯ সালের অক্টোবরে ভারতীয় এক ব্যবসায়ীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় টেলরের। সেই ব্যবসায়ীর কাছ থেকে ডলারও নিয়েছিলেন তিনি। পরে অবশ্য পুরো ব্যাপারটি আইসিসির কাছে তুলে ধরেন টেলর। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, যার জন্য এই নিষেধাজ্ঞায় পড়তে হলো তাঁকে। কদিন আগে সবকিছু স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দেন টেলর। সেটার সূত্র ধরে এল শাস্তির ঘোষণা। টেলর নিজেও জানিয়েছিলেন, আইসিসির রীতি অনুযায়ী নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন তিনি।
টেলরের ভাষ্যমতে, ওই ভারতীয় ব্যবসায়ী তাঁকে পৃষ্ঠপোষকতা করার প্রস্তাব দেন। একই সঙ্গে জিম্বাবুয়েতে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথাও জানান। এ জন্য টেলরকে ১৫ হাজার ডলার (প্রায় ১৩ লাখ টাকা) দেওয়ার প্রস্তাব দেন তিনি। ভয়ে থাকলেও জুয়াড়ির প্রস্তাব ফেলতে পারেননি টেলর।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেডসি) আর্থিক দুরবস্থাও তাঁকে প্রস্তাবে রাজি হতে বাধ্য করেছিল বলে জানান টেলর। তাঁর দেওয়া তথ্যমতে, বোর্ড থেকে ছয় মাসের বেতন বকেয়া ছিল খেলোয়াড়দের। অবস্থা এতটাই সঙিন ছিল যে, জিম্বাবুয়ে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবে কি না, সে বিষয়ে সন্দিহান ছিলেন টেলর। সবকিছু চিন্তা করে ব্যবসায়ীর ফাঁদে পা দিয়ে একটা নৈশভোজে যান তিনি।
নৈশভোজ শেষে টেলরকে সরাসরি কোকেন সেবনের প্রস্তাব দেন সেই ব্যবসায়ী। ফাঁদটা তৈরি হয় সেই মুহূর্তে। টেলরের কোকেন সেবনের দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করেন জুয়াড়ি। পরে সেই ভিডিও ফুটেজ দেখিয়ে তাঁকে স্পট ফিক্সিংয়ে বাধ্য করলে ঘটনা আইসিসিকে জানান টেলর। শাস্তির কথা মাথায় নিয়ে সেটা মেনে নেওয়ার কথাও জানান সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে