নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার শুরুটাও বাংলাদেশের মতো হলো। ১৫ রানেই দুই ওপেনারের উইকেট হারায় তারা। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ৪৪ রানেই ড্রেসিংরুমে ফিরল স্বাগতিকদের টপ অর্ডার।
প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান তোলে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে ও পাতুম নিশাঙ্কার উদ্বোধনী জুটি আর বড় হতে দেননি তাসকিন। তৃতীয় ওভারের প্রথম বলে ফুল লেংথ বল ফ্লিক করতে গিয়ে বোল্ড হয়েছেন করুণারত্নে। ৩ বলে ১ রান আসে তাঁর ব্যাট থেকে।
চতুর্থ ওভারেই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে দ্বিতীয় আঘাত হানেন শরীফুল। চতুর্থ ওভারের তৃতীয় বলে শরীফুলকে কাট করতে গিয়েছিলেন নিশাঙ্কা। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে দুর্দান্তভাবে ক্যাচ ধরলেন মুশফিকুর রহিম। ১৩ বলে ১৪ রানে ফেরেন নিসাঙ্কা।
শুরুর ধাক্কা সামলাতে তৃতীয় উইকেটে সাবধানী ব্যাটিং করছিলেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। তাঁদের জুটি বড় হওয়ার পথে বাধা হলেন সাকিব। দুর্দান্ত আর্ম ডেলিভারিতে কুশল মেন্ডিসকে বোল্ড করলেন সাকিব। ২১ বলে ৫ রান ফিরলেন মেন্ডিস। পাওয়ার প্লেতে ১০ ওভারে ৩ উইকেটে ৪৪ রান তোলে শ্রীলঙ্কা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেটে ৫৮ রান।
পাল্লেকেলে স্টেডিয়ামে সাম্প্রতিক ওয়ানডে ম্যাচগুলোয় বড় স্কোরই হয়েছিল। সেটি বুঝেই হয় তো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দেশে যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন ব্যাটাররা, তাতে তাঁদের কাছে বড় ইনিংস ছিল প্রত্যাশা। যার সৌজন্যে শ্রীলঙ্কার সামনে বড় লক্ষ্য ছুড়ে দেবে বাংলাদেশ।
এর কিছুই হলো না। কোনোরকম দেড় শ পার করল বাংলাদেশ। মাতিশা পাতিরানার তোপ এবং মহীশ তিকশানার ঘূর্ণি জাদুতে ৪২.৪ ওভারে ১৬৪ রানেই গুটিয়ে গেছে সাকিবের দল। ব্যাটিং ব্যর্থতার দিনে এক নাজমুল হোসেন শান্তই লড়ে গেলেন। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে তিনি পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির কাছে।
তিকশানার দারুণ এক ডেলিভারিতে ৮৯ রানে আউট হয়ে, সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন শান্ত। ১২২ বলের ইনিংসে ছিল সাতটি চারের বাউন্ডারি। বাংলাদেশের সাত ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার শুরুটাও বাংলাদেশের মতো হলো। ১৫ রানেই দুই ওপেনারের উইকেট হারায় তারা। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ৪৪ রানেই ড্রেসিংরুমে ফিরল স্বাগতিকদের টপ অর্ডার।
প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান তোলে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে ও পাতুম নিশাঙ্কার উদ্বোধনী জুটি আর বড় হতে দেননি তাসকিন। তৃতীয় ওভারের প্রথম বলে ফুল লেংথ বল ফ্লিক করতে গিয়ে বোল্ড হয়েছেন করুণারত্নে। ৩ বলে ১ রান আসে তাঁর ব্যাট থেকে।
চতুর্থ ওভারেই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে দ্বিতীয় আঘাত হানেন শরীফুল। চতুর্থ ওভারের তৃতীয় বলে শরীফুলকে কাট করতে গিয়েছিলেন নিশাঙ্কা। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে দুর্দান্তভাবে ক্যাচ ধরলেন মুশফিকুর রহিম। ১৩ বলে ১৪ রানে ফেরেন নিসাঙ্কা।
শুরুর ধাক্কা সামলাতে তৃতীয় উইকেটে সাবধানী ব্যাটিং করছিলেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। তাঁদের জুটি বড় হওয়ার পথে বাধা হলেন সাকিব। দুর্দান্ত আর্ম ডেলিভারিতে কুশল মেন্ডিসকে বোল্ড করলেন সাকিব। ২১ বলে ৫ রান ফিরলেন মেন্ডিস। পাওয়ার প্লেতে ১০ ওভারে ৩ উইকেটে ৪৪ রান তোলে শ্রীলঙ্কা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেটে ৫৮ রান।
পাল্লেকেলে স্টেডিয়ামে সাম্প্রতিক ওয়ানডে ম্যাচগুলোয় বড় স্কোরই হয়েছিল। সেটি বুঝেই হয় তো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দেশে যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন ব্যাটাররা, তাতে তাঁদের কাছে বড় ইনিংস ছিল প্রত্যাশা। যার সৌজন্যে শ্রীলঙ্কার সামনে বড় লক্ষ্য ছুড়ে দেবে বাংলাদেশ।
এর কিছুই হলো না। কোনোরকম দেড় শ পার করল বাংলাদেশ। মাতিশা পাতিরানার তোপ এবং মহীশ তিকশানার ঘূর্ণি জাদুতে ৪২.৪ ওভারে ১৬৪ রানেই গুটিয়ে গেছে সাকিবের দল। ব্যাটিং ব্যর্থতার দিনে এক নাজমুল হোসেন শান্তই লড়ে গেলেন। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে তিনি পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির কাছে।
তিকশানার দারুণ এক ডেলিভারিতে ৮৯ রানে আউট হয়ে, সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন শান্ত। ১২২ বলের ইনিংসে ছিল সাতটি চারের বাউন্ডারি। বাংলাদেশের সাত ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৭ মিনিট আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ নাকি বৃষ্টিকাপ—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেভাবে বৃষ্টি বাগড়া দিচ্ছে, তাতে এমন প্রশ্ন দর্শকেরা করতেই পারেন। বুলাওয়েতে আজ আবহাওয়ার পূর্বাভাস সত্যি করেই বাংলাদেশ-নিউজিল্যান্ড যুব বিশ্বকাপের ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে শেষ পর্যন্ত জিতে গেছে বৃষ্টি।
২ ঘণ্টা আগে