নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তানের বিপক্ষে জেতার পরিস্থিতি তৈরি করেও ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে এমন হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম হোটেলে ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে বৈঠকে বসে টিম ম্যানেজমেন্ট।
আজ দুবাইয়ের হিল্টন হোটেলে সাকিবদের বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ ও বেশ কয়েকজন কর্মকর্তা। এ সময় আগের ম্যাচের ঘাটতিগুলো নিয়ে আলোচনা হয়েছে তাঁদের। আগামীকাল শ্রীলঙ্কা বিপক্ষে যেকোনো মূল্যে জিততে পরিকল্পনাও সাজিয়েছেন তাঁরা।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘আজকে সকালে আমাদের দলের বৈঠক ছিল। টিম মিটিং হয়েছে, কোচেরা খেলোয়াড়দের নিয়ে বসেছিল। আগামী কালকে খেলার কৌশল নিয়ে আলোচনা হয়েছে।’
শারজার উইকেটের চেয়ে ভিন্ন দুবাইয়ের উইকেট। প্রথম দুই ম্যাচে ভালোই রান উঠেছে সেখানে। বিসিবিও সেভাবেই পরিকল্পনা করেছে। জালাল বলেছেন, ‘ওখানে (দুবাইর উইকেটে) কার কী করণীয়, এগুলো নিয়ে কথা হয়েছে। দুবাই স্পোর্টস সিটিতে যে উইকেট এটা পুরোই ভিন্ন শারজা উইকেট থেকে। সুতরাং ওখানে কার কী করতে হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তারা ভালোভাবে বুঝেছেন কালকের খেলায় কার কী করণীয়।’
আফগানদের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পরও ১২৭ রানের পুঁজি নিয়ে দারুণ লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন সাকিবরা। কিন্তু ১৪ ওভারের পরই বোলারদের ব্যর্থতায় ম্যাচটি জিতে নেয় আফগানরা। যদিও এমন হারের পরও মানসিকভাবে শক্ত আছেন ক্রিকেটাররা। বিসিবির এই কর্মকর্তা বলেছেন, ‘সবাই শক্তিশালী (মানসিকভাবে)। এখানে গতকালের ম্যাচ নিয়ে আলাপ আলোচনা হয়নি ৷ যেগুলো ঘাটতি ছিল সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে ৷ সবাই খুব ইতিবাচক মুডে আছে। আশা করি কালকের ম্যাচটা ভালো হবে।’

আফগানিস্তানের বিপক্ষে জেতার পরিস্থিতি তৈরি করেও ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে এমন হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম হোটেলে ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে বৈঠকে বসে টিম ম্যানেজমেন্ট।
আজ দুবাইয়ের হিল্টন হোটেলে সাকিবদের বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ ও বেশ কয়েকজন কর্মকর্তা। এ সময় আগের ম্যাচের ঘাটতিগুলো নিয়ে আলোচনা হয়েছে তাঁদের। আগামীকাল শ্রীলঙ্কা বিপক্ষে যেকোনো মূল্যে জিততে পরিকল্পনাও সাজিয়েছেন তাঁরা।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘আজকে সকালে আমাদের দলের বৈঠক ছিল। টিম মিটিং হয়েছে, কোচেরা খেলোয়াড়দের নিয়ে বসেছিল। আগামী কালকে খেলার কৌশল নিয়ে আলোচনা হয়েছে।’
শারজার উইকেটের চেয়ে ভিন্ন দুবাইয়ের উইকেট। প্রথম দুই ম্যাচে ভালোই রান উঠেছে সেখানে। বিসিবিও সেভাবেই পরিকল্পনা করেছে। জালাল বলেছেন, ‘ওখানে (দুবাইর উইকেটে) কার কী করণীয়, এগুলো নিয়ে কথা হয়েছে। দুবাই স্পোর্টস সিটিতে যে উইকেট এটা পুরোই ভিন্ন শারজা উইকেট থেকে। সুতরাং ওখানে কার কী করতে হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তারা ভালোভাবে বুঝেছেন কালকের খেলায় কার কী করণীয়।’
আফগানদের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পরও ১২৭ রানের পুঁজি নিয়ে দারুণ লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন সাকিবরা। কিন্তু ১৪ ওভারের পরই বোলারদের ব্যর্থতায় ম্যাচটি জিতে নেয় আফগানরা। যদিও এমন হারের পরও মানসিকভাবে শক্ত আছেন ক্রিকেটাররা। বিসিবির এই কর্মকর্তা বলেছেন, ‘সবাই শক্তিশালী (মানসিকভাবে)। এখানে গতকালের ম্যাচ নিয়ে আলাপ আলোচনা হয়নি ৷ যেগুলো ঘাটতি ছিল সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে ৷ সবাই খুব ইতিবাচক মুডে আছে। আশা করি কালকের ম্যাচটা ভালো হবে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে