ক্রীড়া ডেস্ক

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ভারত সফরের জন্য দল ঘোষণ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দীর্ঘ ১৩ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন জো রুট। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলে সুযোগ হয়নি অলরাউন্ডার বেন স্টোকসের। তবে প্রথমবারের মতো বড় কোনো ইভেন্টে সুযোগ পেয়েছেন পেসার সাকিব মাহমুদ ও জ্যাকব বেথেল।
চ্যাম্পিয়নস ট্রফির আগে ২০২৫ সালের জানুয়ারিতে ভারত সফরে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজের দলই যাবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান সফরে। ভারত সফর দিয়েই সাদা বলের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট ব্রেন্ডন ম্যাককালামের।
ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাননি স্যাম কারান, রিস টপলি, ম্যাথু পটস ও উইল জ্যাকসের মতো তারকা ক্রিকেটাররা। স্টোকসের ব্যাপারে আলোচনা থাকলেও নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে হ্যামস্ট্রিং চোট পেয়ে ছিটকে গেছেন। বোলিংয়ে গতিকে গুরুত্ব দিয়েছে ইংল্যান্ড। দলে নেওয়া পাঁচ পেসার ঘণ্টায় ৯০ মাইল বা তার বেশি গতিতে বল করতে সক্ষম। এর মধ্যে আছেন জফরা আর্চার, মার্ক উড, ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ ও জেমি ওভারটন।
তিন সংস্করণে দারুণ ছন্দে রয়েছেন ব্যাটিং অলরাউন্ডার বেথেল। রুটকে ফেরানো হচ্ছে ম্যাককালামের সাদা বলে প্রথম বড় সিদ্ধান্ত। ৩৪ ছুঁই ছুঁই রুট বছর শেষ করছেন ১ নম্বর টেস্ট ব্যাটার হিসেবে। এ বছর টেস্ট সংস্করণে ৬ সেঞ্চুরিতে ১৫৫৬ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার, নজরকাড়া গড় ৫৫.৫৭। গত বছরের অক্টোবর-নভেম্বর ভারতে ওয়ানডে বিশ্বকাপ সবশেষ ওয়ানডে খেলেছেন রুট। বিশ্বকাপে দলের ব্যর্থতার মাঝেও ২৭৬ রান করেছিলেন তিনি। ৪৭.৬০ তাঁর ওয়ানডে ক্যারিয়ারের গড়।
জানুয়ারিতে ভারত সফরে যাবে ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের পর ৬ ফেব্রুয়ারি শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। তারপর সেখান পাকিস্তানে যাবেন রুটরা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে।
চ্যাম্পিয়নস ট্রফি ও ভারত সফরে ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাকব বেথেল, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ভারত সফরের জন্য দল ঘোষণ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দীর্ঘ ১৩ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন জো রুট। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলে সুযোগ হয়নি অলরাউন্ডার বেন স্টোকসের। তবে প্রথমবারের মতো বড় কোনো ইভেন্টে সুযোগ পেয়েছেন পেসার সাকিব মাহমুদ ও জ্যাকব বেথেল।
চ্যাম্পিয়নস ট্রফির আগে ২০২৫ সালের জানুয়ারিতে ভারত সফরে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজের দলই যাবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান সফরে। ভারত সফর দিয়েই সাদা বলের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট ব্রেন্ডন ম্যাককালামের।
ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাননি স্যাম কারান, রিস টপলি, ম্যাথু পটস ও উইল জ্যাকসের মতো তারকা ক্রিকেটাররা। স্টোকসের ব্যাপারে আলোচনা থাকলেও নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে হ্যামস্ট্রিং চোট পেয়ে ছিটকে গেছেন। বোলিংয়ে গতিকে গুরুত্ব দিয়েছে ইংল্যান্ড। দলে নেওয়া পাঁচ পেসার ঘণ্টায় ৯০ মাইল বা তার বেশি গতিতে বল করতে সক্ষম। এর মধ্যে আছেন জফরা আর্চার, মার্ক উড, ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ ও জেমি ওভারটন।
তিন সংস্করণে দারুণ ছন্দে রয়েছেন ব্যাটিং অলরাউন্ডার বেথেল। রুটকে ফেরানো হচ্ছে ম্যাককালামের সাদা বলে প্রথম বড় সিদ্ধান্ত। ৩৪ ছুঁই ছুঁই রুট বছর শেষ করছেন ১ নম্বর টেস্ট ব্যাটার হিসেবে। এ বছর টেস্ট সংস্করণে ৬ সেঞ্চুরিতে ১৫৫৬ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার, নজরকাড়া গড় ৫৫.৫৭। গত বছরের অক্টোবর-নভেম্বর ভারতে ওয়ানডে বিশ্বকাপ সবশেষ ওয়ানডে খেলেছেন রুট। বিশ্বকাপে দলের ব্যর্থতার মাঝেও ২৭৬ রান করেছিলেন তিনি। ৪৭.৬০ তাঁর ওয়ানডে ক্যারিয়ারের গড়।
জানুয়ারিতে ভারত সফরে যাবে ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের পর ৬ ফেব্রুয়ারি শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। তারপর সেখান পাকিস্তানে যাবেন রুটরা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে।
চ্যাম্পিয়নস ট্রফি ও ভারত সফরে ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাকব বেথেল, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

বিপিএলের চলতি পর্বে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান করছেন তাওহীদ হৃদয়। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা নেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে মিডল অর্ডারেই নামতে হবে হৃদয়কে।
১৩ মিনিট আগে
হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
৩ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৪ ঘণ্টা আগে