ক্রীড়া ডেস্ক

ঈদের আমেজ শুরু হয়েছে কদিন আগে থেকেই। পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে অনেকেই চলে গেছেন ঢাকার বাইরে। অনেকে আবার রাজধানী শহরেই থেকেছেন। সামাজিক মাধ্যমে গতকাল থেকেই দেখা যাচ্ছে, ‘ঈদ মোবারক।’
বাংলাদেশে আজ উদ্যাপন করা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা। ঈদের সকালে পাজামা-পাঞ্জাবি পরে অনেকে বেরিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও উদযাপন করছেন ঈদ। উৎসবের মুহূর্ত সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাসকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাসকিনের দুই মেয়ে ও এক ছেলে এবং বাবা রয়েছেন। তাসকিন ক্যাপশন দিয়েছেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে।’
মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমরাও ঈদের সকালে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আরও গভীর হোক আমাদের আত্মত্যাগের ক্ষমতা ও ভালোবাসার শক্তি। ঈদ মোবারক।’ মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক সবাইকে।’ তিনি যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা গেছে একজনের সেলফিতে আছেন মুশফিক ও তাঁর ছেলে। তাঁরা সবাই ঈদের সকালে নামাজ পড়ছেন।

মিরাজ, মুশফিক, তাসকিনদের ছবিতে যেমন অনেককে দেখা গেছে, শরীফুল ইসলাম ছবি তুলেছেন একা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরীফুল লিখেছেন, ‘ঈদ মুবারক’। বাংলাদেশের বাঁহাতি পেসার ঈদের সকালে দুটি ছবি পোস্ট করেছেন। আর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ঈদ আপনাদের ভালো কাটুক। সবাই উপভোগ করুন। সুস্থ থাকুন।’
বাংলাদেশ ক্রিকেট দলের পরের গন্তব্য এখন শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। ২৫ জুন এসএসসিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের সিরিজ শেষে ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি।

ঈদের আমেজ শুরু হয়েছে কদিন আগে থেকেই। পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে অনেকেই চলে গেছেন ঢাকার বাইরে। অনেকে আবার রাজধানী শহরেই থেকেছেন। সামাজিক মাধ্যমে গতকাল থেকেই দেখা যাচ্ছে, ‘ঈদ মোবারক।’
বাংলাদেশে আজ উদ্যাপন করা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা। ঈদের সকালে পাজামা-পাঞ্জাবি পরে অনেকে বেরিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও উদযাপন করছেন ঈদ। উৎসবের মুহূর্ত সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাসকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাসকিনের দুই মেয়ে ও এক ছেলে এবং বাবা রয়েছেন। তাসকিন ক্যাপশন দিয়েছেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে।’
মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমরাও ঈদের সকালে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আরও গভীর হোক আমাদের আত্মত্যাগের ক্ষমতা ও ভালোবাসার শক্তি। ঈদ মোবারক।’ মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক সবাইকে।’ তিনি যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা গেছে একজনের সেলফিতে আছেন মুশফিক ও তাঁর ছেলে। তাঁরা সবাই ঈদের সকালে নামাজ পড়ছেন।

মিরাজ, মুশফিক, তাসকিনদের ছবিতে যেমন অনেককে দেখা গেছে, শরীফুল ইসলাম ছবি তুলেছেন একা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরীফুল লিখেছেন, ‘ঈদ মুবারক’। বাংলাদেশের বাঁহাতি পেসার ঈদের সকালে দুটি ছবি পোস্ট করেছেন। আর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ঈদ আপনাদের ভালো কাটুক। সবাই উপভোগ করুন। সুস্থ থাকুন।’
বাংলাদেশ ক্রিকেট দলের পরের গন্তব্য এখন শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। ২৫ জুন এসএসসিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের সিরিজ শেষে ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৮ ঘণ্টা আগে