
আন্তর্জাতিক ক্রিকেটে তাওহীদ হৃদয়ের পথচলার তিন মাসও হয়নি। এই অল্প কদিনে রানের ফোয়াড়া ছুটিয়ে চলেছেন তিনি। দুর্দান্ত ব্যাটিং করে নজর কেড়েছেন অনেকের। দারুণ ছন্দে থাকা হৃদয়ের ভবিষ্যৎ উজ্জ্বল মনে করছেন তামিম ইকবাল।
চেমসফোর্ডে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ নম্বরে ব্যাটিংয়ে নামেন হৃদয়। ৪৫ ওভারে ৩২০-এর পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের স্কোর তখন ১৭ ওভারে ৩ উইকেটে ১০১ রান। রিকোয়ার্ড রেট ৮-এর কাছাকাছি। তবে এই রানরেট ভড়কাতে পারেনি হৃদয়কে। আইরিশ বোলারদের বেশ স্বাচ্ছন্দ্যে, সাবলীলভাবে খেলেছেন তিনি। স্ট্রাইক রোটেটের সঙ্গে দৃষ্টিনন্দন চার-ছক্কায় পেয়েছেন দ্বিতীয় ওয়ানডে ফিফটি। ৫৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৮ রানের সময়োপযোগী ইনিংস খেলেছেন। নাজমুল হোসেন শান্তর সঙ্গে চতুর্থ উইকেটে ১০২ বলে ১৩১ রানের জুটি গড়তে অবদান রেখেছেন হৃদয়। এ জুটিই মূলত গড়ে দিয়েছে জয়ের ভিত।
দুর্দান্ত ইনিংস খেলা হৃদয় প্রশংসা পেয়েছেন শান্ত, তামিমদের থেকে। ম্যাচ-সেরা শান্ত জানিয়েছেন, হৃদয়ের কারণেই তাঁর (শান্ত) ব্যাটিং করা সহজ হয়েছে। আর তামিম প্রশংসা করেছেন শান্ত-হৃদয় জুটির। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘শান্ত ও হৃদয়ের ব্যাটিংয়ে আমি বেশ খুশি। বিশেষ করে হৃদয়ের খেলা দেখে মুগ্ধ। শুধু এই সিরিজেই নয়, ঘরের মাঠেও সে দুর্দান্ত খেলেছে। আশা করি সে অনেক দূর যাবে। সে যেভাবে খেলছে, যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে, তাহলে নিশ্চিতভাবেই তা আমাদের জন্য ভালো হবে।’
এই আয়ারল্যান্ডের বিপক্ষে এ বছরের মার্চে ওয়ানডে অভিষেক হয়েছে হৃদয়ের। সিলেটে ৮৫ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। সেঞ্চুরি না পেলেও ওয়ানডে অভিষেকে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন তিনি। এখন পর্যন্ত ৫ ওয়ানডেতে ৫৯ গড় ও ১১৩.৪৬ স্ট্রাইক রেটে ২৩৬ রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে তাওহীদ হৃদয়ের পথচলার তিন মাসও হয়নি। এই অল্প কদিনে রানের ফোয়াড়া ছুটিয়ে চলেছেন তিনি। দুর্দান্ত ব্যাটিং করে নজর কেড়েছেন অনেকের। দারুণ ছন্দে থাকা হৃদয়ের ভবিষ্যৎ উজ্জ্বল মনে করছেন তামিম ইকবাল।
চেমসফোর্ডে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ নম্বরে ব্যাটিংয়ে নামেন হৃদয়। ৪৫ ওভারে ৩২০-এর পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের স্কোর তখন ১৭ ওভারে ৩ উইকেটে ১০১ রান। রিকোয়ার্ড রেট ৮-এর কাছাকাছি। তবে এই রানরেট ভড়কাতে পারেনি হৃদয়কে। আইরিশ বোলারদের বেশ স্বাচ্ছন্দ্যে, সাবলীলভাবে খেলেছেন তিনি। স্ট্রাইক রোটেটের সঙ্গে দৃষ্টিনন্দন চার-ছক্কায় পেয়েছেন দ্বিতীয় ওয়ানডে ফিফটি। ৫৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৮ রানের সময়োপযোগী ইনিংস খেলেছেন। নাজমুল হোসেন শান্তর সঙ্গে চতুর্থ উইকেটে ১০২ বলে ১৩১ রানের জুটি গড়তে অবদান রেখেছেন হৃদয়। এ জুটিই মূলত গড়ে দিয়েছে জয়ের ভিত।
দুর্দান্ত ইনিংস খেলা হৃদয় প্রশংসা পেয়েছেন শান্ত, তামিমদের থেকে। ম্যাচ-সেরা শান্ত জানিয়েছেন, হৃদয়ের কারণেই তাঁর (শান্ত) ব্যাটিং করা সহজ হয়েছে। আর তামিম প্রশংসা করেছেন শান্ত-হৃদয় জুটির। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘শান্ত ও হৃদয়ের ব্যাটিংয়ে আমি বেশ খুশি। বিশেষ করে হৃদয়ের খেলা দেখে মুগ্ধ। শুধু এই সিরিজেই নয়, ঘরের মাঠেও সে দুর্দান্ত খেলেছে। আশা করি সে অনেক দূর যাবে। সে যেভাবে খেলছে, যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে, তাহলে নিশ্চিতভাবেই তা আমাদের জন্য ভালো হবে।’
এই আয়ারল্যান্ডের বিপক্ষে এ বছরের মার্চে ওয়ানডে অভিষেক হয়েছে হৃদয়ের। সিলেটে ৮৫ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। সেঞ্চুরি না পেলেও ওয়ানডে অভিষেকে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন তিনি। এখন পর্যন্ত ৫ ওয়ানডেতে ৫৯ গড় ও ১১৩.৪৬ স্ট্রাইক রেটে ২৩৬ রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে