
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচেই প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়ান রবি বোপারা। প্রথমবার সিলেট সানরাইজার্সের অধিনায়কত্ব পেয়ে মাঠে নেমেই বল বিকৃতির মতো ‘অপরাধ’ করেন ইংলিশ এই অলরাউন্ডার। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে এ জন্য মাঠেই জরিমানা গুনতে হয় ফ্র্যাঞ্চাইজিটিকে।
তবে ব্যাপারটাকে ভুল কিছু দেখছে না সিলেট কর্তৃপক্ষ। আজ এ বিষয়ে কথা বলেন দলটির মালিক শেখ কুদরাত-ই-ইবতিহাজ জয়। তিনি বলেন, ‘সন্দেহের যে কথাটা বলছেন, এই ব্যাপারে নির্দিষ্ট কোনো কিছু আমার কাছে আসেনি। বিসিবির গভর্নিং কাউন্সিল থেকে কিছু জানানো হয়নি। আমি যেটা পরে জানতে পেরেছি, এটা আসলে নাকল বোলিং। বিসিবির টিম ম্যানেজমেন্ট, বিসিবির রেফারি, তাঁরা বিষয়টা দেখছেন। এটার ব্যাপারে যে ধরনের নিয়ম আছে সেভাবে দেখছেন তাঁরা।’
এবারের বিপিএলে সিলেটের নানা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে। মাঠে এই ঘটনার আগে দলের অধিনায়কও পরিবর্তন করে তারা। মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় বোপারাকে অধিনায়ক করেছে সিলেট। এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিটির মালিক কুদরাত-ই-ইবতিহাজ জয় বলেছেন, ‘ওর (মোসাদ্দেক) নিজের পারফরম্যান্সের ব্যাপারে বেশি খেয়াল করতে চাইছিল। এই কারণে রবি বোপারাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোচ ও মোসাদ্দেক মিলেই সিদ্ধান্তটা নিয়েছে।’
এবারের বিপিএলে টানা হারের মধ্যে আছে সিলেট। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি ম্যাচ জিতেছে তারা। দলটির মাঠের নানা সিদ্ধান্তও প্রশ্নবিদ্ধ হচ্ছে। গতকাল খুলনার বিপক্ষে ম্যাচে যেমন এক ওভারও বল করানো হয়নি নাজমুল ইসলাম অপুকে। অথচ একাদশে বিশেষজ্ঞ বোলার হিসেবে ছিলেন এই বাঁহাতি স্পিনার। এ ব্যাপারে কুদরাত-ই-ইবতিহাজ জয়ের ভাষ্য, ‘আমি কোচ অধিনায়ককে জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছে বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার সে মুহূর্তে খুব ভালো খেলছিল। ওই মুহূর্তে তাই অপুকে বল করালে ফল ভালো হতো না।’

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচেই প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়ান রবি বোপারা। প্রথমবার সিলেট সানরাইজার্সের অধিনায়কত্ব পেয়ে মাঠে নেমেই বল বিকৃতির মতো ‘অপরাধ’ করেন ইংলিশ এই অলরাউন্ডার। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে এ জন্য মাঠেই জরিমানা গুনতে হয় ফ্র্যাঞ্চাইজিটিকে।
তবে ব্যাপারটাকে ভুল কিছু দেখছে না সিলেট কর্তৃপক্ষ। আজ এ বিষয়ে কথা বলেন দলটির মালিক শেখ কুদরাত-ই-ইবতিহাজ জয়। তিনি বলেন, ‘সন্দেহের যে কথাটা বলছেন, এই ব্যাপারে নির্দিষ্ট কোনো কিছু আমার কাছে আসেনি। বিসিবির গভর্নিং কাউন্সিল থেকে কিছু জানানো হয়নি। আমি যেটা পরে জানতে পেরেছি, এটা আসলে নাকল বোলিং। বিসিবির টিম ম্যানেজমেন্ট, বিসিবির রেফারি, তাঁরা বিষয়টা দেখছেন। এটার ব্যাপারে যে ধরনের নিয়ম আছে সেভাবে দেখছেন তাঁরা।’
এবারের বিপিএলে সিলেটের নানা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে। মাঠে এই ঘটনার আগে দলের অধিনায়কও পরিবর্তন করে তারা। মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় বোপারাকে অধিনায়ক করেছে সিলেট। এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিটির মালিক কুদরাত-ই-ইবতিহাজ জয় বলেছেন, ‘ওর (মোসাদ্দেক) নিজের পারফরম্যান্সের ব্যাপারে বেশি খেয়াল করতে চাইছিল। এই কারণে রবি বোপারাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোচ ও মোসাদ্দেক মিলেই সিদ্ধান্তটা নিয়েছে।’
এবারের বিপিএলে টানা হারের মধ্যে আছে সিলেট। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি ম্যাচ জিতেছে তারা। দলটির মাঠের নানা সিদ্ধান্তও প্রশ্নবিদ্ধ হচ্ছে। গতকাল খুলনার বিপক্ষে ম্যাচে যেমন এক ওভারও বল করানো হয়নি নাজমুল ইসলাম অপুকে। অথচ একাদশে বিশেষজ্ঞ বোলার হিসেবে ছিলেন এই বাঁহাতি স্পিনার। এ ব্যাপারে কুদরাত-ই-ইবতিহাজ জয়ের ভাষ্য, ‘আমি কোচ অধিনায়ককে জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছে বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার সে মুহূর্তে খুব ভালো খেলছিল। ওই মুহূর্তে তাই অপুকে বল করালে ফল ভালো হতো না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে