Ajker Patrika

কেন শ্রীলঙ্কা থেকে সরে গেল এশিয়া কাপ, ব্যাখ্যা দিল লঙ্কান বোর্ড

কেন শ্রীলঙ্কা থেকে সরে গেল এশিয়া কাপ, ব্যাখ্যা দিল লঙ্কান বোর্ড

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। অর্থাৎ শ্রীলঙ্কা আয়োজক হলেও টুর্নামেন্ট হবে মরুর দেশে। কিন্তু কেন শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন সম্ভব হলো না এর ব্যাখ্যা দিয়েছে লঙ্কান বোর্ড। তারা কারণ হিসেবে দেখিয়েছে, যাতায়াতের সমস্যা, নিরাপত্তা, স্পনসর এবং সম্প্রচারের অভাব।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা এ নিয়ে  সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতার সঙ্গে অনেকে যুক্ত। এই পরিস্থিতিতে তাদের আস্থা অর্জন করা সম্ভব নয়। শুধু সদস্য দেশগুলোরই যে সমস্যা হবে তা নয়। এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে যা দরকার, সেই সম্প্রচারকারী এবং পৃষ্ঠপোষক জোগাড় করা অসম্ভব। গোটা বিশ্বে আমাদের সম্পর্কে নেতিবাচক খবর প্রচার করা হয়েছে। পেট্রল পাম্পে লাইন, ফাঁকা গ্যাসের সিলিন্ডার দেখানো হয়েছে। এতে আরও অসুবিধা হয়েছে আমাদের।’

কেন শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন সম্ভব হলো না এর ব্যাখ্যা দিয়ে মোহন আরও বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে সম্প্রচারকারী চ্যানেলের কর্মীরাও শ্রীলঙ্কায় আসার অনুমতি পাচ্ছেন না। অন্যান্য দেশের যে অতিথিদের আসার কথা ছিল, তাঁরাও এ দেশে আসার সাহস পাচ্ছেন না। তাই প্রতিযোগিতা অন্য দেশে সরিয়ে নেওয়া আমাদের ছাড়া উপায় ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত