
ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো সালমান বাট নিজের ক্যারিয়ার জলানজলি দিয়ে এক দশকেরও বেশি সময় গেছে। ফিক্সিং কেলেঙ্কারিতে জেল খেটে আবারও ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর ফিরতে পারেননি সাবেক এই পাকিস্তান অধিনায়ক।
বাটকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাটের সঙ্গে ২০২২ সালের বাকি সময়ের জন্য চুক্তি করেছে সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। বছরের বাকিটা সময় উদীয়মান দেশটির ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়তা করবেন সাবেক এই বাঁহাতি ব্যাটার। বাটকে সহায়তা করবেন পাকিস্তান নারী দলের সাবেক ট্রেনার জামাল হোসেন। সঙ্গে থাকবেন স্থানীয় স্টাফরা। জামাল দলটির ফিল্ডিং কোচ ও ট্রেইনার হিসেবে কাজ করবেন।
১৯৭৪ সাল থেকেই সিঙ্গাপুর আইসিসির সহযোগী সদস্য তালিকায় আছে। তখন থেকেই আইসিসির আওতাধীন টুর্নামেন্ট খেলে আসছে তারা। আগামী পাঁচ মাসের মধ্যে আইসিসির আরও তিনটি বড় টুর্নামেন্ট খেলবে তারা। মূলত এ কারণেই কোচ নিয়োগ দিয়েছে সিঙ্গাপুর।
সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সালমান বাট সিঙ্গাপুরে থাকবেন এবং পরামর্শক চুক্তির অধীনে প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে সফর করবেন তিনি। বাটের অধীনে আইসিসির বড় তিনটি টুর্নামেন্টের বাছাইপর্বে অংশগ্রহণ করবে দ্বীপ দেশটি।
এর মধ্যে আছে আগামী জুলাইয়ে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, পরের মাসে শ্রীলঙ্কায় এশিয়া কাপের বাছাইপর্ব এবং ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে কানাডায় চ্যালেঞ্জ লিগে অংশ নেবে সিঙ্গাপুর।

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো সালমান বাট নিজের ক্যারিয়ার জলানজলি দিয়ে এক দশকেরও বেশি সময় গেছে। ফিক্সিং কেলেঙ্কারিতে জেল খেটে আবারও ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর ফিরতে পারেননি সাবেক এই পাকিস্তান অধিনায়ক।
বাটকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাটের সঙ্গে ২০২২ সালের বাকি সময়ের জন্য চুক্তি করেছে সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। বছরের বাকিটা সময় উদীয়মান দেশটির ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়তা করবেন সাবেক এই বাঁহাতি ব্যাটার। বাটকে সহায়তা করবেন পাকিস্তান নারী দলের সাবেক ট্রেনার জামাল হোসেন। সঙ্গে থাকবেন স্থানীয় স্টাফরা। জামাল দলটির ফিল্ডিং কোচ ও ট্রেইনার হিসেবে কাজ করবেন।
১৯৭৪ সাল থেকেই সিঙ্গাপুর আইসিসির সহযোগী সদস্য তালিকায় আছে। তখন থেকেই আইসিসির আওতাধীন টুর্নামেন্ট খেলে আসছে তারা। আগামী পাঁচ মাসের মধ্যে আইসিসির আরও তিনটি বড় টুর্নামেন্ট খেলবে তারা। মূলত এ কারণেই কোচ নিয়োগ দিয়েছে সিঙ্গাপুর।
সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সালমান বাট সিঙ্গাপুরে থাকবেন এবং পরামর্শক চুক্তির অধীনে প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে সফর করবেন তিনি। বাটের অধীনে আইসিসির বড় তিনটি টুর্নামেন্টের বাছাইপর্বে অংশগ্রহণ করবে দ্বীপ দেশটি।
এর মধ্যে আছে আগামী জুলাইয়ে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, পরের মাসে শ্রীলঙ্কায় এশিয়া কাপের বাছাইপর্ব এবং ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে কানাডায় চ্যালেঞ্জ লিগে অংশ নেবে সিঙ্গাপুর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
২০ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩ ঘণ্টা আগে