
ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো সালমান বাট নিজের ক্যারিয়ার জলানজলি দিয়ে এক দশকেরও বেশি সময় গেছে। ফিক্সিং কেলেঙ্কারিতে জেল খেটে আবারও ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর ফিরতে পারেননি সাবেক এই পাকিস্তান অধিনায়ক।
বাটকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাটের সঙ্গে ২০২২ সালের বাকি সময়ের জন্য চুক্তি করেছে সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। বছরের বাকিটা সময় উদীয়মান দেশটির ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়তা করবেন সাবেক এই বাঁহাতি ব্যাটার। বাটকে সহায়তা করবেন পাকিস্তান নারী দলের সাবেক ট্রেনার জামাল হোসেন। সঙ্গে থাকবেন স্থানীয় স্টাফরা। জামাল দলটির ফিল্ডিং কোচ ও ট্রেইনার হিসেবে কাজ করবেন।
১৯৭৪ সাল থেকেই সিঙ্গাপুর আইসিসির সহযোগী সদস্য তালিকায় আছে। তখন থেকেই আইসিসির আওতাধীন টুর্নামেন্ট খেলে আসছে তারা। আগামী পাঁচ মাসের মধ্যে আইসিসির আরও তিনটি বড় টুর্নামেন্ট খেলবে তারা। মূলত এ কারণেই কোচ নিয়োগ দিয়েছে সিঙ্গাপুর।
সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সালমান বাট সিঙ্গাপুরে থাকবেন এবং পরামর্শক চুক্তির অধীনে প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে সফর করবেন তিনি। বাটের অধীনে আইসিসির বড় তিনটি টুর্নামেন্টের বাছাইপর্বে অংশগ্রহণ করবে দ্বীপ দেশটি।
এর মধ্যে আছে আগামী জুলাইয়ে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, পরের মাসে শ্রীলঙ্কায় এশিয়া কাপের বাছাইপর্ব এবং ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে কানাডায় চ্যালেঞ্জ লিগে অংশ নেবে সিঙ্গাপুর।

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো সালমান বাট নিজের ক্যারিয়ার জলানজলি দিয়ে এক দশকেরও বেশি সময় গেছে। ফিক্সিং কেলেঙ্কারিতে জেল খেটে আবারও ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর ফিরতে পারেননি সাবেক এই পাকিস্তান অধিনায়ক।
বাটকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাটের সঙ্গে ২০২২ সালের বাকি সময়ের জন্য চুক্তি করেছে সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। বছরের বাকিটা সময় উদীয়মান দেশটির ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়তা করবেন সাবেক এই বাঁহাতি ব্যাটার। বাটকে সহায়তা করবেন পাকিস্তান নারী দলের সাবেক ট্রেনার জামাল হোসেন। সঙ্গে থাকবেন স্থানীয় স্টাফরা। জামাল দলটির ফিল্ডিং কোচ ও ট্রেইনার হিসেবে কাজ করবেন।
১৯৭৪ সাল থেকেই সিঙ্গাপুর আইসিসির সহযোগী সদস্য তালিকায় আছে। তখন থেকেই আইসিসির আওতাধীন টুর্নামেন্ট খেলে আসছে তারা। আগামী পাঁচ মাসের মধ্যে আইসিসির আরও তিনটি বড় টুর্নামেন্ট খেলবে তারা। মূলত এ কারণেই কোচ নিয়োগ দিয়েছে সিঙ্গাপুর।
সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ জানজুয়া গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সালমান বাট সিঙ্গাপুরে থাকবেন এবং পরামর্শক চুক্তির অধীনে প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে সফর করবেন তিনি। বাটের অধীনে আইসিসির বড় তিনটি টুর্নামেন্টের বাছাইপর্বে অংশগ্রহণ করবে দ্বীপ দেশটি।
এর মধ্যে আছে আগামী জুলাইয়ে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, পরের মাসে শ্রীলঙ্কায় এশিয়া কাপের বাছাইপর্ব এবং ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে কানাডায় চ্যালেঞ্জ লিগে অংশ নেবে সিঙ্গাপুর।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৬ মিনিট আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৪৪ মিনিট আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে