ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও ম্যাচ সংখ্যা কমেছে। সিরিজটি তিন ম্যাচের হবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব ম্যাচ হবে একই স্টেডিয়ামে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ আনুষ্ঠানিক এক বিবৃতিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি ঘোষণা করেছে। ২৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ৩০ মে ও ১ জুন হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়াতে ম্যাচ সংখ্যা কমেছে। সূত্রে জানা গেছে, দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে ঈদের আগেই বাড়ি ফিরতে বোর্ডের কাছে ক্রিকেটাররা নাকি অনুরোধ করেছেন। কারণ, চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৬ অথবা ৭ জুন। ম্যাচ কমায় পাকিস্তান থেকে তাড়াতাড়ি দেশে ফিরতে পারবেন জাকের আলী অনিক-তাওহীদ হৃদয়রা।
লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এখন অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল এখন ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে বাংলাদেশ-আমিরাত তৃতীয় টি-টোয়েন্টি। সূত্রে জানা গেছে, আগামীকাল পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন-জাকেররা। আর বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায়। শারজায় আগামীকাল হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। ভ্রমণঝক্কি কমাতেই মূলত একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবি দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই প্রস্তাবে ইসিবি সাড়াও দিয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নতুন সূচি
প্রথম টি-টোয়েন্টি ২৮ মে
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে
তৃতীয় টি-টোয়েন্টি ১ জুন
*সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে

বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও ম্যাচ সংখ্যা কমেছে। সিরিজটি তিন ম্যাচের হবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব ম্যাচ হবে একই স্টেডিয়ামে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ আনুষ্ঠানিক এক বিবৃতিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি ঘোষণা করেছে। ২৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ৩০ মে ও ১ জুন হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়াতে ম্যাচ সংখ্যা কমেছে। সূত্রে জানা গেছে, দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে ঈদের আগেই বাড়ি ফিরতে বোর্ডের কাছে ক্রিকেটাররা নাকি অনুরোধ করেছেন। কারণ, চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৬ অথবা ৭ জুন। ম্যাচ কমায় পাকিস্তান থেকে তাড়াতাড়ি দেশে ফিরতে পারবেন জাকের আলী অনিক-তাওহীদ হৃদয়রা।
লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এখন অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল এখন ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে বাংলাদেশ-আমিরাত তৃতীয় টি-টোয়েন্টি। সূত্রে জানা গেছে, আগামীকাল পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন-জাকেররা। আর বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায়। শারজায় আগামীকাল হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। ভ্রমণঝক্কি কমাতেই মূলত একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবি দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই প্রস্তাবে ইসিবি সাড়াও দিয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নতুন সূচি
প্রথম টি-টোয়েন্টি ২৮ মে
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে
তৃতীয় টি-টোয়েন্টি ১ জুন
*সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে